post
বিনোদন

নায়িকা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি

সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেই সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি। টক শো ‘টু দ্য পয়েন্ট’ এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আবদুল আজিজ চেয়েছিলেন আলোচিত মুখ দীপ্তিকে নায়িকা বানাতে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি।নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে দীপ্তি বলেন, উপস্থাপনা আমার পেশা। এই কাজটি আমার সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না।বিষয়টি নিয়ে আব্দুল আজিজ গণমাধ্যমে বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

post
বিনোদন

ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। রাওয়াপিন্ডিতে স্বাগতিকদের হারানোর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে আমাদের সফলতা আসবেই।’সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোন জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।'

post
বিনোদন

‘আয়নাঘর’ নাকি 'ভাতের হোটেল' যা নিয়ে চলছে জোর আলোচনা !

শেখ হাসিনার সরকার পতনের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এদিকে এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এর মধ্যে অন্যতম ইস্যু ‘আয়নাঘর’, যা নিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজকও। ‘আয়নাঘর’ নাম পুঁজি করে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণাও এর মধ্যে এসেছে। তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত-সমালোচিত মুখ হারুন–অর–রশিদও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে ডেকে খাওয়াতেন। খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচারও করতেন। অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। অভিনয়শিল্পী জাদু আজাদ এদিন ‘হারুনের ভাতের হোটেল’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেন।চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরেফিরে ‘আয়নাঘর’ নামটি প্রাধান্য পেয়েছে। পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্যমতে, বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। গতকাল সোমবার এফডিসিতে গিয়ে এমনটাই জানা গেছে। এসব নাম নিয়ে পরিচালকদের মধ্যেও চলছিল আলোচনা। ছবির এমন নাম নিয়ে একেকজনের একেকরকম দৃষ্টিভঙ্গি। পরিচালক সমিতির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ পরিচালকও।তাঁদেরই একজন জানান, রাজনৈতিক পটপরিবর্তনে এ ধরনের ছবির নাম নিবন্ধনের একটা হিড়িক পড়ে। এখন দেখার বিষয়, ছবিগুলো নির্মাণ করা হচ্ছে কবে, ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তবে ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত, ঠিকঠাকভাবে বানাতে পারলে দারুণ কিছু হতেও পারে। তিনি সবাইকে অনুরোধ করে এই প্রতিবেদককে বলেন, ‘সবাইকে অনুরোধ করব, হুড়োহুড়ি নয়, প্রপার তথ্য-উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয়। দর্শকেরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবর জানতে পারেন।

post
বিনোদন

শাকিব খানের দুই সিনেমার শুটিং পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। নতুন সিনেমার মুক্তি থেকে শুরু করে শুটিংও বন্ধ রয়েছে দীর্ঘদিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটু একটু করে চলছে নতুন সিনেমার পরিকল্পনা। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না অনেক সিনেমার শুটিং। এরমধ্যে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পিছিয়ে গেছে। 'বরবাদ' সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাসের শেষের দিকে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং পিছিয়েছে। সিনেমাটি পরিচালনায় আছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ভারতের নায়িকা ইধিকা পালের। শাকিব খানের আরেকটি সিনেমার নাম 'শের'। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। আগামীতে শাকিব খানকে ক্রিকেট মাঠে নিয়মিত দেখা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছেন প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। এই কোম্পানির পরিচালক হিসেবে আছেন তিনি। 

post
বিনোদন

‘আমি চঞ্চল চৌধুরী বলছি’

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যায়। এ পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের অনেক তারকা বৈষ্যমবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ও সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে সরব হয়েছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় একটি গণমাধ্যম এ অভিনেতার বক্তব্য প্রকাশ করেছে। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন চঞ্চল। শুক্রবার (৯ আগস্ট) চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে ‘আমি চঞ্চল চৌধুরী বলছি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি।’ চঞ্চল চৌধুরীর মা শারীরিকভাবে অসুস্থ। তা জানিয়ে এ অভিনেতা লেখেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

post
বিনোদন

লুটপাটকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: মেহজাবীন

বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা থেকে দেশের অনেক তারকাই একাত্মতা ঘোষণা করেন। তবে কিছুটা দেরিতে হলেও এ তালিকায় নাম লেখান ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন নানা শ্রেণি–পেশার মানুষ। এ আনন্দ মিছিলে শামিল হয়েছিলেন মেহজাবীন চৌধুরীও। এ অভিনেত্রী বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ছিল যৌক্তিক, সঠিক। এ কারণেই সঙ্গে ছিলাম। এত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বিজয় হয়েছে ছাত্র-জনতার। সেই বিজয়ের আনন্দ-উৎসবে আমিও মাঠে ছিলাম।’ তবে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী লেখেন, ‘সাধারণ মানুষদের কাছে আহ্বান, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। নিজের নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা লাগছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। ছাত্র-তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে এখনই ফিরতে হবে সবার, তা না হলে স্বপ্ন ব্যর্থ হবে।’

post
বিনোদন

টরন্টোতে দেশি লুকে ধরা দিলেন প্রীতি

প্রীতি জিনতা মানেই ভক্ত-অনুরাগীদের মাঝে এক ফ্যাশনিস্তার প্রতিচ্ছবি। এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ফ্যাশন ডায়েরিতে ঘুরলেই চোখে পড়বে সেটি লেহেঙ্গা থেকে শুরু করে ক্যাজুয়াল পোশাকে সাজানো। কিংবা গাউনে নিজেকে চটকদার রাখা, সবই করতে পারেন প্রীতি। অভিনেত্রী জানেন কীভাবে ন্যূনতম সাজে স্যাসি এবং অপূর্ব থাকা যায়। সম্প্রতি এ অভিনেত্রী টরন্টোতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। সেখানে অনুষ্ঠিত হয়েছিল ‘টেস্ট অফ ইন্ডিয়া’। প্রীতি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উত্তর আমেরিকার বৃহত্তম খাদ্য উৎসব টেস্ট অফ ইন্ডিয়ার জন্য টরন্টোতে আরও একটি ইভেন্টের জন্য। কী সুন্দর উইকেন্ড। সেই সমস্ত হাসি মুখ দেখে খুবই বিনীত এবং খুশি বোধ করছি। আমাদের দেশি খাবার আর দেশি আবহের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।’ ইভেন্টের জন্য প্রীতির সাদা সালোয়ার স্যুটটিতে নিখুঁত দেশি আবহ রয়েছে। অভিনেত্রী পোশাকটি শোভিত সোনালি শোভিত ফুলের নিদর্শনগুলির সাথে একটি সাদা স্যুটে এটিকে ন্যূনতম এবং জাতিগত রেখেছিলেন। সালোয়ারটিতে একটি গোলাকার নেকলাইন এবং শর্ট হাতা ছিল। সোনালি জরির বর্ডারের সাথে ম্যাচিং অর্গানজা দুপট্টা সহ, প্রীতিকে বরাবরের মতোই অত্যাশ্চর্য লাগছিল। টরন্টোতে থাকার প্রতিটি অংশ আমি উপভোগ করেছি। টরন্টোর সবাইকে জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য," তার পোস্টের একটি অংশে লেখা হয়েছে।

post
বিনোদন

আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি: সিয়াম

গত সোমবার সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনের সাফল্য প্রসঙ্গে একটি লম্বা পোস্ট দেন সিয়াম আহমেদ। পোস্টে সিয়াম লিখেছেন, প্রিয় তারুণ্য তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছ। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু আজ বিকাল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি, তা ভীষণ ভীষণ দুঃখজনক। কিছু পরামর্শ জানিয়ে এই অভিনেতা লেখেন, এখন আমাদের অনেক দায়িত্ব। আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এদেশের কারও বাসায় আগুন দেওয়া যাবে না। যারা এসব করছে, তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত। তাদের প্রতিহত করতে হবে। মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ হতে হবে। অভিনেতা লেখেন, থানায় আক্রমণ করবেন না প্লিজ। কোনো রাজনৈতিক নেতা-সংগঠনের বাসা কিংবা অফিসে আগুন আর ভাঙচুরের মতো প্রতিহিংসামূলক আচরণ থেকে নিবৃত্ত রাখতে হবে নিজেদের। গণমাধ্যমগুলোর অফিসে আক্রমণ করবেন না, সবাই সবার লিমিটেশন মাথায় রেখে যথাসাধ্য চেষ্টা করেছে। কোনো ভাস্কর্য ভাঙবেন না। আমাদের আরও সভ্য হতে হবে, উদার হতে হবে, মানবিক হতে হবে। দেশের সম্পদ রক্ষা করতে হবে। সবশেষ সিয়াম আবারও বলেন, আমাদের আরও অনেক অনেক কাজ বাকি। সবাই সবার পাশে দাঁড়াই। দেশটা আমাদের, আমাদেরই দায়িত্ব নিতে হবে।

post
বিনোদন

‘সবাইকে সহানুভূতিশীল হতে হবে’

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এর পরই সাধারণ মানুষদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা ও সংগীতশিল্পীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। সবশেষ তিনি আরো লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।

post
বিনোদন

জালিয়াতির অভিযোগ নিপুণের বিরুদ্ধে

চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তিনি মনগড়া বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ এনেছে সমিতির বর্তমান কমিটি। গত মঙ্গলবার সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, কয়েক দিনের মধ্যে তাকে নোটিশ পাঠানো হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে নিপুণের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.