post
অভিবাসন

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি দিলে জেল

কুয়েতে অবৈধ প্রবাসীদের চাকরি বা থাকার জায়গা দিলে ৬ মাসের জেল অথবা ৬০০ কুয়েতি দিনার জরিমানা করা হবে। একই সঙ্গে অবৈধ প্রবাসীকে ফিঙ্গার ব্লক করে, নিজ দেশে ফেরত পাঠানো হবে। যার ফলে ওই ব্যক্তি আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল-আয়ুব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,কুয়েতে ৩ মাস ব্যাপী চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ১৭ জুন শেষ হবে। ওই সময়ের মধ্যে যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে আকামা নবায়ন করবে না অথবা কুয়েত ত্যাগ করবে না,তাদের বিরুদ্ধে কুয়েতে বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের জন্য নিবিড় অভিযান চালানো হবে। যেসব কোম্পানি শ্রমিক নিয়োগ দেয়ার পর চাকরি দেয় না, ওইসব কোম্পানিকে ব্লাকলিস্ট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

post
অভিবাসন

টাম্বো বিমানবন্দরে ১৩ বাংলাদেশি আটক

দক্ষিণ আফ্রিকার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়মিত ২৫ অভিবাসীকে আটক করে, নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি-বিএমএ। আটককৃতদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, একজন নাইজেরিয়ান ও চারজন ঘানার নাগরিক রয়েছে। এছাড়াও,কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসময় আরও কয়েকজন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করা ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করে বিবৃতি দিয়েছেন, বিএমএ কমিশনার ডা. মাইকেল মাসিয়াপাতো। এজন্য অতিরিক্ত ৪০০ জুনিয়র বর্ডার গার্ড মোতায়েনের পাশাপাশি বিএমএ কার্যক্রম জোরদার করার কথাও জানান মাসিয়াপাতো। এর আগে মঙ্গলবার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ অবৈধ যাত্রীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

post
অভিবাসন

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আমিরাতে প্রবাসীর মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকী রাউন্ডবোর্ড আল-বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়। স্থানীয় প্রবাসীরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে। পরে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না দেওয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। পরে তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এর দুই দিন আগে ৩ জুন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আব্দুল হান্নান সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে।

post
অভিবাসন

৮০ অভিবাসন প্রত্যাশিকে উদ্ধার করেছে যুক্তরাজ্য

বৃহস্পতিবার ভোরে আরো ৮০ অভিবাসন প্রত্যাশিকে ইংলিশ চ্যানেল থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের বর্ডার ফোর্স। যাদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। কেন্ট থেকে প্রায় দশ মাইল দূরে অভিবাসন প্রত্যাশিদের বহনকারী একটি নৌকা অচল হওয়ার খবর পেলে তাদের উদ্ধার করা হয়। বর্ডার ফোর্সের সাথে এসময় উদ্ধার কাজে যোগ দেয় ডোবার এবং ওয়ালমার লাইফবোট ও কোস্টগার্ড হেলিকপ্টার। তবে এঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায় নি। এদিকে, ব্রিটিশ সরকার চেষ্টা করেও থামাতে পারছে না চ্যানেল অতিক্রম করে আসা অভিবাসন প্রত্যাশিদের। হোম অফিসের তথ্য মতে, গত চার মাসে ব্রিটেনে অভিবাসন প্রত্যাশি প্রবেশ করেছে প্রায় সাড়ে ৭ হাজার। অন্যদিকে, রুয়ান্ডা প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সংগঠন হোয়াইটহন ইউনিয়ন। তারা বলছেন, এ বিষয়ে ইউরোপিয় আদালতের রায় পাশ কাটানোর সুযোগও কম। আর সাবেক এক শীর্ষ কর্মকর্তা বললেন, নৌকা যোগে মানুষ আসা ঠেকানো কঠিন হবে।

post
অভিবাসন

পরিশ্রমের কারণেই সৌদিতে বাংলাদেশিদের চাহিদা

কঠোর পরিশ্রমের কারণেই সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী। তিনি জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রম বাজারে তাদের চাহিদা বাড়ছে। ওয়ার্কশপে বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কীভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর -শ্রম মুহাম্মদ রেজায়ে রাব্বী, কাউন্সিলর মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রথম সচিব মুহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন।

post
অভিবাসন

আল্টিমেটাম দিল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ

অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য আল্টিমেটাম দিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও, দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো নির্বাচন দিতে পারেনি কমিশন। সম্মিলিত ঢাকাবাসী জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী একটি নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করা হোক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি এম বাছেদ রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে সুন্দর একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে।

post
অভিবাসন

ইতালিতে অভিবাসী নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ

ইতালিতে অভিবাসীদের অধিকার আদায়ের নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর মুক্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী রোমের তরপিনাত্তারা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে নূরে আলম সিদ্দিকী বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, যা আদৌ সত্য নয়। ইতালির আইনকে সম্মান জানিয়ে তারা, সুস্ঠু বিচারের মাধ্যমে মুক্ত করার অনুরোধ জানান। এসময় সকলে তার মুক্তির স্লোগানে তরপিনাত্তারা এলাকা মূখরিত করে তুলেন। তার মুক্তির আন্দোলনে অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অংশ নেন ইতালিয়ানরাও।

post
অভিবাসন

সৌদিতে আটক বাংলাদেশিসহ অন্তত ১৭ হাজার

আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গেলো এক সপ্তাহে বাংলাদেশিসহ ১৭ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদেরকে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আটক করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে। আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে। তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।

post
অভিবাসন

কুয়েতে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা

সম্প্রতি কুয়েতে গিয়েছেন প্রায় ৭শ বাংলাদেশি নার্স। সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে যাওয়ায় সুনামের সাথেই দায়িত্ব পালন করছেন তারা। সরকারের জি টু জি চুক্তির মাধ্যমে দেশটিতে কর্মী পাঠানোর এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়, মধ্যপ্রাচ্যের ধনী দেশ, কুয়েতে বসবাস করছেন, বিভিন্ন দেশের অভিবাসীরা। জ্বালানি সমৃদ্ধ দেশটিতে রয়েছে দক্ষ শ্রমিকের ব্যপক চাহিদা। অভিবাসন নির্ভর কুয়েতে বাংলাদেশিদের সংখ্যাও প্রায় ৩ লাখ। তবে, পার্শবর্তী ভারতসহ বিভিন্ন দেশের সাথে শ্রম প্রতিযোগীতায় টিকতে পারছে না বাংলাদেশ। মূলত, দক্ষ জনশক্তির অভাবে আরবের দেশটিতে পিছিয়ে পড়ছেন শ্রম নির্ভর বাংলাদেশের শ্রমিকেরা। জানিয়েছেন, কুয়েত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইউছুফ আরাফাত। তিনি আরও বলেন, ভিসা জটিলতাসহ নানান কারণে দেশটিতে যেতে পারছেন না অনেক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ফলে রেমিট্যান্স সরবরাহে বড় ব্যঘাত ঘটছে বলে মনে করছেন এই বাংলাদেশি। এছাড়াও, কুয়েতে অভিবাসন ব্যয়ে বরাবরই ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। পাশ্ববর্তী দেশগুলোর চেয়ে কয়েকগুণ বেশি খরচ হওয়ার অভিযোগ এই রেমিট্যান্স যোদ্ধাদের।

post
অভিবাসন

চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি শিরিন আক্তার

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী, সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে শিরিন আক্তার। রোববার অফিস হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়। ২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন শিরিন। প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন। প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে জাগো নিউজকে শিরিন জানান, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ যেন সম্পন্ন করতে পারি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.