post
অভিবাসন

গ্রিস উপকূল থেকে ৭৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, ২৩ জন মানবপাচারকারী আটক

গ্রিক উপকূলরক্ষী বাহিনী এবং একটি জাহাজ ভূমধ্যসাগর থেকে শুক্রবার ৭৫ জনকে উদ্ধার করেছে। এদিকে গ্রিসের পুলিশ জানায়, মানবপাচারে যুক্ত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।একটি বিবৃতিতে উপকূলরক্ষীবাহিনী জানিয়েছে, পালতোলা নৌকাটিকে নিরাপদে স্থানীয় বন্দরে নিয়ে যাওয়ার পর ৬৯ জন পুরুষ ও ছয়জন নারী সুস্থ ছিলেন। অভিবাসীরা একটি পালতোলা নৌকায় পেলোপনিস উপদ্বীপ থেকে রওনা দিয়েছিলেন। তখন তাদের উদ্ধার করা হয়। প্রবল বাতাসের কারণে বিপদের আঁচ করেছিলেন অভিবাসীরা। হেলেনিক কোস্ট গার্ড জানায়, অভিবাসীরা বিপদগ্রস্ত পরিস্থিতিতে সংকেত পাঠাতে পেরেছিলেন। তাদের নিয়াপোলিসের সমুদ্রতীরবর্তী গ্রামে নিয়ে যাওযা হয়। অভিবাসীরা তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তাদের গন্তব্য ছিল ইটালি। তবে তারা কোন দেশ থেকে এসেছিলেন তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। পূর্ব ভূমধ্যসাগর পেরিয়ে ইটালি যাওয়ার পথে একাধিক চোরাচালান চক্রের মাধ্য়মে বিপজ্জনক পথ পেরোতে বাধ্য হন অভিবাসীরা। তুরস্কের এজিয়ান উপকূল এবং পূর্ব ভূমধ্যসাগরীয় দেশ যেমন সিরিয়া এবং লেবাননকে টার্গেট করে পাচারকারীরা। চলতি মাসের শুরুর দিকে পেলোপনিস এবং লেসবস দ্বীপের কাছে দুটি অভিবাসী নৌকাডুবিতে কমপক্ষে ৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি বা অন্য দুর্ঘটনা ঘটে। জরাজীর্ণ নৌকা দুর্ঘটনার একটা কারণ বটেই। তাছাড়া ক্লান্ত যাত্রীরা সাধারণত নৌকা, ঝড়ো আবহাওয়া এবং অশান্ত সমুদ্রে যাতায়াতে অনভিজ্ঞ। তাই তারা বিপদের মুখে পড়ে অসহায় হয়ে পড়েন, কোনো ক্ষেত্রে দীর্ঘদিন পর অভিবাসীদের মৃতদেহ মেলে। শুক্রবার গ্রিক পুলিশ জানায়, তারা একটি মানবপাচারচক্র ভেঙে দিয়েছে। তিনজন গ্রিক ও ছয়জন বিদেশি নাগরিক সহ সেই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ১৪ জনের খোঁজে এখনো তল্লাশি চলছে। পাচারকারীরা তুরস্ক থেকে অভিবাসীদের এভ্রোস পার করে নিয়ে আসছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। জন প্রতি ছয় হাজার ইউরো বা ছয় লাখ টাকা নিয়েছিল মানবপাচারকারীরা। পুলিশ জানিয়েছে, তারা পাচারচক্রের একটি আস্তানায় নয় কোটি টাকা জব্দ করেছে। কর্মকর্তারা জানান, শরণার্থীদের গ্রিক-তুরস্ক সীমান্ত অতিক্রম করে বন্দরে নিয়ে আসা হয়। এরপর চুরি করা গাড়িতে থেসালোনিকি নিয়ে যাওয়া হয়। পরবর্তী গন্তব্যের জন্য অভিবাসীদের থেকে আরো টাকা চাওয়া হয়েছিল। যেমন উত্তর মেসিডোনিয়ায় স্থানান্তরের জন্য দেড় লাখ টাকা বা পশ্চিম ইউরোপের দেশে স্থানান্তরের জন্য তিন লাখ টাকা চাওয়া হয়। ভুয়া পাসপোর্টের জন্য এক লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছিল। গ্রিক উপকূলরক্ষী বাহিনী বলেছে যে তারা বছরের প্রথম আট মাসে প্রায় দেড় হাজার জনকে উদ্ধার করে, যা গত বছরের তুলনায় ৬০০ জন কম। গ্রিক কর্মকর্তারা বলেন, মানবপাচারকারীরা ইদানীং দক্ষিণে দীর্ঘ এবং আরো বিপজ্জনক পথে পাড়ি দিচ্ছে।

post
অভিবাসন

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বৈঠকে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে নানা সুপারিশ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে আল হারামাইন পারফিউমসের প্রধান কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে সরকারের করণীয় এবং রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে ১৩টি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এতে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, রেমিট্যান্স প্রবাহ, ব্যবহার ও বৃদ্ধির উপায় এবং বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বিনিয়োগের চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সেলর কামরুল হাসান। বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন দ্য ডেইলি স্টার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান সিআইপি, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের দুবাইস্থ রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক, জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যবস্থাপনা পরিচালক শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, কমিউনিটি নেতা নওশের আলী, আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি, সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন, সাবেক ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন জামান।বক্তারা দীর্ঘ আলোচনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের সেবা অন্যান্য সংস্থার সেবার সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করতে বিভিন্ন প্রস্তাব করেন। এ ছাড়া সরাসরি বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স বাড়াতে ব্যাংক চার্জ মওকুফ, মোবাইল অ্যাপ তৈরি, চলমান রেমিট্যান্স প্রণোদনা ৪ শতাংশে উন্নীত করণ, বন্ডের লভ্যাংশ বৃদ্ধি করা, বিদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেয়া, শ্রমিকদের দক্ষতা বাড়াতে সহায়তা প্রদান, প্রশিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন শ্রমিকদের বিদেশে প্রেরণ, দেশ থেকে আমদানীকৃত পণ্য পুনঃরপ্তানির সুযোগ তৈরি করা, হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের চিহ্নিতকরণ, দেশের বাইরের জনতা ব্যাংকের ঋণ খেলাপিদের ঋণ পরিশোধ, প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু ও ক্যাপিটাল মার্কেট তৈরির বিষয়ে সুপারিশ প্রস্তাব করেন বক্তারা। বিএম জামাল হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে এই গোলটেবিল আলোচনা অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এই যে বৈশ্বিক সংকট, এমন পরিস্থিতিতে বাংলাদেশ এখন যে সংকটে আছে এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংকটের প্রভাবে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী এখন শঙ্কিত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অ্যানালাইসিস আসছে। তাতে দেখা গেছে, দু'টো দেশ অত্যন্ত লাভবান হচ্ছে। তারা হলো- আমেরিকা ও রাশিয়া।সৈয়দ আশফাকুল হক বলেন, রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার চাবিকাঠি। যা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রেমিট্যান্স ইনফ্ল নিয়ে কিছু কথা আসছে। আমি বলবো- সমস্যা থাকবেই, সমাধান হয় না বলেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। যুগের পরিবর্তন হচ্ছে, যুগের সঙ্গে তাল না মেলাতে পারলে ছিঁটকে পড়তে হবে। প্রবাসে নিযুক্ত মিশন তথা অ্যাম্বাসিগুলোতে যারা কর্মরত আছেন তাদেরকেও অনেক নিয়মকানুন আর সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়। তবুও আপনাদেও ছোট্ট একটি উদ্যোগ দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। দেশের মানুষকে অনুপ্রাণিত করতে পারে।মাহতাবুর রহমান নাসির বলেন, দেশের নানান সংকটে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক্ষেত্রে প্রবাসীদের অনেকগুলো দাবির মধ্যে অন্যতম রেমিট্যান্স প্রণোদনার পরিমাণ ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে যেন ৪ শতাংশ করা হয়। যেখানে সরকার পণ্য রপ্তানি, কাঁচামাল আমদানি থেকে শুরু করে শিল্পখাতে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। অথচ সেখানে কত অনিয়ম দুর্নীতি হয় তা বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে প্রবাসীরা বৈধ অর্থ প্রেরণে ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ প্রণোদনা চাওয়া যৌক্তিক দাবি বলে মনে করি। যা বাস্তবায়ন করা হলে অচিরেই হুন্ডির পিঠে কষাঘাত করা সম্ভব হবে।গোলটেবিল আলোচনায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আইটি ম্যানেজার মফিজুল রহমান পিংকু, প্রকৌশলী এস এ মোরশেদ, প্রকৌশলী নেসার রেজা খান, ব্যবসায়ী নাদিয়া নিপা খান, এ কে আজাদ, সংগঠক কাজী মোহাম্মদ আলী, আনসারুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার সম্পাদক শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসতিয়াক আসিফ। এসময় অন্যান্যের মাঝে প্রেসক্লাব সদস্য ওসমান চৌধুরী, নওশের আলম সুমন, জাসেদুল ইসলাম, এস এম শাফায়েত ও মোহাম্মদ নিয়াজ উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.