post
খেলা

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয়

কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে আগের দুই ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তার দলও ওই দুই ম্যাচে হার ও ড্র করে ধাক্কা খায় । তবে এবার অপেক্ষাকৃত দুর্বল দল বলিভিয়ার বিপক্ষে সেরা ছন্দে ফিরলেন তিনি। করলেন অসাধারণ হ্যাটট্রিক। অধিনায়ককে সঙ্গ দিয়ে গোল পেলেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। প্রতিপক্ষের জালে গোল উৎসব করে জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আইরেসে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। তাতে ৬-০ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে ৩ গোল করেন মেসি। লাউতারো, আলভারেজ ছাড়াও গোল করেন থিয়াগো আলামাদা। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। প্রথম কয়েক মিনিট নিজেদের গুছিয়ে নিতে সময় নেন আর্জেন্টিনা। ১৯ মিনিটেই আসে প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে মেসিকে যোগান দেন সতীর্থ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নিখুঁত প্লেসিংয়ে জালে জড়িয়ে আনন্দে ভাসেন বিশ্ব ফুটবলের মহাতারকা। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল পেয়ে যায় তারা। ৪৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে মেসির পাস থেকে বল নিয়ে সহজেই জালে জড়ান লাউতারো। বিরতির আগে যোগ করা সময়ে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে তৃতীয় গোল করেন আলভারেজ। বিরতির পরও প্রতিপক্ষকে নিস্তার দেয়নি চ্যাম্পিয়নরা। ৬৯ মিনিটে নাহুয়েল মলিনার ক্রস থেকে গোল করেন আলমাদা। মেসি হ্যাটট্রিক করেন ৮০ মিনিটের পর। মাঝ মাঠ থেকে বল নিয়ে ছুটে বক্সের ঢুকে ৮৪ মিনিটে করেন দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পরই ফের তার ঝলক। সতীর্থের সঙ্গে বল দেয়া-নেয়া করে বা পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে ঘরের মাঠের দর্শকদের আনন্দে মাতোয়ারা করে তুলেন তিনি। 

post
খেলা

ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ক্রীড়া উপদেষ্টা

সরকার পরিবর্তনের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে দেশের সেরা দুই খেলা ক্রিকেট ও ফুটবলের পরিবর্তন চাইছেন অনেকে। সেই পরিবর্তনের পক্ষে মত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজন ভূঁইয়া বলেন, দেশে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না। একই সঙ্গে ক্রীড়াঙ্গন থেকে দুর্নীতি ও রাজনীতি দূর করার ঘোষণা দেন তিনি।রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মলেনে নিয়মিতভাবে দুর্নীতির খবর প্রকাশ করায় ধন্যবাদ দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়াক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি। আপনারা সেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন। আপনাদেরও ধন্যবাদ জানাই। এ বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এজন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রত্যেক ফেডারেশনের যে গঠনতন্ত্র আছে, সেগুলো (গঠনতন্ত্র) যেন গণতান্ত্রিক হয়, একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেগুলোও প্রভাবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।’ক্রিকেট ছাড়াও দেশের পুরো ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথা জানান তিনি, ‘খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে। সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দেব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা দেখবে। যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা আছেন কিনা (দায়িত্বে) এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী, কিসের ওপর ভিত্তি করে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা (সার্চ কমিটি) প্রতিবেদন প্রকাশ করবেন। যে খেলার সঙ্গে যিনি সংযুক্ত এবং কাজ করে আসছেন, তাদের দিয়েই ফেডারেশনগুলো ঢেলে সাজাব। রাজনৈতিক সংশ্লিষ্টতা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব।’

post
খেলা

আগেভাগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল

পাকিস্তান প্রস্তাব দিয়ে রেখেছিল আগেই। চলমান অস্থিরতার সময়ে আগেভাগে রাওয়ালপিন্ডিতে গিয়েই নিজেদের প্রস্তুতি নিতে পারবে টাইগার ক্রিকেটাররা– সেটা জানিয়ে দিয়েছিল পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত। পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই সরকারের অধীনে স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে দেশ। যার ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গেল বুধবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার নিশ্চিত হলো চূড়ান্ত সফরের তারিখ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ আমলে নিয়ে নির্ধারিত সূচির ৫ দিন আগেই পাকিস্তানে যাবে টাইগাররা। ১৭ আগস্টের পরিবর্তে ১২ই আগস্ট দুই টেস্ট খেলতে দেশ ছাড়বে টাইগাররা।

post
খেলা

ক্ষমতার পালাবদল: সবচেয়ে নাজুক বাফুফে

ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিচ্ছে। রাজনৈতিক পালাবদলের প্রভাব ব্যাপকভাবে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। অনেক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকের খোঁজ নেই। ফলে ক্রীড়াঙ্গন বড় সংকটে পড়েছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের এমপি ছিলেন। শুধু এমপিই নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজনও ছিলেন, ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রীসভায় তার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটা আত্মগোপনে! তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ডের কেউ জানেন না। গত এক দশকে ক্রিকেট বোর্ডে পাপনের পরই প্রভাবশালী ছিলেন অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। পাপনের মতো চলমান পরিস্থিতিতে মল্লিকও আছেন গভীর সংকটে। গত এক দশকে কাউন্সিলরশিপ, জুনিয়র লিগে পাতানো খেলাসহ অনেক অভিযোগ রয়েছে। যা নিয়ে ক্রিকেটাঙ্গনে মল্লিকের ওপর ক্ষোভ অনেকের। এ ছাড়া বিসিবির শফিউল আলম নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আ জ ম নাসির সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, কাজী ইনাম আহমেদ, তানভীর আহমেদ টিটো সরাসরি রাজনীতি না করলেও, তারা আওয়ামীমনা হিসেবেই স্বীকৃত। তাদের কারও ভাই, বাবা কিংবা দুলাভাই আওয়ামী লীগের বড় নেতা।

post
খেলা

‘ক্রিকেট ধ্বংসকারীদের কোনো দায়িত্বে দেখতে চাই না’

দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করছে তাদের আর কোনো দায়িত্বে দেখতে চাই না। গতকাল ফেসবুকে করা এক পোষ্টে এমনটি বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা পেস বোলার রুবেল হোসেন। গত ৫ আগস্ট সোমবার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সভাপতির দেশত্যাগের পর থেকেই শুরু হয়েছে ক্রিকেটের পালাবদলের গুঞ্জন। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে রুবেল হোসেন লিখেছেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা পেসার আরও লিখেন, একইভাবে চান্ডিকা হাতুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।

post
খেলা

পিছিয়ে গেল ‘এ’ দলের পাকিস্তান সফর

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে গেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে দেওয়া হয়েছে সফর। সোমবার (০৫ আগস্ট) সকালে ‘এ’ দলের দেশত্যাগের কথা ছিল। তবে কতদিন বা পরবর্তীতে কবে যাবে সেটা নির্দিষ্ট করে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে রাতে বিসিবি জানিয়েছে কমপক্ষে ৪৮ ঘণ্টা বিলম্ব হতে পারে। এখন পর্যন্ত ‘এ’ দলের পাকিস্তান সফরের সূচিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দলের ম্যানেজার শরিফুল ইসলাম। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে ‘এ’ দলের।

post
খেলা

টেস্টের জন্য কতটা প্রস্তুত তাসকিন?

কাঁধের চোটের কারণে বোলিং করতে গিয়ে সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। আর টেস্টে লম্বা সময় ধরে বোলিং করতে হয়, যার ফলে আরো বেশি চাপ নিতে হয়। এ কারণে অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরতে পারেন তাসকিন।আসন্ন এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার ক্রিকেটাররা স্ট্রেংথ পরীক্ষা দিয়েছেন। যেখানে ছিলেন তাসকিনও। এই পেসারকে নিয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এভাবে আসবে না।' তাসকিন এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করেছে। ওই সময় লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা ব্যাপার ছিল। আমরা বিশ্বকাপের সময় সেটা আবারও দেখিয়ে নিয়ে এসেছি।'-যোগ করেন তিনি। তাসকিনের টেস্ট খেলা নিয়ে এই ফিজিও বলেছেন, 'তাসকিনের যে ড্যামেজ ছিল সেটার কোনো পরিবর্তন হয়নি। এটা নিয়ে কিন্তু একটা প্লেয়ার খেলতে পারে। এটা নিয়ে সে যদি রিহ্যাভ ও ওয়ার্ক আউটগুলো করে তাহলে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে।' তাসকিন অবশ্যই অ্যাভেইএবল আছে। টেস্টে লম্বা সময় বল করতে হয় তাই ধীরে ধীরে বিল্ডআপ করে খেলতে হয়। সে লম্বা সময় টি-টোয়েন্টিতে খেলছে। এই চেষ্টাটা করে যদি ভালো মনে হয় তাহলে টেস্ট খেলতে পারবে।'-যোগ করবেন তিনি।

post
খেলা

পাকিস্তান সফরে প্রস্তুতি ছাড়াই যাবেন সাকিব

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আগামী ২১ ও ৩০ আগস্ট স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সেই সিরিজ সামনে রেখেই এখন জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।ছুটি কাটিয়ে ফিরেছেন দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এই সিরিজ সামনে রেখে ফেরানো হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও। এছাড়াও গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করছে ক্রিকেটাররা। যেই সিরিজ সামনে রেখে এত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অথচ সেই সিরিজে কোনো প্রস্তুতি না নিয়েই মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে পারফর্ম করতে ব্যর্থ সাকিব এরপর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলে বর্তমানে খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। যদিও খুব বেশি নিজের নামের সুবিচার করতে পারছেন না তিনি। বল হাতে মাঝে মাধ্যে পারফর্ম করলেও ব্যাট হাতে পাচ্ছেন না রানের দেখা। লম্বা সময় ধরেই সাকিবকে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়। অথচ, দীর্ঘ ফরম্যাটে মাঠে নামার আগে কোনো রকম প্রস্তুতি ছাড়ায় সাকিবকে খেলানোর কথা ভাবছে বিসিবি। আগামী ১২ আগস্ট পর্যন্ত সাকিবের এনওসির মেয়াদ থাকায় সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভবনায় বেশি সাকিবের।

post
খেলা

ওয়ানডে অধিনায়ক হৃদয়, লাল বলে বিজয়

চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। তার আগে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।'এ' দল এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য ইতোমধ্যেই জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে। ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। আর ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।

post
খেলা

জিম্বাবুয়েকে ‘সফর ভাতা’ দেবে ইংল্যান্ড

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্ব বন্টন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি নজর বাড়াতে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিসিসিআই এবং ইসিবির দৃষ্টি আকর্ষণ করছিল দেশগুলো। কিন্তু আইসিসির কিংবা বিগ থ্রি কান্ট্রির তেমন ভ্রুক্ষেপ পাওয়া যায়নি। বরং আর্থিকভাবে তারা কেবল লাভবানই হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিছুটা হলেও সরে আসার পথ খুঁজে নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।২০২৫ সালে ইংল্যান্ডে দুই টেস্ট খেলতে যাবে জিম্বাবুয়ে। তাদেরকে সফর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এ খবর নিশ্চিত করেছেন। ইএসপিএন ক্রিকইনফো বলছে, আধুনিক যুগে প্রথম নজির গড়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে এই অর্থ দেবে ইসিবি। একটা সময়ে সফরের ভাতা আয়োজক দেশ সফরকারী দেশকে দিয়ে আসতো। এই ধারা চালু ছিল লম্বা সময়। কিন্তু বিংশ শতাব্দীতে এই ধারা পাল্টে যায়। তাতে সফরকারী দেশগুলোর ওপর অর্থ খরচের চাপ বাড়তে থাকে। ইসিবি শুধুমাত্র জিম্বাবুয়ে দলকেই নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনার চেষ্টা করছে। স্কাই স্পোর্টসে মাইক আথারটনের সঙ্গে আলোচনায় গুল্ড বলেছেন, ‘এখানে প্রচুর দায়িত্ব রয়েছে। আপনি যদি আইসিসির রাজস্ব এবং দ্বিপক্ষীয় সিরিজে আয়োজক দেশগুলোর আয়ের দিকটি দেখেন দেখবেন পুরোনো রীতিতেই সব কিছু চলছে। উদাহরণ হিসেবেই দেখুন, আগামী বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ইংল্যান্ডে সফর করবে। স্বাভাবিকভাবেই তারা এখানে যখন আসবে আমরা কেবল তাদের থাকার বিষয়টিই দেখবো। বাকিটা তাদের। সফরকারী দলকে কোনো ভাতা দেওয়া হবে না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, জিম্বাবুয়ে যখন আমাদের এখানে খেলতে আসবে আমরা তাদেরকে সফর ভাতা দেবো।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.