post
প্রযুক্তি

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসে। এবার নতুন এক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেখানে গ্রুপের মাঝে কল লিংক তৈরি করা যাবে। শুধুমাত্র গ্রুপ চ্যাটেই কল লিংক শেয়ারিং ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে। ওয়েবেটাইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, গ্রুপে ছবি কিংবা ডকুমেন্ট অ্যাটাচ করার অপশনগুলোর সঙ্গেই একটি কল লিংক তৈরি করার অপশন পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।হোয়াটসঅ্যাপ কল লিঙ্কের সুবিধা - ১. এই ফিচার এসে গেলে গ্রুপ মেম্বারদের খুবই সুবিধা হবে। কারণ স্বয়ংক্রিয় ভাবে গ্রুপে আসা কল সব গ্রুপ মেম্বারদের ফোনে বাজবে না। ফলে নিজেদের সুবিধামতো সময়ে কলে জয়েন করা যাবে। ২. একবার লিংক শেয়ার করলে ব্যবহারকারীরা শিগগিরই তা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন। অন্য মেম্বাররা জয়েন করার জন্য ট্যাপ করতে পারবেন। এর জন্য আর গ্রুপ-ওয়াইড রিং নোটিফিকেশনের প্রয়োজন হবে না। ৩. নতুন আপডেটের কারণে এই ফিচার আরও উন্নত হয়। যার ফলে ব্যবহারকারীরা গ্রুপ কনভার্সেশনের মধ্যে সরাসরি লিঙ্ক তৈরি এবং শেয়ার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা দারুণ সুবিধা পাবে।

post
প্রযুক্তি

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের আইন ও বিধিবহির্ভূত চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা জানিয়েছেন, গত ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের দুটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার স্বাক্ষরে বেআইনিভাবে (প্রকল্প থেকে রাজস্বে স্থানান্তর হাইকোর্ট থেকে বন্ধ থাকা সত্ত্বেও) এবং দলীয় বিবেচনায় আইসিটি অধিদপ্তরেরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্পের প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ২০১৪ সালের ১ জুলাই এবং বাংলাগভনেট প্রকল্পের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ১ জুলাই ২০১৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৮ জুলাই ২০১৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই প্রকল্পের ২০০ জন কর্মকর্তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয় এবং শর্তাবলির ০৩ এর (২) নং অনুযায়ী তাঁরা ১৪ জুলাই ২০১৫ তারিখে যোগদান করেন। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এস. আর. ও প্রজ্ঞাপনের শর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী এসব প্রকল্পসমূহের কর্মকর্তার আদেশ জারির তারিখ থেকে চাকরি নিয়মিতকরণ করা হয়। 

post
প্রযুক্তি

চালু হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আজ বুধবার বিকেল ২টার পর চালু হয়েছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে। জুনাইদ আহ্‌মেদ বলেছিলেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’ আজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ৯টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সশরীরে হাজির হন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। সরকার বলছে, দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চালু হবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলেছিলেন, সরকার আধেয় বা কনটেন্ট সরানোর যত অনুরোধ করে, সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়। আজ প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ আধেয় সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১ শতাংশ। টিকটক সরিয়েছে ৬৮ শতাংশ। ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

post
প্রযুক্তি

দেশের ‘বাছাইকৃত এলাকায়’ আংশিকভাবে ইন্টারনেট চালু

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ হওয়ার প্রায় ১২০ ঘণ্টা পর দেশে ইন্টারনেট আংশিকভাবে চালু হয়েছে। গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে, পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে 'অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়' ইন্টারনেট সংযোগ চালু হলো।মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।' তবে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মহাখালীর ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা।

post
প্রযুক্তি

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের সমাপনী ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আইটেসারেক্ট টেকনোলজির উদ্যোগে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বেলা ১২টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত (এসটিইএএম) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ও ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি।এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।সকাল ৯ টা থেকে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী শুরু হয় এবং দুপুর ১২টা থেকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সারা দেশ থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষকসহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন।উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এ ধরনের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা হবে।এ অলিম্পিয়াডে ছয়টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট আটটি বিভাগে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণ করেন। সারা দেশে ৩১০টি স্কুল, ৬১টি বিশ্ববিদ্যালয়, ১৩২টি কলেজ, ২২টি পলিটেকনিক প্রতিষ্ঠান এবং ২৫টি মাদ্রাসা থেকে কুইজ এবং প্রোজেক্টে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৯৭৬ জন। কুইজ নিবন্ধন সংখ্যা ছিল ৫৫ হাজার ৭৪৯। প্রোজেক্টের জন্য নিবন্ধন সংখ্যা ছিল ২ হাজার ২২৭ এবং ৫৩ জন মেন্টর এবং বিচারক হিসেবে কাজ করেছেন।এ ছাড়া সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি ক্লাব, ২৯০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ৪ হাজার ৭০২ জন ভলান্টিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ অলিম্পিয়াডে যুক্ত ছিলেন।আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের লক্ষ্য ও উদ্দেশ্য। পাঁচটি বিষয়ের ওপর জোর দিয়ে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।এর মধ্যে আছে তরুণদের মধ্যে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথম্যাটিকস) সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা। কলকারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা। স্টিম সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষা, সমস্যা সমাধান, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেয়া। শিক্ষার্থীদের হাতে-কলমে ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করাও এ আয়োজনের উদ্দেশ্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ এবং প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হাসান ও রশিদ।সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উপদেষ্টা ও বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অলিম্পিয়াডের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল ও ই-জেনারেশন পিএলসির চেয়ারম্যান শামিম আহসান।

post
প্রযুক্তি

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে ৬ জুলাই

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস,বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী (৬ জুলাই) বেলা ৩টায় ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্ট টেকনোলজির উদ্যোগে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর সমাপণী ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা এবং গণিত (STEAM) বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ও উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের জন্য এই জমকালো অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রী এবং ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা: দীপু মনি, এম.পি।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা ইউজিসি'র সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।সকাল ৯ টা থেকে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী শুরু হবে এবং দুপুর ৩ টা থেকে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রোগ্রামে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুল হামিদ। বিভিন্ন শিক্ষাবিদরা মনে করছেন, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ তরুণদের প্রতিভার উন্মেষ ঘটানোর জন্য একটি অসাধারণ আয়োজন। উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এ ধরনের প্রতিযোগিতার প্রতিবছর আয়োজন করা উচিত। ০৬ টি ভিন্ন ভিন্ন লেভেলের শিক্ষার্থীরা মোট ০৮ টি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের মিশন ও ভিশন।তাঁরা বলেন, পাঁচটি বিষয়ের উপর জোড় দিয়ে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে তরুণদের মধ্যে স্টিম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথম্যাটিকস) সচেতনতা বৃদ্ধি ও দক্ষ জাতি গঠনে সহায়তা করা। কলকারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগানোর মাধ্যমে ব্যাপক উন্নতি সাধনে তরুণদের উপযোগী করে তোলা। স্টিম সম্পর্কিত বিষয়গুলোতে উচ্চশিক্ষা, সমস্যা সমাধান, উদ্ভাবন ও গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখতে অনুপ্রেরণা দেওয়া। শিক্ষার্থীদের হাতে কলমে ব্যবহারিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল হতে সহায়তা করাও এ আয়োজনের উদ্দেশ্য।এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে সব স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হয় ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা।

post
প্রযুক্তি

রোগনির্ণয়ের অত্যাধুনিক পদ্ধতি এমআরআই

রোগনির্ণয়ের অত্যাধুনিক একটি পরীক্ষাপদ্ধতি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং-এমআরআই। শরীরের ভেতরের কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এ পরীক্ষা করা হয়। এর মাধ্যমে সেই অঙ্গের যেকোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ খুব সহজেই নির্ণয় করা যায়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই উন্নত এমআরএই স্ক্যানার তৈরির কথা বলে আসছেন। ২০২১ সালে তাঁরা এমন একটি এমআরআই স্ক্যানার তৈরি করেন। তাঁদের দাবি,আইসিউল্ট নামের এ স্ক্যানার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার। কিন্তু এত দিন এই স্ক্যানার মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এবার এই স্ক্যানারে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কের ছবি তুলেছেন গবেষকেরা। তাঁরা দাবি করছেন,এ স্ক্যানারের সাহায্যে মস্তিষ্কের রোগ নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।

post
প্রযুক্তি

বাংলাদেশ গোল্ডেন মাইন ফর রিসার্চ

জনবহুল দেশ হওয়ায় এটি হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোরিয়ার সঙ্গে জয়েন্ট রিসার্চ করা যেতে পারে। বিশেষ করে মলিকুলার লেভেল অব দ্য ক্যানসার রিসার্চ এর জন্য। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দু’দেশের যৌথ উদ্যোগে রিসার্চ কার্যপরিচালনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি। ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রাইভেট হাসপাতালগুলোকে ইউনিভার্সাল হেলথ কেয়ারে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। তিনি জরুরি রেসপন্স, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ, জয়েনট রিসার্চ চালুতে কোরিয়ার সহযোগিতা এবং মধ্য আয়ের মানুষের জন্য কোরিয়ার সহযোগিতায় আগারগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশাল হাসপাতাল নির্মাণ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানের মতো কোরিয়ায়ও বাংলাদেশি নার্স পাঠানোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপানে এরই মধ্যে ২৫ জন নার্স পাঠানো হয়েছে। আরও ৫০ জন নার্স যাওয়ার জন্য প্রস্তুতি আছেন। এসময় পার্ক ইয়ং-সিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যখাতে বাংলাদেশ-কোরিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

post
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় শনাক্ত হবে যক্ষ্মা

বাংলাদেশে যক্ষ্মা রোগী শনাক্তে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। আগামী বছর থেকে দেশের তিনটি জেলায় প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচি হিসেবে যক্ষ্মা রোগী শনাক্তে এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হচ্ছে। শুরুতে ঢাকা, খুলনা ও পঞ্চগড় জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার রাজধানীতে আইএসিআইবি আয়োজিত মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ তথ্য জানান। ‘টিবি (যক্ষ্মা)-সিআরজি বিষয়ে কর্ম-পরিকল্পনা নিয়ে প্রস্তুতি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে আইএসিআইবি’র চেয়ারম্যান অধ্যাপক ডা.মোয়াজ্জেম হোসেন বলেন, যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উন্নত দেশগুলো শতভাগ সফলতা পেয়েছে। আমাদের উপমহাদেশেও এখন যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার পাইলটিং চলছে। আমাদের দেশেও আগামী বছর থেকে ঢাকা, খুলনা ও পঞ্চগড় এই তিনটি জেলায় যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, দেশে ৫১ শতাংশ যক্ষ্মা রোগী খুব উচ্চ পরিবহন খরচের কারণে যক্ষ্মা রোগের ওষুধ নিতে কেন্দ্রে আসেন না। এ জন্য রোগীদের কাছাকাছি যদি ফার্মেসিতে ওষুধ রাখা যায়, তাহলে তারা সহজেই ওষুধ নেবেন। ওষুধ সেবন করে তারা সুস্থ হবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যক্ষ্মা একটি জীবাণুঘটিত রোগ। যেকোনো বয়সী নারী পুরুষের যে কোনো সময়ে যক্ষ্মা হতে পারে। হাঁচি-কাশির মাধ্যমে যক্ষ্মারোগের সংক্রমণ ঘটে।

post
প্রযুক্তি

বৈদ্যুতিক বাইক আনলো হার্লে ডেভিডসন

জনপ্রিয় বাইক সংস্থা হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে। লাইভওয়্যার এস২ মুলহল্যান্ড নামের বৈদ্যুতিক বাইক আনলো তারা। এটি একটি ইলেকট্রিক ক্রুজার বাইক। লাইভওয়্যার কোম্পানির তৃতীয় মডেল। যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে ১৯৫ কিলোমিটার। হার্লে-ডেভিডসনের যেমন ববার ক্রুজার স্টাইল বাইক রয়েছে ঠিক তেমনই ডিজাইন রয়েছে এতেও। রেট্রো লুক, গোল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্ল্যাট হ্যান্ডেলবার, ছিমছাম লম্বা সিট ইত্যাদি। রেট্রোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে মোটরসাইকেলে। এর আগে এস২ ডেল মার এবং এস২ ডেল মার এলই লঞ্চ করেছে কোম্পানিটি। তবে এই টু হুইলার ডিজাইন ও শক্তির দিক দিয়ে আলাদা বলে দাবি করেছে লাইভওয়্যার।বাইকটিতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ ও স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস কমান্ড, টেক্সট টু স্পিচ, নেভিগেশন, হিটাসি সাসপেনশন, ওটিএ আপডেট, এলইডি লাইটিং ট্র্যাকশন কন্ট্রোল এবং রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ঠাসা প্রযুক্তি এবং ফাংশন রয়েছে মোটরসাইকেলে। এটির কার্ব ওয়েট ১৯৫ কেজি।সংস্থার দাবি, এটি আগের মডেলের থেকে হালকা এবং ফাস্ট। মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি ছুঁতে পারে। সিটি ও হাইওয়ে রাইডিংয়ের বাইকের পারফরম্যান্স আলাদা। এতে রয়েছে ৬টি রাইডিং মোড। যা রাইডার তার পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে। বাইকে রয়েছে ১০.৫ কিলোওয়াটআওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে ১৯৫ কিলোমিটার নিয়ে যেতে সক্ষম। বাইকের হাইওয়ে রেঞ্জ ১১৬ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বাধিক ৮৪ হর্সপাওয়ার এবং বিরাট ২৬৩ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইলেকট্রিক বাইক।সংস্থার সবচেয়ে সস্তা বাইক এটি। আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক বাইকের দাম ১৫ হাজার ৯৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.