post
খেলা

টেস্টের জন্য কতটা প্রস্তুত তাসকিন?

কাঁধের চোটের কারণে বোলিং করতে গিয়ে সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। আর টেস্টে লম্বা সময় ধরে বোলিং করতে হয়, যার ফলে আরো বেশি চাপ নিতে হয়। এ কারণে অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরতে পারেন তাসকিন।আসন্ন এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার ক্রিকেটাররা স্ট্রেংথ পরীক্ষা দিয়েছেন। যেখানে ছিলেন তাসকিনও। এই পেসারকে নিয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এভাবে আসবে না।' তাসকিন এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করেছে। ওই সময় লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা ব্যাপার ছিল। আমরা বিশ্বকাপের সময় সেটা আবারও দেখিয়ে নিয়ে এসেছি।'-যোগ করেন তিনি। তাসকিনের টেস্ট খেলা নিয়ে এই ফিজিও বলেছেন, 'তাসকিনের যে ড্যামেজ ছিল সেটার কোনো পরিবর্তন হয়নি। এটা নিয়ে কিন্তু একটা প্লেয়ার খেলতে পারে। এটা নিয়ে সে যদি রিহ্যাভ ও ওয়ার্ক আউটগুলো করে তাহলে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে।' তাসকিন অবশ্যই অ্যাভেইএবল আছে। টেস্টে লম্বা সময় বল করতে হয় তাই ধীরে ধীরে বিল্ডআপ করে খেলতে হয়। সে লম্বা সময় টি-টোয়েন্টিতে খেলছে। এই চেষ্টাটা করে যদি ভালো মনে হয় তাহলে টেস্ট খেলতে পারবে।'-যোগ করবেন তিনি।

post
খেলা

পাকিস্তান সফরে প্রস্তুতি ছাড়াই যাবেন সাকিব

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আগামী ২১ ও ৩০ আগস্ট স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সেই সিরিজ সামনে রেখেই এখন জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।ছুটি কাটিয়ে ফিরেছেন দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এই সিরিজ সামনে রেখে ফেরানো হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও। এছাড়াও গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করছে ক্রিকেটাররা। যেই সিরিজ সামনে রেখে এত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অথচ সেই সিরিজে কোনো প্রস্তুতি না নিয়েই মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে পারফর্ম করতে ব্যর্থ সাকিব এরপর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলে বর্তমানে খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। যদিও খুব বেশি নিজের নামের সুবিচার করতে পারছেন না তিনি। বল হাতে মাঝে মাধ্যে পারফর্ম করলেও ব্যাট হাতে পাচ্ছেন না রানের দেখা। লম্বা সময় ধরেই সাকিবকে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়। অথচ, দীর্ঘ ফরম্যাটে মাঠে নামার আগে কোনো রকম প্রস্তুতি ছাড়ায় সাকিবকে খেলানোর কথা ভাবছে বিসিবি। আগামী ১২ আগস্ট পর্যন্ত সাকিবের এনওসির মেয়াদ থাকায় সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভবনায় বেশি সাকিবের।

post
খেলা

ওয়ানডে অধিনায়ক হৃদয়, লাল বলে বিজয়

চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। তার আগে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।'এ' দল এই সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এই সিরিজের জন্য ইতোমধ্যেই জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। আর সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন সাত ক্রিকেটার। তারা হলেন- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে। ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। আর ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।

post
খেলা

জিম্বাবুয়েকে ‘সফর ভাতা’ দেবে ইংল্যান্ড

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্ব বন্টন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতি নজর বাড়াতে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিসিসিআই এবং ইসিবির দৃষ্টি আকর্ষণ করছিল দেশগুলো। কিন্তু আইসিসির কিংবা বিগ থ্রি কান্ট্রির তেমন ভ্রুক্ষেপ পাওয়া যায়নি। বরং আর্থিকভাবে তারা কেবল লাভবানই হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে কিছুটা হলেও সরে আসার পথ খুঁজে নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।২০২৫ সালে ইংল্যান্ডে দুই টেস্ট খেলতে যাবে জিম্বাবুয়ে। তাদেরকে সফর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এ খবর নিশ্চিত করেছেন। ইএসপিএন ক্রিকইনফো বলছে, আধুনিক যুগে প্রথম নজির গড়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে এই অর্থ দেবে ইসিবি। একটা সময়ে সফরের ভাতা আয়োজক দেশ সফরকারী দেশকে দিয়ে আসতো। এই ধারা চালু ছিল লম্বা সময়। কিন্তু বিংশ শতাব্দীতে এই ধারা পাল্টে যায়। তাতে সফরকারী দেশগুলোর ওপর অর্থ খরচের চাপ বাড়তে থাকে। ইসিবি শুধুমাত্র জিম্বাবুয়ে দলকেই নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের অসমতা কমিয়ে আনার চেষ্টা করছে। স্কাই স্পোর্টসে মাইক আথারটনের সঙ্গে আলোচনায় গুল্ড বলেছেন, ‘এখানে প্রচুর দায়িত্ব রয়েছে। আপনি যদি আইসিসির রাজস্ব এবং দ্বিপক্ষীয় সিরিজে আয়োজক দেশগুলোর আয়ের দিকটি দেখেন দেখবেন পুরোনো রীতিতেই সব কিছু চলছে। উদাহরণ হিসেবেই দেখুন, আগামী বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ইংল্যান্ডে সফর করবে। স্বাভাবিকভাবেই তারা এখানে যখন আসবে আমরা কেবল তাদের থাকার বিষয়টিই দেখবো। বাকিটা তাদের। সফরকারী দলকে কোনো ভাতা দেওয়া হবে না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, জিম্বাবুয়ে যখন আমাদের এখানে খেলতে আসবে আমরা তাদেরকে সফর ভাতা দেবো।’

post
খেলা

মেসির কোপা জয়ের পর আবেগঘন পোস্ট

কোপার আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৬৪ মিনিটেই চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর আর খেলা হয়নি। আর্জেন্টাইন অধিনায়ক চোখের জল নিয়ে মাঠ ছাড়লেও কোপা মিশন শেষ করেছেন হাসি দিয়ে। টানা দুই শিরোপা জিতেছে তার দল।শিরোপা নির্ধারণী ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ১১২ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন লাওতারো মার্টিনেজ। তার গোলেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মার্টিনেজ গোলটি করেই ছুটে যান মেসির কাছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন আর্জেন্টাইন মহাতারকাকে। কান্নারত মেসির মুখে ফোঁটে হাসি। এরপর নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে মেসি একে একে তিনটি পোস্ট করেন। কোপা জয়ের পর প্রথম পোস্টে তিনি দুই হাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরও একটি...।’ দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদ্‌যাপনের ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘পরিবার।’ ভালোবাসার ইমোজির পর লিখেছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’ তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানান মেসি। সেই সাথে নিজের চোটের অবস্থাও জানান তিনি। মেসি লিখেছেন, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

post
খেলা

দ্রুতই মাঠে ফিরতে চান মেসি

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। তাকে কেউ ফাউল করেননি। প্রেসিং করতে গিয়ে নিজেই পড়ে যান এবং গোড়ালিতে মোচড় লাগে। তাকে বদলি করে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।যেহেতু মেসি ফাউলের শিকার হননি চোটটা গুরুতর নয় এমনই মনে করা হয়েছিল। কিন্তু পরেই ভক্তদের মন খারাপ হওয়ার মতো কিছু ছবি দেখা যায়। তাতে দেখা যায় মেসির গোড়ালি ফুলে গেছে। বেঞ্চে বসে তাকে কাঁদতেও দেখা যায়। তবে শিরোপা উৎসবে প্রান্তবন্ত ছিলেন মেসি। পরে জানিয়েছেন, তিনি ভালো আছেন। দ্রুতই মাঠে ফিরতে চান। যদিও তার ইনজুরির অবস্থা কী, স্ক্যান করানো হয়েছে কিনা কতদিন পর মাঠে ফিরতে পারবেন তা জানানো হয়নি। মেসি সামাজিক মাধ্যমে ভক্তদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘কোপা আামেরিকা শেষ হয়েছে। যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, বার্তা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ, আশা করছি দ্রুতই আমি মাঠে ফিরতে পারবো এবং যেটা সবচেয়ে পছন্দ করি ওই কাজটা উপভোগ করবো।

post
খেলা

কোপার ফাইনাল জিতলো আর্জেন্টিনা

তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দারুণ এক দল গড়ে তুলেছেন আর্জেন্টিনা ইতিহাসের সফলতম কোচ লিওনেল স্কালোনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে খাদের কিনারা থেকে উঠে ২০২১ সালে প্রথমে কোপা আমেরিকা এবং পরে বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তেরা। ২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর একটা মনোবল ভেঙে পড়া দল পেয়েছিলেন স্কালোনি। সে দলকেই ঘষেমেজে ২০২১ সালে কোপার শিরোপা জয় করেন তিনি। যার মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার। এরপর ২০২২ সালে প্রথমে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ও কাতারের মাটিতে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে তখন উচ্ছ্বাসে ভাসে আলবিসেলেস্তেরা। সে ধারা ধরে রেখে এবার ফের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফাইনালের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে ফের কোপার চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়ারা।আর পরপর তিন শিরোপা জিতে এখন অনন্য এক রেকর্ডের মালিক আলবিসেলেস্তেরা।

post
খেলা

ফাইনালের জন্য ভালো অনুভব করছেন মেসি

এবারের কোপা আমেরিকা শুরুর আগ থেকেই চোট সমস্যায় ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোটের কারণে গ্রুপপর্বে এক ম্যাচ মাঠেই নামেননি তিনি। চোট সমস্যা ছাড়াও ফর্ম বিবেচনায়ও মেসি সেরকম ছন্দে নেই যেমনটা সমর্থকরা তার থেকে আশা করে ছিলেন।কোয়ার্টার ফাইনালের ম্যাচে পেনাল্টি মিস করে তো সমালোচনার মুখোমুখি হয়েই গিয়েছিলেন, যদিও সে যাত্রায় এমিলিয়ানো মার্টিটিনেজের সুবাদে ম্যাচটা জিতে রক্ষা পায় আলবিসেলেস্তেরা। এবার আর্জেন্টিনা দলের এবং মেসির নজর কোপা আমেরিকা ফাইনালের শিরোপা তুলে ধরার দিকে। কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোর ৬টায় মাঠে নামবে মেসির দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা তুলে ধরতে মরিয়া আর্জেন্টিনা। তবে ফাইনালে মেসি খেলবেন কিনা এ বিষয়ে সমর্থকদের মনে ছিল যথেষ্ট শঙ্কা। কারণটা হলো চোট। তবে সবার দুশ্চিন্তা দূর করলেন মেসি নিজেই। দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে তিনি জানিয়েছেন তার চোটের বর্তমান অবস্থা। মেসি বলেছেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে ও মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’

post
খেলা

চট্টগ্রামে গেলেন টাইগার্সের ক্রিকেটাররা

বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে কাল থেকে। ক্রিকেটার কোচিং স্টাফরা আজ চট্টগ্রামে পৌঁছে গেছেন। ঢাকা লিগ শেষে টাইগারদের ক্যাম্প ডাকা হয়। প্রথম ধাপে অনুশীলন শেষে দ্বিতীয় ধাপের ক্যাম্পের জন্য ১৫ ক্রিকেটার নিয়ে মাঠে নামবেন কোচ মিজানুর রহমান বাবুল।ঘরোয়া লিগের বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্স। মুমিনুল হকরাও অনুশীলন করেন জাতীয় দলের খেলা না থাকলে। এই স্কোয়াড থেকে মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, শামিম হোসেন পাটোয়ারিরা এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে গেছেন। টি২০ আর ওয়ানডে খেলোয়াড় নিয়ে ২৯ জুলাই পর্যন্ত ক্যাম্প হবে চট্টগ্রামে। যেখানে জাতীয় দলের ১৭ জন ক্রিকেটাররা যোগ দেবেন ২০ জুলাই। এইচপির ক্রিকেটাররা টি২০ এবং ওয়ানডে ম্যাচ খেলা শুরু করে দিলেও লাল বলের খেলা শুরু হবে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে। নুরুল হাসান সোহান চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়া থাকায় জাতীয় দলের স্কোয়াড হবে ১৬ জনের। ক্যাম্প শেষে ৬ আগস্ট ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা।

post
খেলা

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে বড় জয় ইংল্যান্ডের

লর্ডসের গ্যালারি থেকে থেকে ভেসে আসছে করতালির কলতান, সতীর্থরাও যোগ দিলেন তাতে। যে বাইশগজে এতদিন রাজ করেছেন, বিদায়বেলায় একটু আবেগী কী হলেন অ্যান্ডারসনও! ভেজা চোখ আর সেই মাথার ক্যাপটা উঁচিয়ে ধরে যেন বলে গেলেন, মনে রেখো, আমিও ছিলাম তোমাদেরই মাঝে।টেস্ট ইতিহাসের সফলতম এই পেসারের আন্তর্জাতিক বিদায়ের ম্যাচ বড় জয়ে রাঙাল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১১৪ রানে হারাল বেন স্টোকসরা। অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অভিষিক্ত গাস অ্যাটকিনসন দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট শিকার করেছেন। জেমস অ্যান্ডারসন আগেই জানিয়েছিলেন, লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই ফোকাসটা তার দিকেই বেশি দর্শকদের। তবে পারফরম্যান্স দিয়ে আলাদাভাবে আলো কেড়ে নিলেন অভিষিক্ত গাস অ্যাটকিনসনও। অভিষেকেই ৪৫ রানে ৭ উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন ২৬ বছর বয়সী এই পেসার। তার বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১২১ রানেই থেমে গিয়েছিল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭১ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক ইংলিশরা। দলকে বড় সংগ্রহ এনে জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথরা। পাঁচ জনই ফিফটি পেয়েছেন। তাদের ফিফটিতে ২৫০ রানের লিড পায় ইংল্যান্ড। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের চাপে পড়ে ক্যারিবীয়রা। টপ অর্ডারের কেউই দলের হাল ধরতে পারেননি। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৭৯ রান। তখনই জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ড।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.