প্রবাসীদের সহায়তায় মালয়েশিয়ায় কেএল ফ্রেন্ডস ক্লাব
অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো ও সচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু করেছে, কেএল ফ্রেন্ডস ক্লাব। ১৮ জন ফাউন্ডার সদস্য নিয়ে, নতুন উদ্যমে প্রবাসী এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে, আনন্দ ভ্রমণের আয়োজন করে ক্লাবের সদস্যরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট পোর্টডিকসনে, দিনব্যাপি নানা আয়োজনে মেতে ওঠেন সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম। এতে অতিথি ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মামুনুর রশীদ মামুন,সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হক জোসেফ,যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ সহ অনেকে।