ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পিপলএনটেক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১০ জানুয়ারি পিপলএনটেকের প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ শীতার্ত প্রায় শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ফারহানা হানিপ ম্যাম বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে।”
তিনি আরও বলেন, এলাকার তরুণ প্রজন্মের উন্নয়নে একটি “স্বনির্ভর আইটি কেরানীগঞ্জ” গড়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, তরুণদের আইটি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন পিপলেনটেকের ভাইস প্রেসিডেন্ট মাসরুল হোসাইন খান লিয়ন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।