post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রবাসীদের ঈদ পুর্নমিলনী

সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান আব্দুল হাই এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারী হাবিব আলী। এসময় বক্তব্য রাখেন, শাহজাহান আহমেদ, শাহজাহান আলী মেম্বার, শাহ শওকত আলী, তোফায়েল আহমদ , সৈয়দ হাফিজ, নাজমুল ইসলাম, আচাব উদ্দিন, মন্জুর হোসেন, সালেহ আহমদ ও আব্দুর রহমান। সভায় সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

post
সংবাদ

২০০৯ সাল থেকে জন্ম নেয়া কেউ আর ধুমপান করতে পারবে না

২০০৯ সাল থেকে জন্ম নেয়া কেউ আর ধুমপান করতে পারবে না। এর জন্য নতুন বিল পাস করতে যাচ্ছে যুক্তরাজ্যের টরি সরকার। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লক্ষ্য এর মাধ্যমে ধুমপান মুক্ত প্রথম প্রজন্ম তৈরী করবেন তারা। তবে এ বিষয়ে এমপিগণ তাদের মতামত জানাবেন। এদিকে, কিছু টরি এমপি বিলটিকে সমর্থন করবে না বলে জানিয়েছেন। বিশেষ করে ট্রেড সেক্রেটারী কেমি বেইডনক বিলটির বিরোধী।সর্বত্র ধুমপান। বার, রেস্টুরেন্ট সবখানে। একসময় স্কুলেও ধুমপান করা যেতো। উড়োজাহাজেও ধুপমান বন্ধ করা হয় জরিমানা আরোপের মাধ্যমে। আন্ডারগ্রাউন্ড রেলে সিগারেট নিষিদ্ধ করা হয় ১৯৮৪ সালে। জনবহুল এলাকায় সিগারেট নিসিদ্ধ করা হয় ২০০৭ সালে। তবে বিঙ্গুর মতো স্থানে এ বিষয়ে কি প্রতিক্রিয়া?ঊনিশ বছর বয়েসীদের প্রতিক্রিয়াই বা কি?হেলথ সেক্রেটারী নুতন বিল সম্পর্কে পরিস্কার ধারণা দিলেন। লেবার দল একমত। স্কটিশ ন্যাশনাল পার্টির সুরও এক। লিবারলে ডেমোক্রেট কিছুটা কৌশলী ভ‚মিকা নিলো। সাবেক এ প্রধানমন্ত্রীও নিজের ধারণা সম্পর্কে জানালেন। বিপুল সংখ্যক মানুষের অভ্যেসের মধ্যে অন্যতম ধুমপান। এ অভ্যেসে পরিবর্তন আনতে সরকারের পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা দেখার বিষয়।

post
এনআরবি বিশ্ব

ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

পূর্ব লন্ডনের ইলফোর্ডে নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর ছাত্রছাত্রীরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন হিরা কাঞ্চন হিরক, নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীপর্ণা দেব সরকার। তত্বাবধানে ছিলেন তৌফিকুর রহমান, মাধবী,  ঝুমনী, আতিয়া,  শিখা এবং নীরা। অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি কবি গোলাম কবির শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে ধন্যবাদ দেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.