post
অভিবাসন

কাতারের বাংলাদেশ কলেজের অভিভাবক কমিটি গঠন

কাতারের বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন ‘গার্ডিয়ানস’।ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মারশিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমান গভর্নিং বডির দুই সদস্য সোহেল রানা ও ইন্জিনিয়ার জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালেক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও একেএম আমিনুল হক কাজল।

post
সংবাদ

বাহরাইন প্রবাসী আল আমিন মারা গেছেন

বাহরাইন প্রবাসী আল আমিন মোহাম্মদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দেশে এসে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি ছিলেন আমিন মোহাম্মদ। দীর্ঘ ১৬ বছর তিনি বাহরাইনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহরাইনের বাংলাদেশি কমিউনিটি। নিহত আমিনের বাড়ি খাগড়াছড়ি সদরের কলাবাগানে।

post
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান।এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন,গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী,লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে।

post
সংবাদ

আমিরাতে অবৈধ প্রবাসীদের দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। এতে, যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে,তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের ইতিমধ্যে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। আমিরাতে অভিবাসীর দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন, যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশি।

post
আন্তর্জাতিক

হানিয়ার হত্যাকান্ডের প্রতিশোধ নিতে মিত্রদের বৈঠক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকান্ডের প্রতিশোধ নিতে- লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠকে বসছে ইরান। বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন এক কমান্ডার নিহত হন। এ দুটি হত্যাকান্ডের পর ইসরায়েল, ইরান ও তাদের ছায়া গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলছে, ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরাকি প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা তেহরানে বৈঠকে অংশ নেবেন।

post
সংবাদ

সৌদি আরবে প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে প্রাইভেটকার চাপায় মো. মিস্টার আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।দেশটির আলতাসিম শহরে সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায় আলী। সেখানে সে আলতাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে সৌদি পুলিশ লাশ উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

post
এনআরবি সাফল্য

আমিরাতে ব্যবসায় সফল চট্টগ্রামের ইমরান

সংযুক্ত আরব আমিরাতে কমিউনিটির মধ্যে কনস্ট্রাকশন ব্যবসায় মাইলফলক স্থাপন করেছেন বাংলাদেশি ব্যবসায়ী আবু জাহেদ ইমরান সিআইপি। ইতোমধ্যে সকল প্রকার বিল্ডিং তৈরির কাজে অভিজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শরফ ভাটা ইউনিয়ন এর'আহমদ সাফুর ছেলে ‘আবু জাহেদ ইমরান সিআইপি'। ২০০৭ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এক বছর চাকুরির পর ২০০৮ সালে তৈরি করেন "গ্রেট ইফোর্ট জেনারেল কন্সট্রাকশন এল এল সি। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে তৈরি করেছেন গার্মেন্টস, টেক্সটাইল, এবং রিয়েল এস্টেট ব্যবসাসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার আটটি প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের সাড়ে তিনশ কর্মী কাজ করছেন। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে ২০২২ অর্থবছরে অর্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সিআইপি অ্যাওয়ার্ড। পাশাপাশি আমিরাত সরকার কর্তৃক অর্জন করেছেন দশ বছরের গোল্ডেন ভিসা। আমিরাতে বাংলাদেশীদের ভিসা সমস্যা সমাধান হলে আরো কিছু কোম্পানি প্রতিষ্ঠা করবেন বলে জানান এই রেমিটেন্স যোদ্ধা।

post
আন্তর্জাতিক

হামাসের শীর্ষ নেতা হত্যা:যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার ঘটনা,মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে। হামাসের সশস্ত্র শাখা এরই মধ্যে এ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। হামাসের মিত্র ইরানও বলছে, তারা হানিয়ার রক্তের বদলা নেবে। ইসরায়েল বিদেশে তাদের চালানো কোনও অভিযানের বিষয়ে সাধারণত মন্তব্য করে না। এবারও হানিয়া হত্যা নিয়ে ইসরায়েল কোনও মন্তব্য করেনি। হত্যার দায়ও স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী কেবল বলেছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করে দেখছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য নতুন কোনও নির্দেশনাও তারা জারি করেনি। কিন্তু হানিয়া হত্যায় সবার নজরই এখন ইসরায়েলের ওপর,যে দেশটি হামাসের সব নেতাকে খুঁজে খুঁজে বের করে সাজা দেওয়ার অঙ্গীকার করেছে। তাছাড়া,ইরানে এর আগে ইসরায়েলের হামলা চালানোর নজিরও আছে।

post
আন্তর্জাতিক

কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত

কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও ১৪ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অনুসারে, নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদন গ্রহণ শুরু করার জন্য আবাসিক বিষয়ক বিভাগকে জানানো হয়েছে। পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কম পক্ষে ৮০০ কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই ৮০০ কুয়েতি দিনার দেখাতে হবে।

post
অনুষ্ঠান

লেবাননে আনন্দ ভ্রমনে বাংলাদেশিদের মিলন-মেলা

প্রবাস জীবন মানেই কর্মব্যস্ততা, সংসারের দায়ভারসহ নানাবিধ অস্থিরতা। আর এই অস্থিরতা দূর করতেই আনন্দ ভ্রমন করেছে, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা।একতা বন্ধন সহায়তা সংগঠনের উদ্যোগে পর্যটন নগরী হেরমেল-এ এই আয়োজন করা হয়। দেড়শতাধিক বাংলাদেশির অংশগ্রহনে আনন্দভ্রমন রুপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। আয়োজকেরা জানান, অর্থনৈতিক মন্দায় হাঁফিয়ে উঠা প্রবাসীদের আনন্দ দিতেই এ আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করেন, ওমর ফারুক মোল্লা, জাকির হোসেন রতন, রিপন চৌধুরী, সাদ্দাম হোসেন ও রাশেদুল ইসলামসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.