এনআরবি চেয়ারম্যানকে ফ্রান্সে সংবর্ধনা
এনআরবি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসাইনকে ফ্রান্সে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজধানী প্যারিসের লা কর্নবের নাবিলা রেষ্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করে, নিত্যপণ্য আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান নয়ন-মনি গ্রুপ অব কোম্পানি।আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন,এনআরবি গ্রুপের পরিচালক রোমা হোসাইন, নয়ন-মুনি গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার কামরুন নাহার রেখা, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী শামিম মিয়া, নাবিলা গ্রুপের চেয়ারম্যান সুমন আহমদ, নাবিলা রেষ্টুরেন্টের পরিচালক মারুফ আহমদ ডালিম,শাহ জালাল রেস্টুরেন্টের পরিচালক সাদিকুর রহমান, টাঙ্গাইল কমিউনিটি ফ্রান্সের সভাপতি মিজানুর রহমান, বিডি ফুডের পরিচালক আনোয়ার হোসেন ও সমাজকর্মী আশরাফ হোসাইনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় এনআরবি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহন করেন, নয়ন-মুনি গ্রুপের চেয়ারম্যান শেখ ফরহাদ হোসেন।
