post
ক্যাম্পাস লাইফ

গরমে লাউয়ের উপকারিতা

গরমের দাবদাহে সুস্থ থাকতে গেলে গ্রীষ্মকালীন খাবারই ভরসা। প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি মৌসুমি ফল ও সবজি গরমের হাত থেকে শরীরকে বাঁচাতে পারে। আর যদি রোজ সকালে লাউয়ের রস খান, গরমের পাশাপাশি অতিরিক্ত মেদের হাত থেকেও মুক্তি পাবেন। গরমের অন্যতম উপকারী সবজি লাউ। গরমে লাউ খেলে কী-কী উপকারিতা মিলবে, জেনে নিন। রক্তচাপ নিয়ন্ত্রণ করে : রোদে বেরিয়ে রক্তচাপ যে কোনও সময় বেড়ে বা কমে যেতে পারে। দু’টোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু গরমে রোজ লাউ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। লাউ খেলে প্রেশার ফল্ট করবে না। শরীরকে হাইড্রেটেড রাখে : লাউয়ের মধ্যে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে। লাউয়ের রস খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে। ওজন কমায় : যদি গরমে কম কসরত করে ওজন কমাতে চান, রোজ লাউয়ের রস খান। আয়ুর্বেদের মতে, লাউ খেলে সহজেই ওজন কমে। এই আনাজের মধ্যে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম। এছাড়া এই সবজির মধ্যে ভিটামিন বি, কে, এ, ই, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। পেটকে ঠান্ডা রাখে : গরমে পেটের সমস্যা লেগেই থাকে। গরমে বদহজম, গ্যাস, অম্বল, ডায়ারিয়ার মতো সমস্যা এড়াতে লাউয়ের তৈরি খাবার খান। এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং পাচনতন্ত্রের কাজকে সচল রাখে।

post
ক্যাম্পাস লাইফ

জবি’র শিক্ষক শাহেদ ইমন বরখাস্ত, পদ থেকে অব্যাহতি চেয়ারম্যানকে

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আজ ২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা সংবাদিকদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

post
ক্যাম্পাস লাইফ

জাবির নতুন প্রক্টর হলেন ড. আলমগীর কবীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সদ্য বিদায়ী প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান পদত্যাগ করায় আলমগীর কবীরকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে ১৮ মার্চ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। উল্লেখ্য, গত ১১ মার্চ থেকে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। এর আগে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে বহিরাগত গৃহবধূকে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের অপরাধ ধামাচাপা দেয়ার অভিযোগ ওঠে আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলমের বিরুদ্ধে। এরপর ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও সাব্বির আলমকে ১৭ মার্চের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে উপাচার্যের ১৮ মার্চ অব্যাহতি দেয়ার আশ্বাসে নতুন প্রশাসনিক ভবনের অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এরই প্রেক্ষিতে আ স ম ফিরোজ-উল-হাসান তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

post
ক্যাম্পাস লাইফ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবি প্রক্টরের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেছেন।সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবিরকে ১৮ মার্চ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রক্টর থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

post
ক্যাম্পাস লাইফ

ইতালির দারুল হিকমার পরীক্ষার ফলাফল প্রকাশ

ইতালির মিলানে দারুল হিকমা একাডেমির ভিয়ালে মার্ক শাখার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়। একাডেমির প্রিন্সিপাল জিয়াউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল হাফেজ আনিসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফিজুল ইসলাম, প্রাক্তন প্রিন্সিপাল হাফেজ জুনায়েদ সুবহান, মিলান স্টাডি ফোরামের সভাপতি আবু রাশেদ শাহিন, দারুল হিকমাহ বায়তুল মোকাররম শাখার ভাইস প্রিন্সিপাল শাহাদাত ইসলামসহ অনেকে। এসময়ে বক্তারা প্রবাসে মুসলিম কমিউনিটি গঠন ও ইসলামি শিক্ষা বিস্তারে দারুল হিকমাহ একাডেমির কার্যক্রম তুলে ধরে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

post
ক্যাম্পাস লাইফ

যুক্তরাজ্যে ওয়ান পাউন্ড হসপিটালের সভা

যুক্তরাজ্যে দি ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথের উদ্যোগে কমিউনিটি ও দাতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের একটি একাডেমী হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন ডা: সানুর আলী মামুন। সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ট্রেজার মাওলানা সিরাজুল ইসলাম চাঁদ। এসময় বক্তব্য রাখেন সংস্থার ট্রাস্টি আবুল হাসেম, শাহ সোহেল আমিন, এডভাইজার ক্বারী আবদুল আহাদ, লন্ডন কো-অর্ডিনেটর মনির আহম্মদ, ল্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কবি শামসুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ফাউন্ডার মেম্বার মোহাম্মদ সুলতান মিয়া ও মাস্টার আমির উদ্দিনসহ অনেকে। সভায় ১০ জন ১ হাজার পাউন্ড করে দিয়ে ফাউন্ডার মেম্বার হওয়ার ঘোষনা দেন।

post
ক্যাম্পাস লাইফ

সিনেটের পর এবার হাউজ অব ডেলিটগেটসরা ভার্জিনিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে সম্মাননা জানালো ডব্লিউইউএসটিকে

২০২৩ সালের জানুয়ারিতে ৪০ জন সিনেটরের পক্ষ থেকে রিকগনিশন পাবার পর এবার জেনারেল অ্যাসেম্বলিতে ভার্জিনিয়ার ১০০জন হাউজ অব ডেলিগেটস বিশেষ সম্মানা জানালো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডব্লিউইউএসটিকে। ২৬ ফেব্রুয়ারি সোমবার ফেয়ারফ্যাক্স কাউন্টির ডিস্ট্রিক্ট সেভেনের ডেলিগেটস ডেমোক্রেট দলের ক্যারেন কিইস গামাররা তার উপস্থাপনায় তুলে আনেন এই বিশ্ববিদ্যালের কথা। জানান, চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কে নেতৃত্বে অসাধারণ গতিতে এগিয়ে চলছে ডব্লিউইউএসটি। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিস্তার এবং ভবিষ্যতের জন্য আশা জাগানিয়া অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ডেলিগেটস ক্যারেন কিইস গামাররা। তার উপস্থাপনা শেষ হতে স্পিকার ডন স্কটের নেতৃত্বে ১শ ডেলিগেটস ও গ্যালারিতে উপস্থিত সকল অতিথিগণ তুমুল করতালির মাধ্যমে সম্মননা জানান ডব্লিউইউএসটির প্রতিনিধি দলকে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের নেতৃত্বে ১৩সদস্যের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএফও ফারহানা হানিপ, আবুবকর হানিপ ও ফারহানা হানিপের জৈষ্ঠ্য কন্যা সাইবার সিকিউরিটি শিক্ষার্থী নাফিসা নওশিন, বিজনেস অব স্কুলের পরিচালক অধ্যাপক ড. মার্ক রবিনসন, স্কুল অব বিজনেস ফ্যাকাল্টি প্রফেসর সালমান ইলবাদর, জেনারেল এডুকেশন অ্যান্ড সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ড. হুয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে উর্তেগা, স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ, ক্যারিয়ার সার্ভিস ও আইটি ম্যানেজার আমিত গুপ্তা, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিন ইগিত এবং ইনফরমেশন টেকনলজির মাস্টার্সের শিক্ষার্থী মো: নাঈম হাসান। ডব্লিউইউএসটির উচ্চ শিক্ষা বিস্তার ও এগিয়ে চলার কথা অবগত আছেন ভার্জিনিয়ার ৪৮তম অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস। তার ব্যাস্ত সময় থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের জন্য সময় তুলে রেখেছিলেন আলাদা করে। দুপুর আড়াইটায় কমনওয়েলথ অব ভার্জিনিয়ার বারবারা জনস বিল্ডিংয়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসে আমন্ত্রণ জানান ডব্লিউএসটি টিমকে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পেরে উৎসাহ প্রদান করেন এবং ধন্যবাদ জানান তিনি। ডব্লিউইউএসটির প্রতিনিধি দল রিপাবলিকান দলের এই অ্যাটর্নি জেনারেলের হাতে একটি সুভেনির তুলে দেয়। ফটোসেশনের মাধ্যমে শেষ হয় এই বৈঠক। এদিকে এশিয়ান কমিউনিটি নিয়ে বহুবছর ধরে সফলতার সাথে ভার্জিনিয়ার রিচমন্ডে কাজ করে আসছে এমন চারটি সংগঠনের আয়োজনে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান ছিলো সন্ধ্যায়। যেখানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়ার ৭৪তম গর্ভণর রিপাবলিকান দলের গ্লেন ইয়ংকিন। সেই সাথে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন সিনেটর ও হাউজ অব ডেলিগেটস। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১৩ সদস্যের দলটিও আমন্ত্রিত ছিলো বিশেষভাবে। ভার্জিনিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ নানা কথা উঠে আসে গর্ভণর গ্লেন ইয়ংকিনের বক্তৃতায়। বিশ্ববিদ্যালয় গুলো নতুন নতুন প্রোগরামের মাধ্যমে ইন্ড্রাস্টিতে কিভাবে দারুণ ভূমিকা রাখছে সেসব উঠে আসে তার কথায়। গর্ভণের কথা ধরে উদাহরণ হিসেবে ডব্লিউইউএসটির সফলতার কথা উঠে আসে ডিস্ট্রিক সেভেনের ডেলিগেটস ক্যারেন কিইসের কথায়। ডব্লিউইউএসটির কার্যক্রম নিয়ে অবগত আছেন এবং তার স্টেটে শিক্ষা সেবায় অসাধারণ ভূমিকা রাখায় ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কে সাধুবাদ জানান গভর্ণর গ্লেন ইয়ংকিন। সাধরে গ্রহন করেন ডব্লিউইএসটির সুভেনির। এই বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করেন গভর্ণর। ডিনারের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। তবে এমন সম্মাননা পাবার দিনটিকে সঠিক পথে চলার স্বৃকীতি হিসেবে ধরে নিয়ে নতুন উদ্যোমে পথচলার উৎসাহ উদ্দীপনা হিসেবে নিয়ে রিচমন্ড থেকে ভার্জিনিয়ায় ফিরে আসে ডব্লিউইএসটি টিম। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালের অক্টোবর থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। নতুন দায়িত্ব গ্রহনের পর থেকেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষণ ও পরিচালন পদ্ধতিতে আসে ব্যাপক পরিবর্তন। যার মধ্য দিয়ে ঘটেছে দ্রুত প্রসার, শিক্ষার্থীদের কাছে হয়ে উঠে জনপ্রিয়। তিনবছরের ব্যবধানে তিনশো ছাত্রছাত্রী থেকে বর্তমানে সে সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭শ। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের শিক্ষার্থী লেখাপড়া করছে। আর এসব কিছুর বিবেচনায় জেনারেল অ্যাসেম্বলিতে টানা দ্বিতীয় বছরে মিলেছে এমন সম্মাননা।

post
ক্যাম্পাস লাইফ

কাতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

কাতারে অবস্থানরত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির স্পেয়ার জোনে পরিবার নিয়ে ছুটে আসনে প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সাক্ষাতের সুযোগ পেয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ভেসে ওঠে শিক্ষা জীবনের নানান স্মৃতি। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের খেলাধুলা, বন্ধুত্বের গানসহ একসাথে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সৃষ্টি হয় আনন্দঘন মুহুর্ত। সুইডেনের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী আশরাফ, জাহেদ, বখতিয়ার, বেলাল, নাজিম,তৌহিদ, রায়হান, সুরেশ ও শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে  এ আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি মোস্তফা কামাল, রাউজান সমিতির সভাপতি এম হারুন, আই,ডি,ই,বি কাতার এর জেনারেল সেক্রেটারি হেদায়েত উল্লাহ কবির, কমিউনিটি নেতা আজিম সওদাগর ও বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি আকবর হোসেন বাচ্চু। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

post
ক্যাম্পাস লাইফ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি ও সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডে দিবসটি পালিত হয়।বুধবার সকালে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের পড়ে শোনানো হয় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী। এসময়ে মহান শহীদ দিবসের ওপরে নির্মিত একটি আলেখ্যও প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা, সিঙ্গাপুরে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মাউরিসিও এবং হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা। এসময় তারা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য ও উপযোগিতার কথা বিস্তারিত আলোচনা করেন। হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহীদদের অবদানকে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

post
ক্যাম্পাস লাইফ

ওয়েলকাম পার্টির মাধ্যমে নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানালো এসজিএ

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানালো স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন (এসজিএ)। ২৭ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ায় দু'শোর বেশি শিক্ষার্থীদের স্বাগত জানায় সংগঠনটি। যেখানে উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এবং এসজিএ'র নেত্ববিন্দু। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উইন্টার কোয়ার্টারে ভর্তি হওয়া সকলকে স্বাগত জানায় এসজিএ। ডব্লিউইউএসটির স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের হয়ে কথা বলার একটি সংগঠন। নতুন পরিচয়ে এই বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু করার প্রথম দিন থেকে সক্রিয় এই সংগঠনটি। কাজ করে স্টুডেন্টদের স্বার্থে। কথা বলে শিক্ষার্থীদের অভিযোগ, অধিকার, প্রয়োজনীয় সহযোগীতা নিয়ে। বছর ব্যাপী আয়োজন করে থাকে ধর্মীয়, সাংস্কৃতিক, ও খেলাধূলা বিষয়ক নানা কার্যক্রম। সবাইকে স্বাগত জানিয়ে এসজিএ'র সাথে শিক্ষার্থীদের যুক্ত হবার পরামর্শ দেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, "পড়াশোনার পাশাপাশি সহপাঠী, অন্যান্য দেশের ক্রিস্টি-কালচার সর্ম্পকে জানার এবং নিজেকে প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম এই সংগঠন। সেই সাথে তিনি আরও বলেন, "সকল সুযোগ ও সম্ভাবনা দেশ যুক্তরাষ্ট্রে। তবে সবার আগে সকলের প্রাথমিক লক্ষই হওয়া উচিত যোগ্যতা ও মেধার প্রকাশ ঘটিয়ে ডিগ্রি সম্পন্ন করা। " এসজিএ'র নেত্বতে ডব্লিউইউএসটিতে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি ক্লাব। শিক্ষার্থীদের ইতিবাচক পরিবেশ দিতে সংগঠনটি বছরব্যাপী আয়োজন করে থাকে নানা রকম সাংস্কৃতিক, আন্তর্জাতিক, ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠানের। তাইতো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ডব্লিউইউএসটির সবচেয়ে বড় শক্তিটিই হচ্ছে এর বহু সংস্কৃতি থেকে আসা শিক্ষার্থীরা। আর এই সকল শক্তি এক হবার প্লাটফর্মের নাম স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন। এর সাথে সবাই যুক্ত হলে, জানা ও শেখার পরিধি কয়েকগুন বেড়ে যাবে। তৈরি হবে ক্যারিয়ার গড়ার অসাধারণ নেটওয়ার্ক।" ক্যাম্পাসে কোন ছাত্রছাত্রী বুলিং, বর্ণবাদ, কালচারাল শক বা যৌন নির্যাতনের শিকার হলেও সে সকল অভিযোগ নিয়ে সরাসরি কাজ করে এসজিএ। শুধু তাই নিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভলান্টারি কাজও করে থাকে সংগঠনটি। ২০২৩ সালের ফেব্রয়ারিতে তুরস্কে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রান তহবিল সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্থ দেশটি পাঠিয়েছিলো এসজিএ। প্রধান অর্থ কর্মকর্তা ফারহানা হানিপ বলেন, "আমরা যদি সকলে একটি লক্ষ্য সামনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারি, সাফল্য আসবেই। যুক্তরাষ্ট্রে একটি সুযোগের দেশ, তবে এখানে মূল লক্ষ্য ভিন্ন পথে প্রবাহিত হওয়ার সুযোগও কম নেই। সুতারাং কারে কথায় মিসগাইডেড না হয়ে, শিক্ষার্থীরা যেনো তাদের শিক্ষা অর্জনের প্রতি মনোনিবেশ করে এই আহ্বান জানান ফারহানা হানিপ। পরামর্শ রাখেন এসজিএর সাথে যুক্ত হবার।" এসজিএ'র কর্মকান্ডের প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাগণ। বলেন, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি কার্যকরী, আনন্দদায়ক পরিবেশ প্রদান করার চেষ্টা করে থাকে এসজিএ। এছাড়া স্টুডেন্টদের নেতৃত্বের গুনাবলী বৃদ্ধি এবং ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে নিজের স্কিলকে প্রকাশ করার জন্য এসজিএ ও অন্যান্য ক্লাবে যুক্ত হবার প্রয়োজন সকলের। এসজিএ'র প্রেসিডেন্ট সেলিন ইজিত বলেন, "একাধিক ক্লাব গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বহির্ভূত কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। সকলের সহযোগিতা পেলে এসজিএ আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে।" এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান, এসজিএর ভাইস প্রেসিডেন্ট মো. মুস্তাফিজুর রহমান। জানান, "এবারও পিকনিক, নৌ ভ্রমন, হাইকিং, স্পোর্টসের মত আকর্ষনীয় কিছু ইভেন্টের পরিকল্পনা রয়েছে এসজিএর।" ডব্লিউইএসটিতে এসজিএর অনুষ্ঠান মানেই আকর্ষনীয় ভোজের আয়োজন। এদিনও ব্যাতিক্রম ছিলো না। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় তাদের ওয়েলকাম পার্টির আয়োজন।  

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.