post
অনুষ্ঠান

ব্রিটেনে পালিত হলো ঈদ উল আযহা

ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। প্রথম প্রহরে ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইল এন্ড পার্ক, ওয়েস্টহাম পার্ক, ভ্যালেন্টাইন্স পার্ক, বার্জেস পার্কসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত। প্রতিটি জামাত থেকে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দেয়া করা হয়। দোয়া করা হয় ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকোলির মাধ্যমে প্রকাশ করেন আন্তরিকতা ও ভার্তৃত্ববোধ। ব্রিকেলেন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

post
অনুষ্ঠান

ঈদের আনন্দ আজ জনগণের মাঝে নেই

ঈদের খুশির আনন্দ আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহু দেশ আজ বাংলাদেশের উপরে খবরদারি করছে, মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না । এসময়ে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থানে নেই।

post
অনুষ্ঠান

ঈদে রুনা লায়লার নতুন গান

উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি। এবারের ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য থাকছে রুনা লায়লার চমক। ঝুলিতে থাকা নতুন গান শুনিয়ে মনোরঞ্জন করবেন ভক্তদের। শুধু গানই নয়, শ্রোতাদের সঙ্গে গল্প-আড্ডাতেও আসর জমাবেন তিনি। রুনা লায়লার নতুন এই আয়োজনটি প্রচার হবে বাংলাদেশ বেতারে। সেখানে খ্যাতিমান এই শিল্পীর নতুন গানসহ একটি সাক্ষাৎকারের ও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’। নতুন এই গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার রফিক উজ্জামান, সুর করেছেন মো. সাদেক আলী। এরই মধ্যে বাংলাদেশ বেতারে এর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে গানের পাশাপাশি সংগীতের দীর্ঘ জার্নি নিয়েই কথা বলবেন এই শিল্পী। রুনা লায়লার নতুন গান ও সাক্ষাৎকারটি প্রচারিত হবে বাংলাদেশ বেতারে, ঈদের দিন বেলা ১১টায়। বাংলাদেশ বেতার মুঠোফোন অ্যাপেও অনুষ্ঠানটি শোনা যাবে।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশী রেস্তোরা উদ্বোধন

কাতারে দেশীয় খাবারের সমাহার নিয়ে পুরাতন সবজি মার্কেট এলাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরা, মাটির হাড়ি রেস্টুরেন্ট।বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম ও স্পনসর কাতারি নাগরিক আব্দুল্লাহ আল জাসিম। এসময় সাথে ছিলেন, মাটির হাড়ি রেস্টুরেন্টের চার বাংলাদেশি উদ্যোক্তা, বাইজিদ হাসান শামীম, মহিম আব্দুস সাত্তার, আমির হোসেন ও মোহাম্মদ শাহজালাল। সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, দ্বিতীয় সচিব ও দুতালয় প্রধান নাসির উদ্দিন, ব্যবসায়ী মো: গোফরান, হাজী বাসার সরকার ও আরিফ মজুমদার। শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

post
অনুষ্ঠান

দুবাইতে বাংলাদেশি ফ্যাশন শো অনুষ্ঠিত

বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ দুবাই এর সভাপতি আবিদা হোসেনের ব্যবস্থাপনায় বাংলাদেশি সাস্টেইনিবিলিটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের যেসকল ডিজাইনার টেকসই পোশাকের জন্যে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে এ আয়োজন করা হয়।দুবাইয়ের পাঁচ তারকা হোটেল আটলান্টিসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশর, বাহরাইন, ভারত, ইতালি, ইরাক, ইন্দোনেশিয়া, ওমান, মরক্কো, সিঙ্গাপুর, তাজাকিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন, রাশিয়া, গ্রানাডা, নেদারল্যান্ডস, পেরু, সাউথ কোরিয়া ও রোমানিয়াসহ দুবাইয়ে নিযুক্ত ২০টি দেশের কনসাল জেনারেলদের সহধর্মিণীরা অংশ নেন। হুমায়রা নাজনিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। আয়োজনের মধ্যে ছিল- ফ্যাশন শো, দেশীয় পণ্যের জুট ব্যাগ ও মাটির তৈরি পণ্যের উপস্থাপনা। দেশিয় পণ্যের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকেরা।

post
অনুষ্ঠান

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভা

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজান হাওলাদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠটির সাবেক সভাপতি এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, আব্দুল কাদের ঢালী, জসিম উদ্দিন ব্যাপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার,রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির ও সেলিম খানসহ অনেকে। সভায় সকলের সম্মতিতে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে, সভাপতি কবির হোসেন, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বেপারী,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

post
অনুষ্ঠান

বৃটেনে বাংলাদেশীদের এনআইডি কার্ড বিতরণ

বৃটেনে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন। রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি জানান, এ পর্যন্ত বৃটেন থেকে ৪ হাজার ২শ ৬৪টি আবেদন জমা হয়েছে। যার মধ্যে প্রায় ২ হাজার ৬শ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরইমধ্যে ৫শ ২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শিগগিরই তাঁদের কাছে কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে। যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেননি, তাঁদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেওয়ার জন্য হাইকমিশনার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৃটেনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বারা-অব-ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বারা-অব-বারকিং ও ডেগেনহ্যাম-এর মেয়র মঈন কাদরী। অনুষ্ঠানে বিশিষ্ট বৃটিশ-বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গির খানসহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাঁদের স্মার্ট কার্ড গ্রহণ করেন।

post
অনুষ্ঠান

আবুধাবিতে চালু হলো বাংলাদেশী স্যানিটারির দোকান

ইলেক্ট্রিক,প্লাস্টিক ও স্যানিটারিসহ নির্মান সামগ্রীর বিপুল সমাহার নিয়ে, আবুধাবিতে চালু হয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান, এম আর বিল্ডিং মেটেরিয়ালস এলএলসি এর ২য় শাখা। সোমবার নগরীর ইলেক্টা রোডের এলডোরাডো সিনেমা বিল্ডিংয়ের পেছনের গলিতে শৈবাল রেষ্টুরেন্টের পাশে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী সৈয়দ মাহমুদুর রহমান, স্থানীয় স্পনসর ইয়াসীন সাঈদ, স্থানীয় অতিথি সৈয়দ আব্দুল্লাহ ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আলমগীর আল ক্বাদেরী, মাওলানা ইয়াকুব আল ক্বাদেরী, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ মাকসুদুর রহমান, সৈয়দ মুশফিকুর রহমান, মাওলানা মমতাজ, আব্দুল্লাহ আল আমিন, মোহাম্মদ মুরাদ এবং মোহাম্মদ আয়াসসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি, দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রবাসীদের প্রয়োজনীয় সামগ্রী কেনার আহবান জানান।

post
অনুষ্ঠান

দুবাইয়ের পোর্ট সাইড এলাকায় খাওয়াজা গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠানের উদ্বোধন

দুবাইয়ের পোর্ট সাইড এলাকায় খাওয়াজা গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠান দার আল খাওয়াজা মোবাইল ফোনস ট্রেডিং এলএলসির উদ্ভোধন করা হয়েছে।আমিরাতে বাংলাদেশী ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন কে এম নিয়ামূল মুনতাসির ওয়াফি, তৌহিদুল হক নোমান এবং মোহাম্মদ মহসিন এর মত কিছু উদ্যোক্তা। বিশিষ্ট কমিউনিটির নেতা কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের নেফ্লেক্স গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ সিআইপি, কমিউনিটি নেতা আলহাজ্ব মাজহারুল উল্লা মিয়া, ইন্জিনিয়ার আবু হেনা, ইন্জিনিয়ার ফজলুল হকসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশি রেস্টুরেন্টের যাত্রা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাতে বাংলাদেশি মালিকানাধীন ভোজনবাড়ি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। দেশীয় স্বাদের বিপুল সমাহার নিয়ে মোছাফ্ফার ১১ নং ছানাইয়ার ওয়ানডে সার্জারী হসপিটালের পিছনে রেস্তোরাটি চালু করা হয়। বৃহস্পতিবার ভোজনবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন করেন ছোট বাবু মাস্টার আরহাম। এসময় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইব্রাহিমসহ ব্যবসায়ী মোহাম্মদ নাবীব, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ হাসান, মাওলানা মোহাম্মদ মুবীন, মোহাম্মদ আমজাদ হোসেন ও সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি দেশ, জাতি ও প্রবাসীদের কল্যানে দোয়া করেন, মাওলানা মোহাম্মদ আবদুল মুবীন আল কাদেরী। এসময় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে সুলভে খাবার গ্রহণের আহবান জানান অতিথিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.