ভূমধ্যসাগর থেকে অন্তত ১১৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার
গত কয়েকদিনে ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অন্তত ১১৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থাগুলো। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এমএসএফ পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এরপর তাদের ইটালির উত্তর-পূর্বের বন্দর রাভেনাতে নামানো হয়। রেসক-শিপ সংস্থা পরিচালিত পালতোলা নৌকা -নাদির ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি জলযান উদ্ধার করে। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে টানা দুই দিন ‘উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছিল’ নৌকাটি। বছরের শুরু থেকে ৩৪ হাজার ৭৬২ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যাদের কাছে কোনো নথি নেই। আগস্টের শুরু থেকে এক হাজারের বেশি মানুষ এসেছেন ইতালিতে। জাতীয়তার ভিত্তিতে সবার আগে রয়েছেন বাংলাদেশিরা। এরপর রয়েছেন সিরীয়, তিউনিশীয়া এবং মিশরীয়রা।