post
টেক মেন্টর

শিক্ষার্থীদের জন্য পিপলএনটেকে ২ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষতার মাধ্যমে বেকারত্ব মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে ২ কোটি টাকার বিশাল স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিপলএনটেক, যারা গত এক দশক ধরে হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দিয়েছে।এই স্কলারশিপের অধীনে পিপলএনটেকের নির্ধারিত কিছু বিশেষায়িত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। কোর্সগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। এই স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসমূহ। প্রথমত, জবপ্লেসমেন্ট সুবিধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স শেষ করার পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত, বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করবে। এছাড়াও, যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাদের জন্য পিপলএনটেক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা তাদের ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার দক্ষতা দেবে।এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৪। আগ্রহী শিক্ষার্থীরা পিপলএনটেকের অফিসে সরাসরি এসে বা অনলাইনে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।কোর্সে সরাসরি ভর্তির লিংক: https://peoplentech.com.bd/courses#category-12কোর্সের রেজিস্ট্রেশন লিংক: forms.gle/3BUEErR8kiFAZ8zh8অফিস ঠিকানা: পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি , ১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা।ওয়েবসাইট: www.peoplentech.com.bdফোন নম্বর: 01799446655/ 01929554499

post
টেক মেন্টর

পিপলএনটেক ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি ও রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৫ জুন (বুধবার ) বিকাল ৪ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপটেন এম এ জব্বার, বিএন  এবং পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।স্বাক্ষর শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় উল্লেখ করা হয় আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণের লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।অনুষ্ঠানে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটিতে সকল কোর্সে প্রশিক্ষণ গ্রহণের প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ স্কলারশিপ ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।এছাড়াও তিনি বলেন, কোন শিক্ষার্থী যদি দক্ষতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তাকে পিপলএনটেকেই চাকুরির নিশ্চয়তা প্রদান করা হবে।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকল্টি বৃন্দ।

post
টেক মেন্টর

দারিদ্র বিমোচনে কাজ করছেন বাংলাদেশের বিজ্ঞানী

দারিদ্র বিমোচনের পাশাপাশি সারা বিশ্বে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন বাংলাদেশের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিস্ময় জাগানো পঞ্চব্রীহি নামে ধান উদ্ভাবন করেছেন তিনি। যা এক রোপনে পাঁচবার ফলন দেয়। এবার বিলেতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে পরীক্ষামুলক ধান ফলাতে সক্ষম হয়েছেন এ বিজ্ঞানী। রোববার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে ফ্রেন্ড অফ কৃষান এন্ড পঞ্চব্রীহির উদ্যোগে ওয়ান্ডার রাইস,জয়েন দ্যা জার্নি শীর্ষক এক সেমিনারে বিলেতে পরীক্ষামুলক ধান ফলানোর সফল গল্প শোনান এ বিজ্ঞানী। সাংবাদিক এমদাদুল হক চৌধুরীর পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পারভেজ রশিদ। দারিদ্র এবং খাদ্যাভাবে সারা বিশ্বে প্রতিবছর কত মানুষ মারা যায়,তার পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন তথ্য তুলে ধরে প্রেজেন্টেশন করেন শাহরিয়ার আহমদ।

post
টেক মেন্টর

মিরপুর প্রাইম ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটির মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।১৫ মে (বুধবার ) বেলা ১২ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এরআগে হলরুমে আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের ব্যাপারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চ্যান্সেলর হানিপ বলেন, বর্তমান শিক্ষাক্ষেত্রে সারাবিশ্ব যে সমস্যা টা মোকাবিলা করছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি একাডেমি শিক্ষার সাথে দক্ষতা সমন্বিত করেছি অর্থাৎ ডিগ্রি, স্কিল ও জব এটাই আমার সমাধান।এটাই আমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করতে চাই।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, 'যা কিছু জেনেছো,যা-কিছু শিখেছো তা উজার করে দাও। আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আপনি যেটুকু জানেন তার সবকিছু অন্যের সাথে শেয়ার করা উচিত'।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আইসিটি অধিদপ্তরের সিনিয়র সচিব জিয়াউল হকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। 

post
টেক মেন্টর

এআই ব্যবহারকারী ছয় মাসে হয়েছে দ্বিগুণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারকারী গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭৫ শতাংশই কর্মক্ষেত্রে এআই ব্যবহার শুরু করেছেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও লিংকডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্ক’ নামের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাঁদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন-সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।

post
টেক মেন্টর

বর্তমান সময়ে সম্পদশালী তাঁরা, যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে - আবুবকর হানিপ

হারুন উর রশিদ : ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেছেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয়, সম্পদশালী তাঁরা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। ১২মে (রবিবার) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবুবকর হানিপ বলেন, আমি গত এক দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছে এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তারা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা অথবা অথবা মালিক তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে। এরআগে চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

post
টেক মেন্টর

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক সই

হারুন উর রশিদঃ বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি (পিইউসি) ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।রবিবার (১২ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,  আমি গত এক থেকে দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছি এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। তারা বলেছে তাঁরা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। তিনি আরো বলেন বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে।তিনি জানান, বাংলাদেশিরা যেন দেশ ত্যাগের আগেই নিজেকে যুক্তরাষ্ট্রে আইটি পেশার যোগ্যতা অর্জন করতে পারে। সেই লক্ষ্যে শিগগিরই দেশের বিভাগীয় শহরে পিপলএনটেকের শাখা খুলবেন। এতে করে বাংলাদেশিরা আউট সোর্সিং এর মাধ্যমে উপার্জন বাড়াতে পারবেন।সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্টার খুরশীদুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

post
টেক মেন্টর

সপ্তাহে ৩ দিন অফিস? এআই নিয়ে বড় `ভবিষ্যদ্বাণী` বিল গেটসের

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) মানবসম্পদের বিকল্প কিনা, সেই বিতর্কের শেষ নেই। তবে এআই যে মানুষের একাধিক কাজ করে ফেলতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই মানুষ পেয়ে গেছে।কথা আছে, প্রযুক্তি সর্বদাই মানুষের কাজ সহজ করতেই তৈরি হয়। বিভিন্ন সংশয়ের মধ্যেই সুখের খবর দিলেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস (Bill Gates)। তিনি বলছেন, এআই মানুষের কাজ অনেক সহজ করে দেবে। এমনকী সপ্তাহে ৩ দিন কাজও হয়ে যেতে পারে।বিল গেটস বর্তমানে মাইক্রোসফট এআই -এর একাধিক প্রকল্প লিড করছেন। একটি সাক্ষাত্‍কারে বিল গেটস-এর বক্তব্য, সে ক্ষেত্রে কর্পোরেট কোম্পানিগুলির মানবসম্পদের উপর কাজের বোঝা কমবে। সপ্তাহে তিনদিন কাজও হয়ে যেতে পারে। তাঁর কথায়, 'যদি এমন একটি সমাজ তৈরি হয়, যেখানে সপ্তাহে মাত্র ৩ দিন অফিস, বাকি দিন ছুটি, তাহলে তো ভালই।' মানুষের উপর কাজের চাপ কমবে:বিল গেটস বলছেন, আগামী দিনে মানুষের অনেক কাজ এআই করে ফেলবে। তার ফলে খারাপ কিছু হবে না। বরং ভালই হবে। মানুষের উপর কাজের চাপ কমবে। তার ফলে ওয়ার্ক-লাইফ ব্যালান্স বা নিজেকে অথবা পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারবে মানুষ। AI-এর জেরে চাকরি চলে যেতে পারে বহু মানুষের? বিল গেটস-এর বক্তব্য, ইতিহাসের দিকে তাকালে, যতবার প্রযুক্তিগত বিপ্লব ঘটেছে, মানুষের চাকরি যায়নি। বরং কাজের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে কর্মী ও কোম্পানি, দুতরফকেই নতুন প্রযুক্তি শিখতে হবে। বস্তুত, এআই বিপ্লবের ফলে মানুষের কাজের বোঝা কমবে ও সপ্তাহে কম দিন কাজ করতে হবে, এই পূর্বাভাস কিন্তু জে পি মর্গ্যানের সিইও জেমি ডাইমনও দিয়েছেন। তাঁরও বক্তব্য, আগামী প্রজন্মকে হয়তো সপ্তাহে ৪ থেকে সাড়ে ৩ দিন কাজ করতে হবে। বাকি দিন ছুটি কাটাবে। ২০২৯ সালের মধ্যে এআই আরও স্মার্ট হয়ে যাবে। তখন তার সুফল বোঝা যাবে।

post
টেক মেন্টর

সমস্যায় ফেসবুক, প্রোফাইলে ত্রুটি

সমস্যায় ভুগছে মেটার মালিকাধীন ফেসবুক। নিজের ফেসবুকে বা বন্ধুর প্রোফাইলে দৃশ্যমান হচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ কেউ। মুশাহিদ হোসেন নামের এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ফেসবুকে ঝামেলা? নিজের ও অনেকের পোস্ট দেখতে পাচ্ছি না।তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমে ত্রুটি সম্পর্কে কিছুই জানানো হয়নি। এক্সে সালমান সাঁকো নামের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার সব পোস্ট কোথায়, ফেসবুক?’। ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫শ ব্যবহারকারী রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’ এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা গেছে। মাঝেমধ্যেই ফেসবুকে কারিগরি ত্রুটি দৃশ্যমান হচ্ছে। ঘণ্টার ব্যবধানে আবার তা স্বাভাবিকও হয়ে যায়। খবরে প্রকাশ, চলতি বছর ইনস্টাগ্রাম ও ফেসবুক মাধ্যমে কয়েক দফায় ব্যবহারকারীরা কারিগরি ত্রুটিতে ভুগেছেন।

post
টেক মেন্টর

শাওমির প্রথম গাড়ি উন্মোচন : ২৭ মিনিটে ৫০ হাজারের অর্ডার

নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আশ্চর্যের বিষয় হলো, উন্মোচনের মাত্র আধা ঘণ্টার মধ্যেই ৫০ হাজারেরও বেশি গাড়ির অর্ডার পায় কোম্পানিটি।উদ্বোধনী অনুষ্ঠানে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, গাড়িটির স্ট্যান্ডার্ড স্পিড আল্ট্রা সেভেন বা এসইউ৭ মডেলের দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা ২৯ হাজার ৮৭২ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৫১ হাজার ৪৫২ টাকা)। আর ম্যাক্স সংস্করণের দাম ঠিক করা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৯০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকা)। তিনি আরও জানান, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে আমরা ৫০ হাজারেরও বেশি গাড়ির অর্ডার পেয়েছি। গত ডিসেম্বরে এসইউ৭ মডেলের গাড়ি নির্মাণের ঘোষণা দেওয়ার সময় লেই জুন বলেছিলেন, শাওমি বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি হওয়ার পরিকল্পনা করছে। শাওমি কর্তৃপক্ষের দাবি, নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি দিতে পারবে। এছাড়া শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি এই গাড়িতে থাকবে, যা এর আগে চীনেও দেখা যায়নি। লেই জুন জানান, কোম্পানি পোরর্শের দুই স্পোর্টস-কার মডেল টায়ক্যান এবং প্যানামেরার আদলে তৈরি করা হয়েছে এসইউ ৭ এবং এসইউ ৭ ম্যাক্স। দু’টি গাড়িরই ন্যূনতম রেঞ্জ ৭০০ কিলোমিটার, যেখানে টিসলার মডেল ৩ জেনারেশনের গাড়িগুলোর ন্যূনতম রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। নিয়মিত ম্যানুয়ালের পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস দিয়েও পরিচালনা করা যাবে এইইউ ৭ এবং এসইউ ৭ ম্যাক্স। প্রসঙ্গত, শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা কোম্পানি। প্রতি বছর বাজারে যত স্মার্টফোন কেনাবেচা হয়, শতকরা হিসেবে সেসবের ১২ শতাংশের যোগান আসে শাওমি থেকে। ২০২২ সালে প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ঘোষণা দেয় শাওমি। বিবিসিকে লেই জুন জানান, শিগগিরই চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএআইসি’র সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তাদের কোম্পানি। চুক্তিটি স্বাক্ষর হলে বিএআইসি’র বেইজিং প্ল্যান্টের দায়িত্ব পাবে শাওমি। এই প্ল্যান্টটিতে প্রতি বছর গড়ে ২ লাখ গাড়ি প্রস্তুত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নামলো শাওমি। যদিও চীনের অভ্যন্তরীণ বাজারে টেসলার ব্যাপক চাহিদা রয়েছে। টেসলার মডেল ৩ জেনারেশনের যেসব গাড়ি চীনের বাজারে সহজলভ্য, সেসবের মধ্যে সবচেয়ে সস্তাটির দাম ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩৭ লাখ ৩৭ হাজার ৪২১ টাকা)। টেসলার পাশাপাশি শাওমির অন্যতম প্রতিযোগী হলো আরেক চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৩ সালের শেষের দিকে টেসলাকে হটিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে শীর্ষে উঠে এসেছে বিওয়াইডি। শেষ তিন মাসে রেকর্ড ৫ লাখ ২৫ হাজার ৪০৯টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। একই সময়ে টেসলা বিক্রি করেছে ৪ লাখ ৮৪ হাজার ৫০৭টি গাড়ি। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.