post
অভিবাসন

তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত নয় অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।মঙ্গলবার নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। তাদের মধ্যে মাদারীপুরের পাঁচজন ও গোপালগঞ্জের তিনজন। নিহতরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার এবং গোপালগঞ্জের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন। দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান। জানা গেছে,তিউনিসিয়ার নৌবাহিনী নৌকা থেকে ২৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন। এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার।

post
অভিবাসন

বিদেশে কারাগারে আটক ৯৩৭০ বাংলাদেশি, বেশি সৌদি আরবে

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি শ্রমিক-প্রবাসী আটক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি সৌদি আরবের কারাগারে।সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।পররাষ্ট্রমন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটকদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে একজন, মিশরে ছয়জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ছয়জন, শ্রীলঙ্কায় তিনজন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় নয়জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনের বেইজিংয়ে ১৮৪ জন, কুনমিংয়ে সাতজন, আবুধাবিতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় একজন, থাইল্যান্ডে চারজন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুর্কিতে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে দুজন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন।

post
অভিবাসন

কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতি

কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতি দিতে ‌‌দ্য পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার-পিএএম বা ‘সাহেল’ অ্যাপ চালু করেছে। যেখানে প্রবাসীরা খণ্ডকালীন কাজের আবেদন করতে পারবেন। একই সঙ্গে খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে,কুয়েতের কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে, বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণ করতে এবং শ্রমিকদের কাছ থেকে নিয়োগকর্তাদের সুবিধা পেতে এই প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যেখানে থাকতে হবে মূল নিয়োগকর্তার অনুমোদন,সর্বোচ্চ খণ্ডকালীন কাজ চার ঘণ্টা এবং সংশ্লিষ্ট ফি প্রদান। এ ক্ষেত্রে এক মাসের জন্য দিতে হবে পাঁচ কুয়েতি দিনার,তিন মাসের জন্য ১০ দিনার, ছয় মাসের জন্য ২০ দিনার এবং এক বছরের জন্য ৩০ দিনার। অন্যদিকে, স্থানীয় নাগরিকদের এই শর্ত এবং ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তারা শুধু মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে খণ্ডকালীন কাজের জন্য আবেদন করতে পারবেন।

post
অভিবাসন

যুক্তরাষ্ট্রে বাড়ছে অবৈধ অভিবাসী, এক বছরে গ্রেফতার ১২ হাজার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ দিন দিন বেড়েই চলছে। গত বছর উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে এক লাখ ৯১ হাজার ৬০৩ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই সংখ্যা ২০২২ সালের থেকে ৪১ শতাংশ বেশি। শুধুমাত্র কানাডা থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ভিড় করছেন অভিবাসীরা। ফলে কম সুরক্ষিত এবং আরও বিস্তৃত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী পারাপারের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসীদের বেশিরভাগ সীমান্ত পারাপারের বৈধ বন্দর ব্যবহার করছেন। তারপরও ২০২৩ সালে কানাডা থেকে ১২ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেফতার করা হয়। এই সংখ্যা আগের বছর গ্রেফতার হওয়া তিন হাজার ৫৭৮ জন থেকে ২৪১ শতাংশ বেশি। বেশির ভাগ অবৈধ অভিবাসী শনাক্তকরণ এড়াতে কানাডা থেকে প্রবেশ করেন বলে জানা গেছে। গত তিন মাসে নিউ ইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারের কাউন্টিগুলোতে সীমান্ত পারাপারের রেকর্ড পরিমাণ বেড়েছে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩২ অভিবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ সেতিয়া আলমের তেল পাম বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। অভিবাসীদের বেশিরভাগই আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় জাফরি, জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানান।

post
অভিবাসন

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু মাদারীপুরের তিন তরুণের

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের তিন তরুণ মারা গেছেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোক। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আপন শেখ নামে আরও এক তরুণ। ইতালি যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে দিয়েছিলেন ১৩ থেকে ১৫ লক্ষ টাকা। নিহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা গ্রামের আলী আকাব্বরের ছেলে সম্রাট, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ আপন শেখ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে। ওই তিন তরুণের মৃত্যুর খবর আসার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আপনজনদের হারিয়ে শোকে দিশাহারা পরিবার। এ ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

post
অভিবাসন

বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক-ব্র্যাক

গ্রিস ফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে দাড়িয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক।শনিবার সকালে গালফ এয়ার বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যান ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। এরপর ভূক্তোভগীর উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসন জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের হস্তান্তর করা হয়। সে সময় বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের চিঠিতে জানায়, গ্রিসে ব্রেইন স্ট্রোক করে তার শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারী এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে দেশে পাঠানো হয় বেলায়েত হোসেনকে।

post
অভিবাসন

ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসী আটক

লরিতে করে ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসীকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে দেশটির বর্ডার পুলিশ। এসেক্সের নিউ হেভেন পোর্ট থেকে তাদের আটক করা হয়। একই সাথে আরো এক ব্যক্তিসহ মানব পাচারকারী সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে ওই ছয়জন অভিবাসীদের মধ্যে কেউ গুরুতর আহত হয় নি। লরিটি আটককালে সেখানে বর্ডার ফোর্সসহ এম্ব্যুলেন্স উপস্থিত ছিলো। হোম অফিস ঘটনার সত্যতা স্বীকার করে, তদন্তের স্বার্থে কোন মন্তব্য করতে রাজি হয় নি। এদিকে অভিবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মারিয়া কলফিল্ড ঘঁনা। তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানায় নি হোম অফিস।

post
অভিবাসন

গ্রিস উপকূলে ৮৪ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিতি দ্বীপের দক্ষিণ উপকূলে আসা ৮৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে এথেন্স। তবে, কোন বাংলাদেশি আছে কিনা সে তথ্য নিশ্চিত করেনি সংস্থাটি।ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৮৫ কিলোমিটার দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়। এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট।

post
অভিবাসন

প্রবাসীদের জন্য সুখবর: সহজেই মিলবে মালোশিয়া থেকে অস্ট্রেলিয়ার ভিসা

বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন। যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী। তবে ভিনদেশে একটি দেশ থেকে অন্যদেশে যাওয়ার প্রক্রিয়াটা একটু জটিল। কিন্তু আপনি সহজ কিছু নিয়ম মানলে সহজেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন।মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের যাবতীয় নিয়ম ও কানুন মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য আবশ্যিক নিয়ম ও কানুন অনুসরণ করা প্রয়োজন। অস্ট্রেলিয়া একটি আলোচিত গন্তব্য যেখানে বিভিন্ন উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে ভ্রমণকারীরা আসেন। এক্ষেত্রে, অস্ট্রেলিয়ার স্থায়ী বা অস্থায়ী স্থানান্তর অনুমতি প্রয়োজন হবে। আবেদন প্রক্রিয়া: - মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভ্রমণের আবেদন অনলাইনে করা যেতে পারে অথবা অস্ট্রেলিয়ান এম্বাসিতে প্রেরণ করা যেতে পারে। - অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনুমতি প্রাপ্ত হলে, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ করা প্রয়োজন। অনুমতি/ভিসার ধরণ: - অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য অনেক রকমের ভিসা রয়েছে , যেমন পর্যটন/টুরিস্ট , কর্ম/ওয়ার্ক পারমিট , অধ্যয়ন/স্টুডেন্ট ইত্যাদি। প্রতিটি ভিসা ধরণের জন্য প্রয়োজনীয় মানদন্ড ও আবেদনের প্রক্রিয়াও ভিন্ন। আবাসন ও নিবন্ধন: - অস্ট্রেলিয়াতে আবাসনের জন্য অন্যান্য দেশের সাথে তুলনায়, আলাদা ধরণের বিকল্প রয়েছে। অনেকে ভ্রমণের জন্য হোটেল অথবা ভাড়া বাসায় অবস্থান করেন। অস্ট্রেলিয়ার হয়ে থাকতে বা কাজ করতে পারেন। বাসায় অবস্থান করতে চাইলে, লোকাল বা অনলাইনে ভাড়ার জন্য সন্ধান করুন। কর্ম অনুমতি: - অস্ট্রেলিয়াতে কাজ করতে হলে, বিভিন্ন কর্ম অনুমতি প্রয়োজন হতে পারে। আপনার যে প্রকারের কাজ করতে ইচ্ছুক, তা অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি অনুরোধ করুন। অস্ট্রেলিয়ান ভাষা ও কালচার: - অস্ট্রেলিয়ান ভাষা এবং কালচারের সাথে পরিচিতি প্রাপ্ত হওয়া উচিত হতে পারে। এটি আপনাকে অনুকূল করবে আপনার অস্ট্রেলিয়ান ভ্রমণের সময়ে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতা: - ভ্রমণের আগে আপনার টিকা নিশ্চিত করুন এবং স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন। অস্ট্রেলিয়াতে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে। কর্মজীবনে সফলতা - অস্ট্রেলিয়ান কর্মজীবনে সফলতা অর্জন করতে প্রয়োজন হলে, সুযোগ সুবিধা এবং আশা করে উপলব্ধি ব্যতিত কাজ করার জন্য প্রস্তুত থাকুন। এই সব ধরণের সাথে অস্ট্রেলিয়া ভ্রমণ উপভোগ করার জন্য আপনার সমস্ত আবশ্যিক প্রস্তুতি নিতে হবে। একবার সম্পূর্ণ প্রয়োজনীয় দলিল এবং অনুমতি প্রাপ্ত হলে, আপনি অস্ট্রেলিয়ার অনেকগুলি সুন্দর স্থানে ভ্রমণ করতে পারেন এবং সুযোগ সুবিধা অনুভব করতে পারেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.