post
অনুষ্ঠান

ইতালিতে প্রবাসীদের ঘুড়ি উৎসব

ইতালির বলোনিয়ায় প্রবাসীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ফেইজ ফ্যাশন উইক বলোনিয়ার কর্ণধার মুনিরা শেখ ও বাতেন দেওয়ান এর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে বলোনিয়া প্রবাসীদের উপস্থিতিতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী নানান আয়োজনে ঘুড়ি উৎসব ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মহিলাদের মিউজিক্যাল গেইম এবং আকর্ষণীয় জামাই বৌয়ের কপালে টিপ্ প্রতিযোগিতা ছিল অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপ পার্লামেন্ট সংসদ প্রার্থী মারিয়া। এছাড়াও বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিগনও উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্টয়েট ড্যাভিসন পাবলিক ইলিমেন্টারি মিডল স্কুলে জিপিএ-ফোর পেয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আওতায় ছিল থ্রি গ্রেট থেকে শুরু করে এইট গ্রেটের শিক্ষার্থীরা। তারা বাৎসরিক পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ প্লাস পেয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে স্কুল অডিটরিয়ামে জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্যারেন্টস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। মেধা ও অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সনদপত্র, অ্যাওয়ার্ড ও মেডেল তুলে দেওয়া হয়। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় শিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল হককে সম্মাননা দেওয়া হয় একই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

রিয়াদের হাইয়েল উজারায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান কাচ্চি কিং

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাইয়েল উজারায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান কাচ্চি কিং। বাংলাদেশী মালিকানাধিন বাংলাদেশি মোহাম্মদ তৌকির আহমেদ, সৌদি নাগরিক ও প্রবাসী ব্যাবসায়ীদেরকে নিয়ে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ফিতা কেটে উদ্ধোধন করেন। এসময় প্রবাসী বাংলাদেশীসহ বাংলাদেশ দূতাবাসের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

ইতালিতে ‘এসি-ভেনিস বাংলা ক্লাব’র ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন

ইতালিতে ‘এসি-ভেনিস বাংলা ক্লাব’র ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্ট হল রুমে এ আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোয়ার ক্লাক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আজাদ খাঁন ও সুমন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন, ভেনিস পৌরসভার সাবেক মেয়র উগো বার্গামো। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অনারারি কনসাল ফ্যাব্রিজিও ইপোলিটো ও ইউরোপীয় সংসদের পদপ্রার্থী গ্যাব্রিয়েলা কিয়েলিনো। এছাড়াও উপস্থিত ছিলেন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল,সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম,ভেনিস বিএনপি সাধারণ সম্পাদক আরফান মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী নেমাল চৌধুরী,জাতীয় ক্রিড়া সংস্থা ভেনিস শাখার সভাপতি সোলাইমান হোসাইন,আজাদ খান ও সুমন সরকারসহ অনেকে।

post
অনুষ্ঠান

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে আবহা খামিছ মোশাইত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। দেশটির খামিজ মোশাইতের স্হানীয় একটি হলরুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভির আবহা প্রতিনিধি সাংবাদিক এম ইব্রাহীম খলিল। রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যাবসায়ী বাহাদুর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সেক্রেটারি সোহরাব হোসেন, সেলিম উদ্দিন ও একে আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, এম এ নোমান, ইয়াছিন মাহমুদ, এস এইচ হেমায়েত, আরিফুর রহমান ও ফরিদ আহমেদ।

post
অনুষ্ঠান

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদকের বিদায়ী সংবর্ধনা

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, মুরাদুল হক চৌধুরী, রাশেদ পাঠান, আমিন খান, মানিক মোল্লা, ফয়েজ মৃধা ও কেরামত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরাফত মীনা, নুহু মোল্লা, রাজ্জাক, জুয়েল সরদার, জসিম, শওকত কাজী,মোঃ শহিদ ও মাসুদসহ অনেকে। এসময় বক্তার বলেন, প্রবাসে থেকেও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের সংস্কৃতি চর্চার পাশাপাশি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রবাসীদের স্বার্থেও কাজ করেছেন ।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা

যুক্তরাজ্যে মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডসের উদ্যোগে প্রথম বারের মতো গুণীজন ও মুক্তিযোদ্ধাদের মরনোত্তর সম্মাননা দেয়া হয়েছে। সংগঠনের আহবায়ক হিফজুর রহমান খানের সভাপতিত্বে বার্মিংহামের একটি হলে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন শহরে বসবাস করা সিলেটের মাথিউরা ইউনিয়নবাসী ও কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন lতোফায়েল আহমেদ ও জাহিদ হোসেন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানlএছাড়াও, বিশেষ অতিথি ছিলেন, হাজী আজির উদ্দিন,আফাজ উদ্দিন,সিআইপি আব্দুল করিম নাজিম,মোঃ শাহাব উদ্দিন,কবির উদ্দিন,কাউন্সিলর আব্দুল জব্বার,কাউন্সিলর মোহাম্মদ জালাল ও ফয়জুর রহমান চৌধুরী এমবিইসহ অনেকেl এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৭ বীর মুক্তিযোদ্ধাকে মরনোত্তর সম্মাননাসহ মাথিউড়া ইউনিয়নে জন্ম নেওয়া ৭২ গুনী ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

post
অনুষ্ঠান

কাতানিয়ায় বাংলাদেশী দোকান উদ্বোধন

ইতালির কাতানিয়ায় প্রবাসী বাংলাদেশীর আলেমেন্টারি দোকান উদ্বোধন করা হয়েছে। মুসলিমদের নিত্যপ্রয়োজনীয় হালাল পণ্যের সেবা দেওয়ার লক্ষ্যে দোকানটি চালু করেছেন প্রবাসী মোঃ সবুজ। ‘মুসলিম হালাল সপ’ নামের এ প্রতিষ্ঠানটিতে রয়েছে, মাছ,মাংশ ও সবজিসহ সকল নিত্যপণ্য। দোকানটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীর প্রবাসী বাংলাদেশীরা।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের বার্ষিকী

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এ আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি ফয়সাল শেখ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-মালেয়শিয়া চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন, মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর ড. আব্দুল আজিজ, এস এম সাফায়েত হোসেন ও জাহাঙ্গীর আলম হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারেকুর রহমান, ইসমাইল হোসেন ,মোকাম্মেল হোসেন ,এইচ এম হাসান,শিমুল শেখ ও সজিব হাসান অপুসহ অনেকে। এসময় বক্তারা, বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখা প্রায় দেড় কোটি প্রবাসীর অধিকার প্রতিষ্ঠায় ১০ দফা দাবি তুলে ধরেন।

post
অনুষ্ঠান

লেবাননে মোকাল্লেস মানবিক সংগঠনের আত্মপ্রকাশ

লেবাননে মানব সেবার প্রত্যয় নিয়ে প্রবাসীদের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে মোকাল্লেস মানবিক ও সামাজিক সংগঠন। এ উপলক্ষে মোকাল্লেস এলাকায় সংগঠনটির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ নিলয়। সভার শুরুতেই সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপদেষ্টা মিন্টু মাল। সভায় আরও বক্তব্য রাখেন, নূরে আলম সিদ্দিকী, মাহবুব আলী, সোহেল মিয়া, কবির হোসেন, মীর ইসমাইল ও রাজীব মিয়াসহ অনেকে। এসময় বক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনের তাগিদে এই সংগঠনের আত্মপ্রকাশ। অসহায় বাংলাদেশিদের যেকোন সমস্যায় পাশে থাকবে সংগঠনটি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.