post
এনআরবি বিশ্ব

ঢাকা থেকে হংকং যাওয়ার পথে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মৃত ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা গেছেন ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রী।হংকং পুলিশ জানিয়েছে, লোকটি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে তারা বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে খবর পেয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থলেই লোকটিকে মৃত ঘোষণা করেন জানিয়ে পুলিশ বলেছে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কুয়েত

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বলেছেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রদূত তার দেশের এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টা কুয়েতের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি 'বাংলাদেশের চমৎকার বন্ধু' এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও তার ভূমিকা অব্যাহত রাখবেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, কুয়েতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ দিতে আগ্রহী। বাংলাদেশের সামরিক বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য কুয়েতে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিতে চাই।' বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন ক্ষমাপ্রাপ্ত ১৩ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে ১৩ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তারা দেশে পৌঁছান।শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন ও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন। এসময় তাদের স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ক্ষমা মঞ্জুর করা ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দল শনিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল

post
এনআরবি বিশ্ব

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় স্পেনে আনন্দ উৎসব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় স্পেনে কয়েকদিন ধরেই আনন্দ উৎসব ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আনন্দ উৎসবে নানা শ্রেণী পেশার শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, আবার কারো হাতে ছিলো স্বৈরাচার বিরোধী নানা প্ল্যাকার্ড।

post
এনআরবি বিশ্ব

হাসিনার পদত্যাগে আনন্দে ভাসছে লেবাননের বাংলাদেশিরা

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আনন্দে ভাসছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ও বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিজয় আনন্দ উদযাপন করছেন তারা। গণ অভ্যুত্থানে অংশ না নিতে পারলেও রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে নিজেদের বিজয়ের অংশীদারী দাবি করছেন প্রবাসীরা। দাওড়া ও মোকাল্লেসসহ দেশটির বিভিন্ন এলাকা ও মেসে চোখে পড়ে প্রবাসীদের এমন আনন্দ উল্লাস। বিজয় আনন্দের পাশাপাশি আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজন করা হয় দোয়া। তরুণ প্রজন্মের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

হাসিনার পতন: দ্বিগুণ রেমিট্যান্স পাঠাবে মালয়েশিয়া প্রবাসীরা

শেখ হাসিনা সরকার পতনের ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দেশটির মারদেকা স্কয়ারে বাংলাদেশের পতাকা নিয়ে এ বিজয় উল্লাস করেন তারা। এসময় দেশে দ্বিগুণ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীরা বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করার একমাত্র উপায় বৈধপথে বিদেশ থেকে রেমিট্যান্স হিসেবে টাকা পাঠানো।

post
এনআরবি বিশ্ব

কাতারের বাংলাদেশ কলেজের অভিভাবক কমিটি গঠন

কাতারের বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন ‘গার্ডিয়ানস’। ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মারশিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমান গভর্নিং বডির দুই সদস্য সোহেল রানা ও ইন্জিনিয়ার জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালেক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও একেএম আমিনুল হক কাজল।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে আটটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বাংলাদেশি নারীসহ ৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।জালান তুন রাজাকের দুটি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু নামে আরও ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। জেআইএম মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৭৫ জনের মধ্যে ৩২ জন ইন্দোনেশিয়ান নারী, ১১ বাংলাদেশি নারী, আটজন ভিয়েতনামী নারী এবং ৬ জন ভারতীয় নারী। রুসলিন বলেন, আটক অন্যান্য বিদেশিদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। গাজায় এ নিয়ে পরপর দুই দিনে দুটি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েল। দুটি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার বেসরকারি নিরাপত্তা-সংক্রান্ত একটি সংস্থা জানিয়েছে, রোববার গাজা নগরীর হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা নগরীর ওই বিদ্যালয় প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়ে ছিলেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো।

post
এনআরবি বিশ্ব

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮

ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ি ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্রসহ ৯টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.