post
অনুষ্ঠান

আবুধাবীতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আবুধাবীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলীর সৌজন্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির এলেক্ট্রার হোটেল ইব্রাহিম রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর,আমিরাতে সফররত ফারইস্ট কোম্পানির মাওলানা মাহমুদ উল্লাহ, জনতা ব্যাংক আবুধাবির ব্যবস্হাপক রেজাউল করিম, সহকারী ব্যবস্হাপক এমদাদুল করিম, রেমিট্যান্স অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যবসায়ী জাফর উল্লাহ, সৈয়দ আবুল হাশেম, রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল মান্নান, মোহাম্মদ আসলাম হাশেম, মোহাম্মদ দিদার তালুকদার, মোহাম্মদ ইমন চৌধুরী, কানাডা প্রবাসী মোহাম্মদ আরমান ও হাবীব মিয়াসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং তার সহধর্মিণী দুবাই ডিপ্লোমেটিক লেডিস গ্রুপের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন এ আয়োজন করেন। দুবাইয়ের পাঁচ তারকা হোটেল র‌্যাফেলস-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক রশিদ আবদুল্লাহ আল কাসির। অনুষ্ঠানে দুবাই বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ আসফাক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, ফাস্ট সেক্রেটারি মোঃ আরিফ রহমান, এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মাহাতাবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত দু’দিনে টানা বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ এ বৃষ্টিপাতে মরুভূমির দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। ছোট-বড় শহরের চারদিকে থই থই পানির কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবুধাবি, দুবাই, আল আইন, শারজাহ ও আজমানের অনেক ভবন ও ভিলায় বিদ্যুৎ, ইন্টারনেট ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন বৈরী আবহাওয়ার জন্য সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেল পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যম জানায়, ইউএইর রাষ্ট্রীয় এয়ারলাইনস এমিরেটস বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দুবাই ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করেছে। খারাপ আবহাওয়া ও রাস্তা বন্ধ থাকার কারণে ফ্লাইট পরিচালনায় জটিলতা তৈরি হয়। একই কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে দুবাই বিমানবন্দরের একটি রানওয়ে ডুবে যায়। রানওয়েতে পানি থাকায় দেশটির আরেক এয়ারলাইনস ফ্লাই দুবাই বুধবার সকাল ১০টা পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে। তীব্র ঝড়ের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ২৫ মিনিটের জন্য বন্ধ ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ৪৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিপাকে পড়েন যাত্রীরা। দুবাই বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, বিরূপ আবহাওয়ার কারণে উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল হয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রমে ফিরতে তারা কাজ করছে। মঙ্গলবার বৃষ্টির কারণে দুবাই মেট্রো পরিষেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেট্রো চলাচল স্থগিত করা হলে বিভিন্ন স্টেশনে প্রায় ২০০ যাত্রী আটকা পড়েন। রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) সূত্রে জানা গেছে, মেট্রোর রেড ও গ্রিন লাইনে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দিনভর সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু রাস্তা পানিতে ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস পরিচালনা শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারি কর্মকর্তাদের ঘরে থেকেই অফিস করার নির্দেশনা দেওয়া হয়। ভারী বৃষ্টির পর দেশটির কিছু এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট, পানি নেই। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু কয়েকটি এলাকায় শিশুরা অনলাইন ক্লাসেও অনুপস্থিত ছিল। অন্যদিকে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়। রাস্তায় চলাচলের সময় বন্যার পানিতে অসংখ্য গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যাপ্রবণ ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নাগরিকদের আগামী কয়েক দিনের মধ্যে সমুদ্রে যাওয়া এবং পাহাড় ও উপত্যকা পরিদর্শন এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৪৯ সালের পর সর্বোচ্চ। সমকাল প্রতিবেদক জানান, আকস্মিক ভয়াবহ বৃষ্টি আর বন্যার কারণে আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ৫টি, এমিরেটসের দুটি এবং ফ্লাই দুবাই এয়ারলাইনসের দুটি রয়েছে। এ সময় বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর থেকে যাত্রীদের বিভিন্ন হোটেলে রাখা হয়। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সমকালকে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশ বড়। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আমিরাতের গন্ডি পেরিয়ে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছেন বহিঃবিশ্বে। তাদেরই একজন সিলেটের মুরাদুল ইসলাম। বিগত ত্রিশ বছর ধরে মরুর দেশটিতে এই প্রবাসী করছেন সুগন্ধি ব্যবসা।সিলেটের ওসমানী নগর বালাগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে মুরাদুল ইসলাম। প্রায় চার দশক আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চার বছর চাকরির পর ১৯৯১ সালে স্বল্প পরিসরে শুরু করেন, সুগন্ধি তৈরীর প্রধান কাঁচামাল আগার উদের ব্যবসা। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৬ সালে আবুধাবিতে শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান "রিহ্ আল মাদিনা উদ এন্ড পারফিউমস কোম্পানি এলএলসি"। পরে দুবাইতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বেশ কয়েকটি আউটলেট এবং আজমানে তৈরি করেন কারখানা।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কাঁচামাল হিসেবে আগার উদ আমদানি করে প্রসেসিং-এর পর তা সরবরাহ করা হয়। আমিরাতের বিভিন্ন রাজ পরিবার ও সরকারী দপ্তরের পাশাপাশি সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে সুগন্ধি সরবরাহ করছে মুরাদুল ইসলাম।বর্তমানে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সুগন্ধি রপ্তানির মাধ্যমে সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে সুগন্ধি সরবরাহের মাধ্যমে।সিলেট ইবনে সিনা হাসপাতালের অংশীদার মুরাদুল ইসলাম বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের মানুষের জন্যেও কিছু করতে চান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.