post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগে পিঠা মেলা

যুক্তরাজ্যে এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নর্থ লন্ডনের এনফিল্ডের দি ইউনাইটেড রিফম চার্চ হলে এ আয়োজন করা হয়। সাংস্কৃতিক সম্পাদক সুমনা চৌধুরীর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার চৌধুরী আনোয়ার এমবিই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনফিল্ড কাউন্সিলের নবনির্বাচিত মেয়র কাউন্সিলার মোহামদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর নরশিদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আকতার হোসেন এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী খোকন। সংগঠনের সহসভাপতি সালমা চৌধুরী এবং সাধারণ সম্পাদক রেহনাজ নূরের তত্বাবধানে আয়োজিত মেলায় আরো উপস্থিত ছিলেন, মোর্শেদা বেগম, আব্দুল ওয়াদুদ মাসুদ, হামিদুল্লাহ সুমন, ফেরদৌস চৌধুরী, মিজানুর রহমান, রফিকুল আলম এবং আবু মাজাহার। মেলায় বিভিন্ন স্টলে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠা,মজারদর খাবার, পোষাক ও জুয়েলারী।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি সুপার মার্কেট উদ্বোধন

কাতারের বন্দরনগরী আল-ওয়াকরা এলাকায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান মুনতাকিম সুপার মার্কেট। শুক্রবার ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, কাতারি স্পনসর পারেজ ফরিদ আল ইউসুফ। এসময় সাথে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চট্টগ্রামের সন্দিপ উপজেলার কাতার প্রবাসী শফিকুল ইসলাম মামুন ও নাজমুল হোসেন মুরাদ। অনুষ্ঠনে আমন্ত্রিত অতিথি ছিলেন, কাতারস্থ সন্দীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলাল, ব্যবসায়ী মো: জামসেদ, প্রবাসী মোঃ হাসান, রাশেদ বিন আবদুল বাতেন,মাইনুদ্দিন ও পারভেজ হোসাইন। এসময় উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠানটি থেকে প্রবাসীরা কম দামে মানসম্মত গ্রোসারি পণ্য সরবরাহ করতে পারবেন। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইরফান।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কৌশলগত অংশীদার ছিল দেশটির বাংলাদেশ হাইকমিশন। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি স্টল নেয়া হয়। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতার জীবনীর ওপর লেখা বই প্রদর্শিত হয়। এছাড়াও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করে হাইকমিশন।প্রতিযোগীতায় দেশটির বিভিন্ন স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানতে পারে।

post
অনুষ্ঠান

১ জুন টরন্টো বাংলা বইমেলা

কানাডায় ১৮তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১ ও ২ জুন। দুইদিন ব্যাপী এ মেলায় উপস্থিত থাকবেন, বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা, বাংলাদেশ থেকে লেখক-প্রকাশক, কবি-সাহিত্যক , সংগীত শিল্পী ও আবৃত্তিকার কর্মীরাও। সম্প্রতি টরন্টোর ধানসিঁড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বইমেলার প্রচার ও মিডিয়া সমন্বয়কারী কাজী বাসিত, আহ্বায়ক শেখ সাদী আহমেদ, আসমা আহমেদ, জসিম মল্লিক, সাঈদা বারী ও জামানা হাসিনাসহ অনেকে। এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আয়োজকেরা জানান, এবারের বইমেলা হয়ে উঠবে প্রবাসীদের মিলন মেলা।

post
অনুষ্ঠান

ইতালিতে পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান

ইতালির তরিনো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বৈশাখী অনুষ্ঠান। বাঙ্গালীদের প্রাণের এ উৎসবে অংশ নেন দেশটির প্রায় হাজারের বেশি প্রবাসী। বৈশাখী সাজে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী ও মহিলা সমিতি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিটি স্টলে নিজ নিজ অঞ্চলের বাহারি স্বাদের বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে পসরা সাজিয়ে বসেন প্রবাসী নারীরা। প্রবাসের মাটিতে এমন আয়োজন নজর কেড়েছে বিদেশিদেরও। শুরুতে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পিঠা উৎসবের আহ্বায়ক লুৎফুর সরকার। এসময় দেশটির বাংলাদেশী বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আয়োজকেরা বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন এবং অংশ গ্রহণকারী সকলকে পুরস্কার তুলে দেন।

post
অনুষ্ঠান

সৌদিতে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টার ও আমিয়াল গ্রুপের যৌথ উদ্যোগে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম দ্বীরা ইসলামী সেন্টারের হল রুমে এ আয়োজন করা হয়। শায়খ আব্দুর রব আফফানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে শায়খ মুহাম্মাদ আব্দুল ওয়াস। এতে প্রধান অতিথি ছিলেন বিচারক মন্ডলীর সভাপতি, ইনভেষ্টর ইঞ্জিনিয়ার ইয়াসীন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শায়খ মুহাম্মাদ আব্দুল হাই ,শায়খ মুহাম্মাদ বাইয়াজিদ,ইঞ্জিনিয়ার রিফাত আহমাদ, ইকবাল হোসেন ও আব্দুল রহমানসহ অনেকে। এসময় বক্তারা বলেন, দেশটির বাংলাদেশি প্রবাসীদের জন্য ইসলামের আলোচনা নিয়ে, তিন মাস পর পর ইসলামী জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হবে, এবং প্রশ্ন উত্তরের জন্য রাখা হবে বিভ্ন্নি পুরস্কার।

post
অনুষ্ঠান

কাতারে তারিক বাবুকে বাংলাদেশীদের সংবর্ধনা

এনআরবি গ্লোবালের ফাউন্ডিং প্রেসিডেন্ট তারিক বাবুকে, দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে , কাতার প্রবাসী বাংলাদেশীরা। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল থেকে সংক্ষিপ্ত সফরের দোহা এসে পৌঁছালে,শুভেচ্ছা জানানো হয়। কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, কাতার যুবলীগের সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি আকবর হোসেন বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব। তারিক বাবুর কাতার সফরকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

post
অনুষ্ঠান

ছবুরা ফাউন্ডেশন রিয়াদ শাখার অভিষেক

সৌদি আরবে ছবুরা ফাউন্ডেশন রিয়াদ শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি সুজন সর্দারের সভাপতিত্বে হোটেল ডিমুরায় এ আয়োজন করা হয়। আবদুল হালিম মাদবর ও রাজন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শরিয়তপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম ঢালি। বিশেষ অতিথি ছিলেন,আবদুল রাজ্জাক তালুকদার, আবদুল মান্নান মাদবর, মোহাম্মদ মমিন শিউলী,এস এম আবুল কালাম, আমজাদ মুন্সী, ইউনুস সর্দার ও তোফাজ্জল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ছবুরা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তারা জানান,মানবিক সেবার লক্ষ্যে রিয়াদে ছবুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ ও প্রবাসের অসহায় মানুষের সাহায্যের লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

post
অনুষ্ঠান

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনেরা জানান,প্রতিদিনের মতো মেহেদী হাসান রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী। মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম চলছে। মেহেদী হাসানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানালো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনস্থল পরিণত হয় একটুকরো বাংলাদেশে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়সহ বিদেশিরাও। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো.ফরিদউদ্দীন গাজির নেতৃত্বে শুরুতেই অতিথিদের বরণ করে নেয়া হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান কাকন ও সভাপতি মানসুর আল বাশার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো:শামিম আহসান। প্রধান বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক, দাতুশ্রী মো:ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন,বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মোর্শেদ আলম ও প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে বাউল শিল্পি শফি মন্ডলের পরিবেশনা। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু,কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরিতার গাওয়া গানও বাংলাদেশীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে ছিলো দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী,পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানেরা ব্যস্ত সময় পার করেন আলপনা এঁকে। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। শেষে কুপন বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.