যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগে পিঠা মেলা
যুক্তরাজ্যে এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নর্থ লন্ডনের এনফিল্ডের দি ইউনাইটেড রিফম চার্চ হলে এ আয়োজন করা হয়। সাংস্কৃতিক সম্পাদক সুমনা চৌধুরীর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ার চৌধুরী আনোয়ার এমবিই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনফিল্ড কাউন্সিলের নবনির্বাচিত মেয়র কাউন্সিলার মোহামদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর নরশিদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আকতার হোসেন এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী খোকন। সংগঠনের সহসভাপতি সালমা চৌধুরী এবং সাধারণ সম্পাদক রেহনাজ নূরের তত্বাবধানে আয়োজিত মেলায় আরো উপস্থিত ছিলেন, মোর্শেদা বেগম, আব্দুল ওয়াদুদ মাসুদ, হামিদুল্লাহ সুমন, ফেরদৌস চৌধুরী, মিজানুর রহমান, রফিকুল আলম এবং আবু মাজাহার। মেলায় বিভিন্ন স্টলে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠা,মজারদর খাবার, পোষাক ও জুয়েলারী।
