post
অনুষ্ঠান

ইতালিতে চালু হলো বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা

ইতালির সিসিলিতে দেশীয় খাবারের পাশাপাশি মুখরোচক খাবারের পরিবেশনা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ফুড এন্ড রেস্তোরা।সিসিলির কাতানিয়ায় শুক্রবার সন্ধায় কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে রেস্তোরার কার্যক্রম শুরু হয়। দেশীয় খাবারের পাশাপাশি থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখোরোচক খাবার। ভর্তা, ভাত, মাছ, মাংশ, বিরিয়ানী, বোরহানী ছাড়াও নারীদের পছন্দের ফুছকা, চটপটি, হালিমসহ বাহারী খাবার। রেস্তোরার খাবারের গুনগত মান ভালো হলে ক্রেতাদের ভীড় বাড়বে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।

post
অনুষ্ঠান

‘ইমার্সন অব লাইফ’ ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ী এবং সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ফখরুল ইসলামের তোলা বিভিন্ন ছবি নিয়ে, ইমার্সন অব লাইফ শিরোনামের একটি ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।লন্ডন বাংলা প্রেসক্লাব হলে চ্যানেল এসের হেড অব নিউজ কামাল মেহেদীর সঞ্চালনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকচিত্রি শিমু রহমান। সিলেট ফটো গ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও টাওয়ার হ্যামলেটসের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসিএ এর প্রেসিডেন্ট তফাজ্জল মিয়া, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন, আলোকচিত্রি কাওসার আহমেদ, সিনিয়র কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের ও আলোকচিত্রি আহমেদ জাকু। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কাওসার আহমেদ, বাবলা চৌধুরী, শিমু রহমান, আহমেদ জাকু, মোহাম্মদ রিমন এবং মোহাম্মদ এখলাস উদ্দিন।

post
অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠান দরবার বাকালা’র উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে দেশীয় শাক-সবজি,মাছ-মাংস ও খাদ্য পণ্যের বিপুল সমাহার নিয়ে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘দরবার বাকালা’র।আবুধাবীর ইলেক্ট্রা স্ট্রীটের আল মোল্লা বিল্ডিং এর পাশে এ দোকানটি চালু করা হয়। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন দেশটিতে সফররত চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির দুই কর্ণধর মোহাম্মদ শফি ও আমানউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন,ব্যবসায়ী আলহাজ্ব ওসমান গণি আলমগীর,মোহাম্মদ মউন উদ্দিন,সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,জোবায়েদুল করিম,মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী,মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী,মাওলানা মোহাম্মদ নজরুল ও মোহাম্মদ নবীসহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশী শ্রমিক ভিসা চালুর আহবান জানান অতিথিরা।

post
অনুষ্ঠান

ফোবানার ৩৮তম সম্মেলনে টাইটেল স্পন্সরের চুক্তি স্বাক্ষর

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্রেফ একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্রের বুকের বাংলাদেশিদের মূলধারায় এগিয়ে যাওয়ার জন্যই প্ল্যাটফর্ম কাজ করবে। গোটা কমিউনিটিকে সাথে নিয়ে এবং কমিউনিটির পাশে থেকেই ধীরে ধীরে বড় হয়ে উঠবে ডব্লিউইউএসটি।যুক্তরাষ্ট্র তথা গোটা উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশিজ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা-ফোবানার সঙ্গে ডব্লিউইউএসটির একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফোবানার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর টাইটেল স্পন্সর হিসেবে ডব্লিউইউএসটির নাম ঘোষণা করে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং ফোবানার পক্ষে এর নির্বাহী কমিটির চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রে স্বনামধন্য আইনজীবি অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর এই চুক্তিতে স্বাক্ষর করেন। অ্যাটর্নি আলমগীর এসময় তার বক্তৃতায় বলেন, তিনি মনে করেন, সংগঠনের ৩৮তম বার্ষিক সম্মেলনে ডব্লিউইউএসটিকে পাশে পেয়ে তারা সম্মানিত হয়েছেন। তারা আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন। বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের জনহিতৈষণা ও কমিউনিটির প্রতি তার অঙ্গীকারের প্রতিফলনই এই স্পন্সরশিপ, উল্লেখ করেন ফোবানার নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কসহ বিভিন্ন বিভাগের উর্ধতনরা এসময় উপস্থিত ছিলেন। ড. হাসান বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ডাইভার্সিটিই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট। আর সকল কমিউনিটির সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ তার বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ট্রিপল মিশনের কথা উল্লেখ করে বলেন, আমরা শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করছি যাতে তারা বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ হয়ে বের হয়। এবং কাজ পায়। কেবল যুক্তরাষ্ট্রেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই শিক্ষার্থীরা একসময় তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। ইন্ডাস্ট্রির দক্ষ স্কলাররাই আমাদের শিক্ষক, তাদের হাত ধরেই তৈরি হচ্ছে ডব্লিউইউএসটির শিক্ষার্থীরা, যোগ করেন ড. হাসান কারাবার্ক। গত দুই বছরে আট শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে এমন পরিসংখ্যাণে সন্তোষ প্রকাশ করে ফোবানার নেতারা বলেন, এটি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বড় খবর। এই শিক্ষার্থীদেরই শুধু নয়, তাদের পরিবারগুলোর জন্য এই সুযোগ জীবন বদলে দেওয়ার মতো বিষয়, বলেন তারা। ফোবানার নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ফোবানার ৩৮তম আয়োজনের হোস্ট কমিটির আহ্বায়ক রোকসানা পারভীন, সদস্য সচিব আবু রুমি, সভাপতি নূরুল আমিন, প্রধান সমন্বয়ক অ্যান্থনি পিয়ুস গোমেজ ও উপদেষ্টা গোলাম মোস্তফা। চুক্তি স্বাক্ষর শেষে অতিথিরা ফটোসেশনে অংশ নেন। এবং পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

post
অনুষ্ঠান

লন্ডনে শিরোনাম ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে 'শিরোনাম' ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী। প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন যথাক্রমে প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান ,ডঃ এম এ আজিজ ,সাংবাদিক রহমত আলী ও নুরুল ইসলাম এমবিই। সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, নজরুল ইসলাম হাবিবী, আজিজুল আম্বিয়া, শিহাবুজ্জামান কামাল, বদরুজ্জামান বাবুল ও কবি আসমা মতিন।

post
অনুষ্ঠান

আবুধাবিতে চট্টগ্রামের সাংসদকে সংবর্ধনা

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনিকে সংবর্ধনা দিয়েছে আবুধাবির ফটিকছড়ি প্রবাসীরা।আমিরাতে সফরকালে আবুধাবীর ইলেক্ট্রারার ইব্রাহিম রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। আলহাজ্ব ওসমান গণি জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোহাম্মদ মউন উদ্দিন মঈন ও ছৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, খাদিজাতুল আনোয়ার সনির স্বামী আনোয়ার পারভেছ হীরা ও হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাসির মাহমুদ আজম, নাসির উদ্দীন তালুকদার, মোজাম্মেল হক মনির, জানে আলম জাহাঙ্গীর,রবিউল ইসলাম তালুকদার, আজিম উদ্দিন শিকদার, জাকির হোসেন জসীম, এসকান্দর শওকত, কাজী লোকমান, আবু তৈয়্যব ও নাসির মামুনসহ অনেকে।

post
অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে কিলকেনির দি ওয়াটারসেড’য়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, কাউন্টি কিলকেনির মেয়র এন্ড্রু ম্যাকগিনিস, অল বাংলাদেশি এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান। আবদুল মান্নান,কবির আহমেদ ও রবিউল আলমের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা আক্তার হোসেন। এসময় দুই বাংলাদেশি কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন ও আজাদ তালুকদার এবং ডেপুটি মেয়র কাজী ইমনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়াও অমর একুশে বইমেলায় প্রকাশিত ৬ লেখককে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন,ডা. জিন্নুরাইন জায়গীরদার,ড. ইসমেত জাকিয়া রহমান,সাজেদুল চৌধুরী রুবেল,সৈয়দ জুয়েল, কাজী মাহফুজ রানা ও ওমর এফ নিউটন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লার পাশাপাশি বিভিন্ন জেলার প্রায় ৫শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। প্রবাসীদের জন্যে এমন আয়োজন করায় খুশি অতিথিরা।

post
অনুষ্ঠান

আমিরাতে প্রবাসীদের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সাথে আজমানে মতবিনিময় করেছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরীর আজমানস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান আলহাজ্ব মাহতাবুর রহমান নাছির, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও আমিরাতের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ কাছা উদ্দিন,আমিরুল ইসলাম চৌধুরী এনাম, ইঞ্জিনিয়ার তৈয়ব আলি তালুকদার, জি এম জায়গীরদার, সালেহ আহমেদ তালুকদার, জুবায়ের আহমেদ, সুলতান আহমেদ ও স্বপন কুমার পালসহ অনেকে।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্যে বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্যে বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।দেশটির স্কানথর্প শহরে এ আয়োজন করা হয়। দেশীয় ঐতিহ্যবাহী খেলাধূলা ও মুখরোচক খাবারের আয়োজন নিয়ে দিনব্যাপী এই ফেস্টিভ্যাল রূপ নিয়েছিলো একটুকরো বাংলাদেশে। স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ারের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। শহরের শেফিল্ড পার্কে নারীপুরুষ শিশু কিশোরদের উৎসবমুখর পরিবেশে দেশের জাতীয় খেলা হাডুডু এবং ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙ্গা, বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ার, চকলেট দৌড়সহ ছিলো নানা আয়োজন। মেলায় অংশগ্রহণ করে স্থানীয় কাউন্সিল লিডার ও কমিউনিটির সদস্যরা।

post
অনুষ্ঠান

সিলেটের উন্নয়নে স্পেন প্রবাসীদের মতবিনিময়

নবগঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার উদ্যোগে বার্সেলোনায় বসবাসরত সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। এতে বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, নুরুল ওয়াহিদ, রফিক উদ্দিন, সেলিম আহমেদ লালন, আব্দুল আলিম, শিপলু আহমেদ নিয়াজি, লুৎফুর রহমান সুমন, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, ছালাহ উদ্দিন, ইকবাল বকসি, আলকাস উদ্দিন, ময়েজ উদ্দিন, আবির আহমেদ, আলকাস উদ্দিন ও রেদোয়ান আহমেদসহ অনেকে। এসময় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিলেট বিভাগের প্রতিটি জেলার প্রবাসীদের সম্পৃক্ত করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীলের আশা ব্যক্ত করেন বক্তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.