ব্রিটেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। প্রথম প্রহরে ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইল এন্ড পার্ক, ওয়েস্টহাম পার্ক, ভ্যালেন্টাইন্স পার্ক, বার্জেস পার্কসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত। প্রতিটি জামাত থেকে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দেয়া করা হয়। দোয়া করা হয় ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকোলির মাধ্যমে প্রকাশ করেন আন্তরিকতা ও ভার্তৃত্ববোধ। ব্রিকেলেন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।