ঈদের খুশির আনন্দ আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বহু দেশ আজ বাংলাদেশের উপরে খবরদারি করছে, মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ।
এসময়ে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থানে নেই।