post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে সংবর্ধনা

মালয়েশিয়া সফররত উত্তরা রিক্রিয়েশন ক্লাবের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমকে সংবর্ধনা দিয়েছে কেএল ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দ। কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘরে এ সংবর্ধনা দেওয়া হয়। দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখাওয়াত হক জোসেফ। এতে বিশেষ অতিথি ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, রাশেদ বাদল ও সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান লিংকন। সংবর্ধিত অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তিনি অসহায় প্রবাসীদের পাশে থাকারও ইচ্ছে পোষণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য আব্দুল মজিদ, সাইফুল ইসলাম সিরাজ, মোঃ মওদুদ মোল্লা, সাংবাদিক মো: আরিফুজ্জামান, তারেক হোসেন, মোকলেসুর রহমান, আবু সাঈদ, সোহাগ সরকার, রমজান ও রবিউলসহ অনেকে।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্য প্রবাসীদের বর্ষবরণ অনুষ্ঠান

পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওল্ডহ্যামের রয়েল সুলতান ব্যাংকুইটিং হলে। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন, আমির হোসেন মজনু, খোকন মোল্লা, মাসুদ শিকদার, বোরহান ব্যাপারী, স্বপন মোল্লা, আশরাফুল আলম, জহির আহমদ, লাল মিয়া ও মমতাজ উদ্দিন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো, পান্তা ইলিশ, পিঠা পায়েস ও চটপটিসহ নানান ধরনের বাঙ্গালী খাবারের আয়োজন।

post
অনুষ্ঠান

মিলানে বাংলাদেশী নারীদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠিত

বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ আসলেও প্রবাসে যেনো শেষ হচ্ছে না, বৈশাখের আমেজ। তাইতো ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ -১৪৩১ বঙ্গাব্দ। মিলানোস্থ একটি হলে দিনব্যাপী এ আয়োজনে ছিল- মধ্যাহ্নভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সুচিত্রা বর্ধন, উমা কর্মকার, দেবশ্রী দেব ও এবং স্বর্ণা দে’সহ অনেকে। এছাড়াও, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিলান কমুনে ৫ এর কাউন্সিলর বিভাস চন্দ্র কর। এসময় নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ছড়িয়ে দিতে এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এদিকে, এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসীরাও। প্রবাসের মাটিতে বাংলাদেশীদের এমন মিলন মেলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ যেমন বাড়বে,তেমনি ইতালিয় কমিউনিটিতেও পরিচিতি পাবে বাংলার সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘স্মার্ট টাইপিং সলিউশন’

কাতারের রাজধানী দোহার ব্যস্ততম আল-মুনতাজা পার্কের পাশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘স্মার্ট টাইপিং সলিউশন’। মধ্যপ্রাচ্যের দেশটিতে বিভিন্ন দেশের অভিবাসীদের মানসম্মত টাইপিংসহ ডিজিটাল সেবা প্রদানের প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। স্মার্ট টাইপিং সলিউশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন,প্রতিষ্ঠানটির দুই স্বত্বাধিকারী মো: সজিব হোসাইন ও আরিফ মাহবুব। অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিনিয়র কমিউনিটি নেতা মাহবুবুর রহমান চৌধুরী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম আরমান, মো: মহিউদ্দিন, স্বপন মিয়া,মেহেদী হাসান সাকিব ,আহসান হাবিব শাফি ,জয়নাল আহমেদ, দুলাল ও নজীর আহমেদ। এসময় উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠানটি থেকে টাইপিং, প্রিন্টিং ও হুকুমি সেবাসহ কোম্পানি পরিচালনার সবরকম সেবা দেয়া হবে।

post
অনুষ্ঠান

লেবাননে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবাননে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন যুবদলের উদ্যোগে দেশটির দাওড়ার সিআইটি কলেজ অডিটোরিয়ামে এ মাহফিলের আয়োজন করা হয়। লেবানন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। লেবানন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আসাদুল কবীর। এসময় আরো বক্তব্য রাখেন, জাহিদ সরকার, আফজাল হোসেন, নাজমুল হোসেন, রিতা আক্তার, রেহেনা পারভিন ও কলি খাঁনসহ অনেকে।

post
অনুষ্ঠান

ফ্রান্সে ১৭তম বৈশাখী মেলা অনুষ্ঠিত

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিসের উদ্যোগে ফ্রান্সে জামকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ১৭তম বৈশাখী মেলা। রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত জুরিস পার্কে চলে এই উৎসব। মেলায় ছিলো- বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাক, ফার্নিচারসহ ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী।সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, এমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব। অনুষ্ঠানের সহযোগিতা করেন, বাংলা অটো ইকল চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা , মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলাম,ইমন গ্রুপের চেয়ারম্যান রবিনা বেগম , আমিন খান হাজারি, আহমেদ হাবিব বাবু, এম এস ফুড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জয় ও আরিফুল ইসলামসহ অনেকে। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

post
অনুষ্ঠান

জিয়াউর রহমানের জীবনী নিয়ে লন্ডনে সেমিনার

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে লন্ডনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স- সিডিজিজি‘র উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রকাশনায় "সৈনিক জিয়া, কেন জনতার জিয়া" বইয়ের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে জিয়া সেন্টার লন্ডন।সিডিজিজি এর চেয়ারম্যান সোয়ালেহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও সিডিজিজি‘র নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম অনুষ্ঠান পরিচালনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক। সভায় অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস। এতে মূখ্য আলোচক ছিলেন, ড. হাসনাত হুসেন এমবিই।

post
অনুষ্ঠান

বার্মিংহামে বর্ষবরণ উৎসব উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও বর্ষবরণ উৎসব। এতে বাংলা সাহিত্যের এই দুই পুরোধা কবির আদর্শকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয় l বার্মিংহাম সোশ্যাল এন্ড কালচারেল অর্গানাইজেশন অনুষ্ঠানের আয়োজন করেl সংগঠনের সভাপতি সিনকো দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক অলক চন্দ ও কাকলী চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কনস্যুলার সহকারী জেনারেল ভালাচিমু মরগ্যান l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ ভূঁইয়া,নাট্যকার তারেক চৌধুরী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কোষাধ্যক্ষ লোকমান কাজীসহ অনেকেlএসময় রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে, বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

post
অনুষ্ঠান

আমিরাত প্রবাসীদের সিআইপি অ্যাওয়ার্ড প্রদান

বাংলা টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিআইপি,গোল্ডেন ভিসা এবং বিজনেসম্যান অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলা টিভি দর্শক ফোরাম, দুবাই ও উত্তর আমিরাত। দুবাই এর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু দেরা ক্রিক এর 'আল জাবিল বলরুমে' আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকেই বাংলাদেশ সরকার স্বীকৃত সিআইপি, গোল্ডেন ভিসা হোল্ডার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ সিআইপি। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী শিমুল ও মাহাবুব হাসান হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। পরে অনুষ্ঠানে আগত সিআইপি,গোল্ডেন ভিসাহোল্ডার ও বিশিষ্ট ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের মানচিত্রের আকারে তৈরি বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে ও গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ী নেতারা।

post
অনুষ্ঠান

ইতালিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি নারীরা

ইতালির রাজধানী রোমের তরবেল্লা মোনাকা এলাকায় একটি বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। প্রবাসী নারী সংগঠন মহিলা অঙ্গনের সদস্যরা লাল-সবুজের পতাকা হাতে মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এতে নেতৃত্ব দেন মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেগম বেবী। বিদেশের মাটিতে নিজ দেশকে উপস্থাপন করা এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্যে এই অংশগ্রহণ বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং ভাষা ও সংস্কৃতি ইতালিয়ান ভাষায় উপস্থাপন করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানেরা। আয়োজনে আরো ছিল- মুখরোচক হরেক রকমের বাঙালি খাবার, যা আকৃষ্ট করে উপস্থিত প্রবাসীদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.