post
অভিবাসন

প্রবাসীদের সহায়তায় মালয়েশিয়ায় কেএল ফ্রেন্ডস ক্লাব

অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো ও সচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রা শুরু করেছে, কেএল ফ্রেন্ডস ক্লাব। ১৮ জন ফাউন্ডার সদস্য নিয়ে, নতুন উদ্যমে প্রবাসী এ সংগঠনটির যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে, আনন্দ ভ্রমণের আয়োজন করে ক্লাবের সদস্যরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট পোর্টডিকসনে, দিনব্যাপি নানা আয়োজনে মেতে ওঠেন সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম। এতে অতিথি ছিলেন, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মামুনুর রশীদ মামুন,সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হক জোসেফ,যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ সহ অনেকে।

post
অভিবাসন

এক বছরে রোমানিয়ায় ৩,১৩৫ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে, ২০২৩ সালে রোমানিয়ায় আটক হয়েছেন তিন হাজার ১৩৫ জন বাংলাদেশি। ইউরোপের ভিসামুক্ত চলাচলের অঞ্চল শেঙেনে আংশিক অন্তর্ভুক্তি পেয়েছে রোমানিয়া। ৬ মে রোমানিয়া সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রেই আলেকজান্দ্রুর, এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট সাত হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসীকে, রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে সীমান্ত অতিক্রমের অভিযোগে, আটক করে বর্ডার পুলিশ। তাদের বেশিরভাগই হাঙ্গেরিতে ঢুকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান তিনি। অভিবাসীরা সাধারণত পণ্যবাহী লরি,ট্রাক অথবা ব্যক্তিগত গাড়িতে চেপে পুলিশের চোখ ফাঁকি দিয়ে, রোমানিয়া ছাড়ার চেষ্টা করেন। বর্ডার পুলিশের মুখপাত্রের দেয়া তথ্য থেকে জানা গেছে, গত বছর অনিয়মিত সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা।

post
অভিবাসন

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে সংকটাপন্ন অবস্থা থেকে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে, ইতালির মানবিক সংস্থা ‘ইমার্জেন্সি’ এর উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। ইমার্জেন্সি জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা উদ্ধারের ২০ ঘণ্টা আগে, লিবিয়ার জাওয়াইয়া উপকূল থেকে রওনা হয়েছেন। ছোট নৌকায় গাদাগাদি কোরে উঠেছিলেন তারা। নৌকাটিতে খাবার ও কোনো পানীয় ছিলনা বলে জানিয়েছে ইমার্জেন্সি। উদ্ধারকারী জাহাজটি যখন দুর্দশাগ্রস্ত নৌকাটির কাছে পৌঁছায়,তখন উদ্ধারকর্মীরা দেখতে পান নৌকাটিতে পানি উঠছিল। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নারী ও শিশুদের পাশাপাশি, সন্তানসম্ভবা নারীরাও ছিলেন। ইমার্জেন্সির একজন নার্স জানান,‘উদ্ধারের ক্ষেত্রে তারা সবচেয়ে ভঙ্গুর অবস্থার দিকে আগে নজর দিয়েছে। চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও ডায়বেটিস আক্রান্ত এক শিশুকে আগে উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা সংঘাত,অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থেকে বাঁচতে, নিজ নিজ দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সুদান,নাইজেরিয়া, নাইজার,সাউথ সুদান ও আইভরি কোস্টের নাগরিকরা সহ কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন। তবে কোন দেশের কত জন নাগরিক তা নির্দিষ্ট কোরে জানা যায়নি।

post
অভিবাসন

জার্মান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের অভিষেক

জার্মান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বার্কিং এর রিপল সেন্টার হলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বার্কিং এর মেয়র মঈন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সৈয়দ জিয়াউল করিম বাবুল। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী,সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আলম, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিল্পী, সিনিয়র সহ-সভাপতি আজাদুল চৌধুরী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, কোষাধ্যক্ষ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা লিমন।

post
অভিবাসন

কুয়েতে বাংলাদেশীদের এনআইডি কার্যক্রম উদ্বোধন

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেশটিতে থাকা প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবীব খান। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। দেশটিতে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শুরু হওয়ায় আনন্দিত দেশটিতে অবসস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এজন্য বাংলাদেশ সরকার এবং কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

post
অভিবাসন

মালয়েশিয়ায় প্রবাসীদের ‘মে ডে’ পালিত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শ্রমিক ও সংহতি দিবস পালন করেছে, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মো:সেলিম হোসেন ও যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান। এতে প্রধান অতিথি ছিলেন, দাতোশ্রী কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা ছিলেন সিআইপি মো: অহিদুর রহমান অহিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব এএসএম জাহিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, দাতোশ্রী আক্তার হোসেন, দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম,সহ-সভাপতি মোঃ কাইয়ুম হোসেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি দাতো আব্দুল রউফ,জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন টাবলুসহ অনেকে।

post
অভিবাসন

মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় এক শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে, দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির একটি সবজির দোকানে কর্মরত অবস্থায়, শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ। আটকের পর হারিয়ান মেট্রো ওই শিক্ষার্থীকে নিয়ে, একটি প্রতিবেদন প্রকাশ করে। হারিয়ান মেট্রো বলছে,আটক ওই শিক্ষার্থীর ইচ্ছা ছিল,এক মাসের বেতন পেলেই দেশে ফিরবেন মানসিক সমস্যায় থাকা স্ত্রীকে দেখতে। কিন্তু তার আগেই, ইমিগ্রেশন বিভাগ আটক করে তাকে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ও ইমিগ্রেশন ওয়েবসাইটের তথ্য বলছে,মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পার্টটাইম কাজের অনুমতি থাকলেও, অনুমতি নেই ব্যবসা বা সেলসম্যানের কাজ করার। এর আগে, অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করার সময়, ইমিগ্রেশনের হাতে ধরাও পড়েন। সম্প্রতি আটক বাংলাদেশি ওই শিক্ষার্থী, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার ক্লাং ভেলিতে একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান।

post
অভিবাসন

প্রবাসীদের জন্যে ইতালিতে নতুন কমিটি

প্রবাসীদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে, ইতালিতে বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশন-বিমাসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশটিতে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের পাশাপাশি, স্থানীয়দের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে, নতুন এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ কমিউনিটির গুণগত অবস্থান আরও বেগবান করতে,সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি ড. মুক্তার হোসেনকে আহ্বায়ক কোরে কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন,ইতালিতে বাংলাদেশ কমিউনিটির পরিবর্তন এখন সময়ের দাবী। ইতালীয় সমাজে বাংলাদেশ কমিউনিটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ বাস্তবায়নই হবে, বিমাসের লক্ষ্য। এসময় ড. মুক্তার হোসেন জানান,আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা হবে বিমাসের তৃতীয় কার্যনির্বাহী পরিষদ।

post
অভিবাসন

স্পেনে প্রবাসীদের মে দিবস পালিত

সারা বিশ্বের মতো স্পেনেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বার্সেলোনার বৃহৎ শ্রমিক সংগঠন সিসিওও এবং ইউজিটি ইউনিয়নের উদ্যোগে এ দিবস পালিত হয়। এসময় প্রায় ৫ হাজার মানুষ নিয়ে সংগঠন দুটি পথ সভা করে। পথ সভাটি সান্ট পেরের গোলচত্বর থেকে প্লাসা ডি'উরকুইনাওনা হয়ে ভিয়ালাইতানায় এসে শেষ হয়। এতে কর্মঘণ্টা হ্রাস ও পূর্ণ কর্মসংস্থানসহ ১০ দফা দাবী নিয়ে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেয়। পথ সভায় স্প্যানিশ, বাংলাদেশী, মরক্কো, আফ্রিকান,ল্যাটিন আমেরিকা ও সেনেগালসহ বিভিন্ন দেশের শ্রমিকরাও উপস্থিত ছিলেন। এসময় ওয়ার্ক পারমিট, অবৈধ প্রবাসীদের জন্য ডিক্লারেশন ও কর্মসংস্থানের দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। 

post
অভিবাসন

নরসিংদীতে নিরাপদ বিদেশ যাত্রা ক্যাম্পেইন

নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “নিরাপদ বিদেশ যাত্রা ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ডিজিটাল সেন্টারে, এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় বিদেশ থেকে বৈধপথে অর্থ পাঠানো ও নিরাপদ বিদেশ যাত্রায়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে স্থাপিত, প্রবাসী হেল্পডেক্সের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। আলোচনা করেন, এক্সেস টু ইনফরমেন ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ,মো: কামাল হোসেন,আমি প্রবাসী লিমিটেডের চীফ টেকনোলজি অফিসার সাজেদুল ইসলাম,অপারেশন ম্যানেজার আহসানুল হক আদনান, ব্র্যাকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আয়মান নাফিয়া ও আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, আব্দুল মান্নান রানা। পরে অতিথিরা ডিজিটাল সেন্টারে স্থাপিত প্রবাসী হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.