post
সংবাদ

সৌদিতে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদন শুরু

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন শুরু হয়েছে।বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান। জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। এসময় আনিছুর রহমান তার বক্তব্যে নাগরিকের দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সরকারের প্রবাসী বান্ধব নীতির অংশ হিসেবে নির্বাচন কমিশন, আইডিইএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসগুলোতে ধাপে ধাপে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া তিনি প্রবাসীদের বৈদিশিক রির্জাভ বৃদ্ধির পাশপাশি অর্থনীতির চাকাকে সক্রিয় রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।

post
সংবাদ

চোরাচালানের অভিযোগে সৌদিতে ৭ বাংলাদেশি আটক

সৌদিআরবে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিসহ ১৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,গ্রেপ্তার ওই বাংলাদেশিদের কাছ থেকে ৩ দশমিক ৩ কেজি মেথামফেটামিন ও ১২ হাজার ৪৩২ পিস অ্যামফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। এঘটনায় দুই সিরিয়ান ও এক সৌদি নাগরিককেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদিকে, পৃথক আরেকটি অভিযানে ৭৫ হাজার ৬০০ এমফিটামিনেস ট্যাবলেটসহ এক প্রবাসী ও এক সৌদি নাগরিককে মদিনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে মাদক পাচার ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।

post
সংবাদ

সৌদি আরবে আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদের মুসাসানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে তিনজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।তারা উপজেলার তেজনন্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ফারুক হোসেন, শিকারপুর গ্রামের সাহাদ আলীর ছেলে এনামুল হোসেন ও দিঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে শুকবর রহমান। বুধবার সৌদির স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ওই তিনজনের মৃত্যুর খবর পান স্বজনরা।

post
সংবাদ

রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে। জানা যায়, ১৩ মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান মোস্তাফিজুর। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

post
সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।দেশটির স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মনছুর নামে একজন। তিনি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের নুর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক। আহত মনছুরও একই এলাকার বাসিন্দা। স্থানীয় প্রবাসীরা জানান, হতাহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনছুরের গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

post
অনুষ্ঠান

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে নানা আয়োজনের মধ্যে দিয়ে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার গ্রাজুয়েশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।ইংরেজি শাখা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুল শিক্ষক ইকবাল শেখ ও নিশা থমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সৌদিআরবের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন, সাদাইয়া’র প্রধান বিজ্ঞানী ড. মোহাম্মদ এহসান হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ড. আবদুল্লাহ আল ওয়াদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও গ্রাজুয়েশন শিক্ষার্থীদের অভিবাবকসহ দূতাবাসের কর্মকর্তারা। এসময় গ্রাজুয়েশন শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার আহবান জানান রাষ্ট্রদূত।

post
এনআরবি বিশ্ব

চলতি বছর ১ হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু

তীব্র তাপপ্রবাহে চলতি বছর কমপক্ষে এক হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।সৌদির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে,যারা মারা গেছে তাদের তিন-চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না। সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি। তীব্র গরমে অনেকেই তাঁবুতে আশ্রয় নিতে পারেননি এবং সরাসরি সূর্যের আলোর নিচেই অবস্থান করতে হয়েছে এবং দীর্ঘ সময় হাঁটতে হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক বা অনেকদিন ধরেই অসুস্থ এমন লোকজনও ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, তীব্র তাপপ্রবাহ যে কতটা বিপজ্জনক এবং কীভাবে হজযাত্রীরা নিরাপদ থাকতে পারেন সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। ফাহাদ আল-জালাজেল আরও বলেন, বিভিন্ন হাসপাতালে প্রায় পাঁচ লাখ হজযাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি হজযাত্রী অনোনুমোদিত। কেউ কেউ এখনও প্রচণ্ড তাপ প্রবাহের কারণে ক্লান্তি নিয়ে হাসপাতালেই অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

ওমরাকারীদের জন্য ই-ভিসা চালু

পবিত্র ওমরা পালন ব্যবস্থা সহজ করতে ওমরাকারীদের জন্য এবার ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, ওমরার ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এ ছাড়াও এ ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না। নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন ১ মহররম তথা ১৯ জুলাই থেকে ওমরা পালন করতে পারবেন আগ্রহীরা। এর আগে ভিসা ছাড়াই ২৭ দেশের নাগরিকদের জন্য ওমরা পালনে সুযোগের কথা জানিয়েছিল সৌদি আরব।

post
অনুষ্ঠান

সৌদিতে কুলাউরা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সৌদি আরব রিয়াদে সিলেটের মৌলভিবাজার জেলার কুলউরা উপজেলা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশীদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আলী আনফর,ফারুক রশীদ চৌধুরী হেলাল আহমদ,উজ্বল আহমদ,এস,এ,সালাউদ্দিন,কাওসার খান,শেখ রিপন আহমদ ও প্রধান সমন্বয়ক মাতাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, সাংবাদিক সেলিম উদ্দিন দিদার ও একে আজাদ লিটনসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

জর্ডান-ইরানের অন্তত ১৯ হজযাত্রী নিহত

সৌদি আরবে মক্কায় পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ।এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন,‌‌এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি পাঁচ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। এদিকে, সৌদি আরব সরকার হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.