post
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত হবে যক্ষ্মা

বাংলাদেশে যক্ষ্মা রোগী শনাক্তে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। আগামী বছর থেকে দেশের তিনটি জেলায় প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচি হিসেবে যক্ষ্মা রোগী শনাক্তে এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হচ্ছে। শুরুতে ঢাকা, খুলনা ও পঞ্চগড় জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার রাজধানীতে আইএসিআইবি আয়োজিত মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ তথ্য জানান। ‘টিবি (যক্ষ্মা)-সিআরজি বিষয়ে কর্ম-পরিকল্পনা নিয়ে প্রস্তুতি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে আইএসিআইবি’র চেয়ারম্যান অধ্যাপক ডা.মোয়াজ্জেম হোসেন বলেন, যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উন্নত দেশগুলো শতভাগ সফলতা পেয়েছে। আমাদের উপমহাদেশেও এখন যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার পাইলটিং চলছে। আমাদের দেশেও আগামী বছর থেকে ঢাকা, খুলনা ও পঞ্চগড় এই তিনটি জেলায় যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, দেশে ৫১ শতাংশ যক্ষ্মা রোগী খুব উচ্চ পরিবহন খরচের কারণে যক্ষ্মা রোগের ওষুধ নিতে কেন্দ্রে আসেন না। এ জন্য রোগীদের কাছাকাছি যদি ফার্মেসিতে ওষুধ রাখা যায়, তাহলে তারা সহজেই ওষুধ নেবেন। ওষুধ সেবন করে তারা সুস্থ হবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যক্ষ্মা একটি জীবাণুঘটিত রোগ। যেকোনো বয়সী নারী পুরুষের যে কোনো সময়ে যক্ষ্মা হতে পারে। হাঁচি-কাশির মাধ্যমে যক্ষ্মারোগের সংক্রমণ ঘটে।

post
প্রযুক্তি

বৈদ্যুতিক বাইক আনলো হার্লে ডেভিডসন

জনপ্রিয় বাইক সংস্থা হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে। লাইভওয়্যার এস২ মুলহল্যান্ড নামের বৈদ্যুতিক বাইক আনলো তারা। এটি একটি ইলেকট্রিক ক্রুজার বাইক। লাইভওয়্যার কোম্পানির তৃতীয় মডেল। যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ১৯৫ কিলোমিটার। হার্লে-ডেভিডসনের যেমন ববার ক্রুজার স্টাইল বাইক রয়েছে ঠিক তেমনই ডিজাইন রয়েছে এতেও। রেট্রো লুক, গোল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্ল্যাট হ্যান্ডেলবার, ছিমছাম লম্বা সিট ইত্যাদি। রেট্রোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে মোটরসাইকেলে। এর আগে এস২ ডেল মার এবং এস২ ডেল মার এলই লঞ্চ করেছে কোম্পানিটি। তবে এই টু হুইলার ডিজাইন ও শক্তির দিক দিয়ে আলাদা বলে দাবি করেছে লাইভওয়্যার।বাইকটিতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ ও স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস কমান্ড, টেক্সট টু স্পিচ, নেভিগেশন, হিটাসি সাসপেনশন, ওটিএ আপডেট, এলইডি লাইটিং ট্র্যাকশন কন্ট্রোল এবং রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ঠাসা প্রযুক্তি এবং ফাংশন রয়েছে মোটরসাইকেলে। এটির কার্ব ওয়েট ১৯৫ কেজি।সংস্থার দাবি, এটি আগের মডেলের থেকে হালকা এবং ফাস্ট। মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ছুঁতে পারে। সিটি ও হাইওয়ে রাইডিংয়ের বাইকের পারফরম্যান্স আলাদা। এতে রয়েছে ৬টি রাইডিং মোড। যা রাইডার তার পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে। বাইকে রয়েছে ১০.৫ কিলোওয়াটআওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১৯৫ কিলোমিটার নিয়ে যেতে সক্ষম। বাইকের হাইওয়ে রেঞ্জ ১১৬ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বাধিক ৮৪ হর্সপাওয়ার এবং বিরাট ২৬৩ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইলেকট্রিক বাইক।সংস্থার সবচেয়ে সস্তা বাইক এটি। আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক বাইকের দাম ১৫ হাজার ৯৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

post
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় দেশে শনাক্ত হবে যক্ষ্মা

দেশে যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। আগামী বছর থেকে দেশের তিনটি জেলায় প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচি হিসেবে যক্ষ্মা রোগী শনাক্তে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হচ্ছে। শুরুতে ঢাকা, খুলনা ও পঞ্চগড় জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শতভাগ রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমুনোলোজি অব বাংলাদেশ (আইএসিআইবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ তথ্য জানান। ‘টিবি (যক্ষ্মা)-সিআরজি বিষয়ে কর্ম-পরিকল্পনা নিয়ে প্রস্তুতি’ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক এবং আইএসিআইবি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উন্নত দেশগুলো শতভাগ সফলতা পেয়েছে। আমাদের উপমহাদেশেও এখন যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার পাইলটিং চলছে। আমাদের দেশেও আগামী বছর থেকে ঢাকা, খুলনা ও পঞ্চগড় এই তিনটি জেলায় যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শতভাগ রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিশেষজ্ঞ।

post
প্রযুক্তি

ইউকেতে চব্বিশ ঘন্টা সেবা এনএইচএসের অ্যাপস

রোগীরা যাতে চব্বিশ ঘন্টা সেবা গ্রহন করতে পারে সেজন্য এপস সেবা চালু করেছে এনএইচএস। মোবাইল কিংবা টেবলেটে এপস ডাউনলোড করে চিকিৎসকের দেয়া ঔষধ দেখা যাবে। প্রয়োজনে সেই ঔষধের জন্য পুনরায় প্রেসক্রিপশনের জন্য অনুরোধ জানাতে পারবেন। এছাড়া এপসের মাধ্যমে রোগীরা নিজের মেডিক্যাল রেকর্ড দেখতে পারবেন। নিতে পারবেন ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট।

post
প্রযুক্তি

টিকটক নিষিদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দেশটির স্থানীয় সময় আজ বুধবার একটি বিল পাস হয়েছে। এ বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে এ অ্যাপ নিষিদ্ধে মোটামুটি সর্বশেষ ধাপে পৌঁছাল। এখন মার্কিন সিনেটে এই বিল পাস হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে জানিয়েছেন, সিনেটে এই বিল পাস হলে তিনি এ বিল আইনে পরিণত করতে স্বাক্ষর করবেন। এই বিল সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রের সব অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলা হবে বা বাইটড্যান্সকে তাদের এ শেয়ার বিক্রি করে দিতে হবে।টিকটকের বিরুদ্ধে অভিযোগ, এই অ্যাপটি তার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়। কিছু কিছু গোয়েন্দা সংস্থার উদ্বেগ যে, অ্যাপটি সরকারি ডিভাইসে ডাওনলোড করার কারণে স্পর্শকাতর তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করে টিকটক বলছে, তারা এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য কখনোই অন্য কাউকে দেয় না। টিকটক আরও বলছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যাপারে তারা অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির মতো একইভাবে কাজ করে। এর আগে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে অ্যাপটিতে অ্যাকসেস সীমিত করার জন্য আমেরিকান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দাবি, টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। তবে বাইটড্যান্স এবং টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটি নিষিদ্ধের চেষ্টা করেছিলেন। 

post
প্রযুক্তি

প্রত্যাগত প্রবাসীদের ডাটাবেজ তৈরী করতে কাজ চলছে

বিভিন্ন দেশের প্রত্যাগত প্রবাসীদের ডাটাবেজ তৈরী করতে রেইজ প্রকল্প কাজ করছে বলে জানিয়েছেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। তিনি বলেন, প্রত্যাগত এসব প্রবাসীদের সহযোগিতা করতে সারাদেশে কাজ করছে।নরসিংদীর শিবপুরে “বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিবপুর ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নরসিংদী ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও প্রকল্পের ডেপুটি কাউন্সিলর তাজ উদ্দিন খন্দকারসহ বেশ কয়েকজন বিদেশ ফেরত কর্মী। এসময় প্রধান অতিথি বলেন, ২০২৩ সালে প্রায় ১৩ লাখ বাংলাদেশির বিদেশে যাওয়ার তথ্য থাকলেও, কতো জন ফেরত এসেছেন, সেই তথ্য কোন দপ্তরেই নেই।

post
প্রযুক্তি

ফোন নম্বর ডিলিট হয়ে গেলে বের করার উপায়

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি। অনেক চেষ্টার পরও সেই নম্বরগুলো খুঁজে পাই না। বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাব।  অনেকেই জানেন না যে, ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়। তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। যেভাবে ফিরিয়ে আনবেন১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন। ২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।৬. তার পর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই ডিলিট হওয়া সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।এ ছাড়া ফোন ব্যাকআপ থেকেও ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়া যায়। যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন। ৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

post
প্রযুক্তি

জীবনের খোঁজ মিলল সৌরমণ্ডলের বাইরে

পৃথিবী ছাড়া অন্য গ্রহে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নাসার বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ ব্যবহার করে সৌরমণ্ডলের বাইরে জীবনের খোঁজ পায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইন্ডিয়া টুডে।অনেকদিন ধরেই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি সেই অনুসন্ধান অভিযান চলাকালীনই ভিনগ্রহে অন্য ‘জীবন’ বা পানির সন্ধান পান নাসার বিজ্ঞানীরা।নাসা জানিয়েছে, যে এক্সোপ্ল্যানেটে পানির সন্ধান পাওয়া গেছে, তা সৌরমণ্ডলের বাইরে। পৃথিবীর নক্ষত্র মণ্ডল থেকে ওই গ্রহটির অবস্থান প্রায় ৯৭ আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন জিজে ৯৮২৭ডি। গ্রহটির ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় দ্বিগুণ। বিজ্ঞানীরা বলেছেন, এর আগে মহাকাশে যে গ্রহগুলোতে জলের খোঁজ মিলতে পারে বলে মনে করা হয়েছিল, জিজে ৯৮২৭ডি তার মধ্যে অন্যতম।বিজ্ঞানীদের মতে, পানি পাওয়া গেলেও ওই গ্রহ বাসযোগ্য নয়। ওই গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রা ৭৫২ ডিগ্রি ফারেনহাইট বা ৪০০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় মানুষের বেঁচে থাকা অসম্ভব। তবে গ্রহটির অন্য বৈশিষ্ট্যগুলোর কারণে সেই গ্রহে জলের খোঁজ পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তেমন জিজে ৯৮২৭ডি গ্রহটি জিজে ৯৮২ নক্ষত্রকে প্রদক্ষিণ করে।হাবল টেলিস্কোপ তিন বছরের মধ্যে গ্রহটির ১১টি ছবি তুলেছে। তবে নাসা বলছে, জিজে ৯৮২৭ডি-র বায়ুমণ্ডল সম্পর্কে হাবল টেলিস্কোপ যে খোঁজ পেয়েছে তা যে ১০০ শতাংশ সঠিক, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

post
প্রযুক্তি

অ্যাপল ওয়াচে থাকছে না ব্লাড অক্সিজেন ফিচার!

আমেরিকায় বিক্রি হওয়া অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও আল্ট্রা-২ মডেল থেকে ব্লাড অক্সিজেন ফিচার সরিয়ে নিচ্ছে অ্যাপল। দেশটির নিয়ন্ত্রক সংস্থার আরোপিত আমদানি নিষেধাজ্ঞা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,  রক্তে অক্সিজেন পরিমাপের ফিচার সম্পর্কিত পেটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে আইনি লড়াই চলছে মাসিমো নামের একটি স্বাস্থ্য প্রযুক্তি কোম্পানির। ফিচারটি সরানোকে সাধুবাদ জনিয়েছে আমদানি রক্ষণাবেক্ষণকারী সংস্থা ইউএস কাস্টমস। সরকারি সংস্থাটি জানায়, ফিচার ছাড়া অ্যাপলের স্মার্টওয়াচ আমদানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না। তাই ওয়াচগুলো আবারও আমদানি করা যাবে। অ্যাপল ব্লাড অক্সিজেন ফিচার অন্তর্ভুক্ত না করে পুনরায় বিক্রি করতে পারবে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, অ্যাপল এরইমধ্যে আমেরিকার স্টোরগুলোতে ফিচারটি মুছে ফেলছে এবং নতুন ডিজাইনে স্মার্টওয়াচ সরবরাহ শুরু করেছে। তবে ইউএস কাস্টমসের সিদ্ধান্তের সঙ্গে মার্কিন বাণিজ্য কমিশন (আইটিসি) একমত না হলে আমদানি নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। গত অক্টোবরে ব্লাড অক্সিজেন ফিচার সম্পর্কে মাসিমোর পেটেন্ট লঙ্ঘন করার অভিযোগ ওঠে অ্যাপলের বিরুদ্ধে। ফলে কোম্পানিটি বড়দিনের আগে তাদের নতুন ওয়াচ বিক্রি বন্ধ করে দেয়। তবে ডিসেম্বরের শেষ দিকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় অ্যাপল আবার বিক্রি শুরু করে। টেক জায়ান্টটি জানায়, আগের অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কোনো ফিচার হারাবেন না। পরিবর্তনটি কেবল বিক্রি হওয়া নতুন ওয়াচের ক্ষেত্রে প্রযোজ্য। ব্লাড অক্সিজেন ফিচারটি ২০২০ সালে অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এর পর থেকে চালু করা হয়েছে।

post
প্রযুক্তি

আকাশপথে ট্যাক্সি চলতে বেশি দেরি নেই

ভোলোসিটি’ যখন টেকঅফ করে বা পাশ দিয়ে উড়ে যায়, তখন প্রায় কিছুই শোনা যায় না। সেটির আটটি ইলেকট্রিক প্রপেলর কোনো শব্দই করে না। হেলিকপ্টার বা বিমানের মতো কোনো ধোঁয়াও বের হয় না। জার্মানির দক্ষিণে ব্রুখসাল শহরে ভোলোকপ্টারের পরীক্ষামূলক উড়াল দর্শকদের মনে বেশ রেখাপাত করেছে।টেস্ট পাইলট হিসেবে পল স্টোনের ইতোমধ্যেই ৫০টিরও বেশি উড়ালের অভিজ্ঞতা হয়েছে।তাঁর মতে, প্রত্যেকটি উড়ালের সঙ্গে সঙ্গে যন্ত্রের উন্নতি করা হয়েছে। এখন সেটি বোয়িং বা এয়ারবাসের দূরপাল্লার বিমানের মতোই নির্ভরযোগ্য। পল বলেন, ‘হেলিকপ্টারের তুলনায় এটা ওড়ানো অনেক সহজ। এক ডিজিটাল ফ্রাইট কনট্রোল সিস্টেম থাকায় হেলিকপ্টারের মতো অনেক রহস্যজনক কমান্ড দিতে হয় না। ফলে চালানো সহজ হয়। এগোতে গেলে একটি স্টিক সামনের দিকে ঠেলতে হবে। পাশে যেতে হলে স্টিক সে দিকেই ঠেলতে হবে।’সদ্য উদ্বোধন করা হ্যাঙারের মধ্যে ভোলোকপ্টার কোম্পানির কর্ণধার ডিয়র্ক হোকে বড় আকারে ‘ভোলোসিটি’ উৎপাদনের পরিকল্পনা করছেন। আপাতত বছরে ৫০টি ইউনিট তৈরি করা তাঁর লক্ষ্য।আগামী বছরের মাঝামাঝি প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবার আগেই তিনি সেখানে নিয়মিত এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা স্থির করেছেন। পাইলটরা নিয়মিত মাসুলের বিনিময়ে যাত্রীদের নিয়ে উড়বেন। ভোলোকপ্টার কোম্পানির কর্ণধার ডিয়র্ক হোকে বলেন, ‘আমরা প্যারিসে শুরু করে ২০২৪ সালে রোমে যাবো। বছরের শেষের মধ্যে সম্ভবত সিংগাপুরেও পরিষেবা শুরু করবো। ২০২৫ সালের শুরুতে আমরা আন্তর্জাতিক স্তরে আরো সক্রিয় হবো। সৌদি আরবের নিওম এবং আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাপানের ওসাকা শহরে ওয়ার্ল্ড এক্সপোর সময়ও পরিষেবা দেবো।’ভোলেকপ্টার গোটা বিশ্বেই নিজস্ব কনসেপ্ট তুলে ধরতে চায়। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক সত্ত্বেও ‘ফিউচার সিটি’ প্রকল্প হিসেবে নিওমে সক্রিয় হতেও পিছপা হচ্ছে না এই কোম্পানি।ব্রুখসালে নতুন একটি কারখানা ইতোমধ্যেই চালু হয়েছে। সেখানেই ‘ভোলোসিটি'-র অংশগুলো বড় আকারে উৎপাদন করা হবে। কোম্পানির মতে, বিশাল চাহিদা দেখা যাবে।এভিয়েশন ক্ষেত্রে বর্তমানে রূপান্তর ঘটছে বলেই কোম্পানির এমন প্রত্যাশা। জেনিভায় ব্যক্তিগত জেটের বাণিজ্যমেলায় লিলিয়ামের মতো প্রতিযোগীও পরিবেশবান্ধব উড়ালের নিজস্ব কনসেপ্ট তুলে ধরছে। বিদ্যুৎচালিত উড়ন্ত যান আকাশপথে নতুন যুগের সূচনা ঘটাতে পারে।নির্গমন ছাড়াই উড়াল সবার সামর্থ্যের মধ্যে আনা ডিয়র্ক হোকের স্বপ্ন। তাঁর মতে, ‘শুরুর দিকে হাতে করে অনেক কাজ করতে হয়। ফলে বিমানের মূল্য বেশি থাকে। কিন্তু বড় আকারে সিরিজ প্রোডাকশন শুরু করলেই ভারসাম্য চলে আসবে। তখন অত্যন্ত ন্যায্য দামে আমরা বিমান উৎপাদন করতে পারবো। আমাদের ইতোমধ্যেই এক কারখানা রয়েছে, যা দিয়ে আমরা বছরে ৫০টি বিমান তৈরি করতে পারি। তখন টিকিটের দামও সবার নাগালে চলে আসবে।’নিরাপত্তার নিরিখে ‘ভোলোসিটি' প্রচলিত বেসামরিক বিমানের জন্য একই নিয়ম মেনে অনুমোদন পেয়েছে। অর্থাৎ প্রতি ১০০ কোটি ফ্লাইট আওয়ারে বড়জোর একটি করে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.