post
বিনোদন

‘আমি চঞ্চল চৌধুরী বলছি’

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যায়। এ পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের অনেক তারকা বৈষ্যমবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ও সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে সরব হয়েছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় একটি গণমাধ্যম এ অভিনেতার বক্তব্য প্রকাশ করেছে। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন চঞ্চল। শুক্রবার (৯ আগস্ট) চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে ‘আমি চঞ্চল চৌধুরী বলছি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি।’ চঞ্চল চৌধুরীর মা শারীরিকভাবে অসুস্থ। তা জানিয়ে এ অভিনেতা লেখেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

post
বিনোদন

তুফান নিয়ে সতর্ক করলেন শাকিব

বছর ঘুরে আবারও চলে আসলো কোরবানির ঈদ। আর এই উৎসবকে ঘিরেই ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচ-পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্ক বার্তা দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি। সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন ’তুফান’ এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি ’তুফান’ পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

post
বিনোদন

যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

টানা তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজলরেখা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রশংসা করছেন দর্শক ও সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটি। নতুন খবর হল- কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গতকাল থেকে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। মে মাসে কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর।’গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, ‘কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।’ ‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।

post
বিনোদন

জায়েদ খানের মোবাইল সুইমিংপুলে ফেলে দিলেন সাকিব!

আলোচিত অভিনেতা জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন ক্রিকেট সাকিব আল হাসান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র ৫ সেকেন্ডের এই ভিডিওটির পারিপার্শ্বিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি শ্যুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে। তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরণের শ্যুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি। ভিডিওটিতে দেখে যতোটা বোঝা যাচ্ছে, সাকিব আল হাসান ও জায়েদ খানের কোনো একটা আলাপের এক পর্যায়ে সাকিব আল হাসান তার হাতে থাকা একটি মোবাইল ফোন সুইমিংপুলে তাচ্ছিল্যের সঙ্গে ফেলে দেন। মাত্রতিরিক্ত বিরক্তর কারণে সাকিব কাজটি করে থাকতে পারেন বলে শারীরিক অভিব্যক্তি বলে দিচ্ছে।প্রায় সঙ্গে সঙ্গে জায়েদ খানের পুলে ঝাপ দেওয়ার একটি প্রতিক্রিয়াও সেখানে দেখা গেছে। তার প্রতিক্রিয়ায় দেখে যতোটা বোঝা গেছে, পানিতে ফেলে দেওয়া মোবাইল ফোনটি জায়েদ খানের হয়ে থাকতে পারে। ভিডিওটিতে কারো মুখের কোনো ভাষা নেই। মোবাইল ফোনটি পানিতে পড়ার শব্দ ছাড়া অন্য কোনো শব্দও নেই এতে। এই ভিডিও’র মাধ্যমে আলোচিত-সমালোচিত চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথমবারের মতো এক ফ্রেমে পাওয়া গেছে। খেলার বাইরেও সাকিব আল হাসান সংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জায়েদ খান বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। পরে সমিতি থেকে বহিস্কৃত হন তিনি। এই দুই তারকা নিজ নিজ ক্ষেত্রে আলোচিত ও নানান কারণে সমালোচিত। ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

post
বাংলাদেশ

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা: ওবায়দুল কাদের

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। তারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশ বিরোধী এসব অপশক্তিকে শক্তিকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। সকালে বাংলা নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে, সকালে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বলেন,বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বৈশাখকে মর্যাদা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈশাখের চেতনাবিরোধী কারা,তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না। তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান। এ সময় অপরাজনীতি, অপসংস্কৃতি পরিহার করে, শিশুদের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে, সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে,বাংলা নববর্ষ ১৪৩১-কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

post
বিনোদন

কোক স্টুডিও জয়া আহসান

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হচ্ছে আজ ১৩ এপ্রিল থেকে। গত দুই সিজনের সাফল্যের পথ ধরে সারা বাংলাদেশ ও পৃথিবী থেকে ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে নতুন এই সিজনের যাত্রা শুরু হচ্ছে। তৃতীয় সিজনে থাকবে বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশিত নানা ধরনের মোট ১১টি গান। প্রথম দুই সিজনের মতোই এই সিজনেও মিউজিক কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। সংগীত প্রযোজক হিসেবে তার সঙ্গে আরো থাকবেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ এবং অন্যরা। তবে এবারের সিজনে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেত্রী জয়া আহসান! ঈদের দিন (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রমোতে একঝলক দেখা গেছে দুই বাংলার অভিনয়ের দেবীকে। যেখানে তিনি ‘গান গাই আমার মন রে বোঝাই’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন, তা-ও আবার কোক স্টুডিওর সুসজ্জিত সেটে। তবে কোক স্টুডিওতে জয়ার ভূমিকা কী, সে বিষয়টি এখনই অজানাই রয়ে গেছে।

post
বিনোদন

চুরির অভিযোগে কী বললো ময়দান

বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ‘ময়দান’। এ দিকে তার আগেই নির্মাতাদের পাঠানো হয়েছে আইনি নোটিস। গল্প ‘চুরি’ করা হয়েছে, দাবি জানিয়ে কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার নির্মাতাদের বিরুদ্ধে মহীশূরের একটি জেলা আদালতের দারস্থ হয়েছিলেন। আদালত ছবিমুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। এ বার এ প্রসঙ্গে ‘ময়দান’ ছবির নির্মাতারা বিবৃতি প্রকাশ করলেন।ময়দান’ ছবির অন্যতম প্রযোজক বনি কপূর। তার প্রযোজনা সংস্থা ‘বেভিউ প্রজেক্ট এলএলপি’র তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা দাবি করেছেন যে, তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। লেখা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে। আমাদের কথা শোনা হয়নি। এরই সঙ্গে নির্মাতারা দাবি করেছেন, যে তাদের না জানিয়েই এই রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ছবিমুক্তির পর এ রকম কোনও রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। একই সঙ্গে তারা জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা এ বার কর্নাটক হাই কোর্টে মামলা করতে চলেছেন। একই সঙ্গে ‘ময়দান’-এর মুক্তি যে কোনওভাবেই আটকাচ্ছে না, সে কথাও ওই বিবৃতিতে স্পষ্ট করেছেন নির্মাতারা।

post
বিনোদন

সিলমোহর দিলেন জাহ্নবী কাপুর

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর প্রতিষ্ঠিত প্রযোজক। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন ‘ময়দান’ সিনেমা। আর বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকাকন্যা।মঙ্গলবার ‘ময়দান’-এর বিশেষ স্কিনিং ছিল মুম্বাইয়ে। বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন মেয়ে জাহ্নবী কাপুরও। সেখানে ‘শিখু’ লেখা একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। যা দেখেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন জাহ্নবী। কফি উইথ করণে মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন। নেকপিস নিয়ে প্রকাশ্যে এসে রীতিমতো নিজের প্রেমকেই স্বীকৃতি দিলেন এই তারকাকন্যা। এদিন জাহ্নবী পরেছেন সাদা ব্লেজারের সঙ্গে ম্যাচিং প্যান্ট। পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখ পোজও দিয়েছেন।

post
বিনোদন

ইলিয়াস কোবরার সাথে মক্কা প্রবাসীর মতবিনিময়

সৌদি আরব সফররত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরার সাথে মতবিনিময় করেছে মক্কা প্রবাসী কমিউনিটি।প্রবাসী সাংবাদিক এস এইচ হেমায়েতের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মক্কা প্রবাসী ব্যবসায়ী শেখ রনি। এতে প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জয়নাল আবেদীন, মোঃ শফিক ইসলাম, মোবারক মহিউদ্দিন, মিজান ও রফিক। সভায় প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে ইলিয়াস কোবরা বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায়, তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এছাড়া পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজের সুন্দর জীবন গড়তে প্রবাস স্কিমে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি।

post
বিনোদন

ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতল ঢাকার ৩ তারকা

মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল। গতকাল শুক্রবার কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু। এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.