শিক্ষার্থীদের জন্য পিপলএনটেকে ২ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষতার মাধ্যমে বেকারত্ব মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে ২ কোটি টাকার বিশাল স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিপলএনটেক, যারা গত এক দশক ধরে হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দিয়েছে।এই স্কলারশিপের অধীনে পিপলএনটেকের নির্ধারিত কিছু বিশেষায়িত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। কোর্সগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। এই স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসমূহ। প্রথমত, জবপ্লেসমেন্ট সুবিধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স শেষ করার পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত, বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করবে। এছাড়াও, যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাদের জন্য পিপলএনটেক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা তাদের ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার দক্ষতা দেবে।এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৪। আগ্রহী শিক্ষার্থীরা পিপলএনটেকের অফিসে সরাসরি এসে বা অনলাইনে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।কোর্সে সরাসরি ভর্তির লিংক: https://peoplentech.com.bd/courses#category-12কোর্সের রেজিস্ট্রেশন লিংক: forms.gle/3BUEErR8kiFAZ8zh8অফিস ঠিকানা: পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি , ১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা।ওয়েবসাইট: www.peoplentech.com.bdফোন নম্বর: 01799446655/ 01929554499