post
অনুষ্ঠান

আল আসাদ ফর ওমরাহ হজ্ব কাফেলার ২৫তম বর্ষপূর্তি

আল আসাদ ফর ওমরাহ হজ্ব কাফেলার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব হাসান মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাসির উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের কাতারি স্পনসার শাহীন আল মহান্নাদি। এছাড়াও, উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার মাশহুদুল কবির ও তন্ময় ইসলাম, দূতাবাস সচিব আব্দুল্লাহ আল রাজি, নাসির উদ্দীন ও সাজেদুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন, ম্যানেজার এস এম হাসান ও এডমিন অফিসার মোঃ আরমান।

post
অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসী চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত

এসোসিয়েশন অব বাংলাদেশী ডক্টরস্ ইন আয়ারল্যান্ড-এবিডিআই এর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।দেশটির রাজধানী ডাবলিনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত চিকিৎসকরা যোগ দেন। এবিডিআই এর আহ্বায়ক ডা: মোসাব্বির রুবেলের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডা: পারভেজ এবং ডা: মিলন। দেশটিতে বসবাসকারী বাংলাদেশীরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করতে সবাইকে আহবান জানান। এছাড়া আয়ারল্যান্ড এ আসতে ইচ্ছুক ডাক্তারদের মাঝেও সেতু বন্ধনে কাজ করার কথা জানান আয়োজকেরা। বর্তমানে প্রায় ৭০ বাংলাদেশী প্রবাসী চিকিৎসক আয়ারল্যান্ড এর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।

post
অনুষ্ঠান

আবুধাবিতে বাংলাদেশি আরেকটি প্রতিষ্ঠানের যাত্রা

ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং ও এসির যাবতীয় পরিসেবা নিয়ে আবুধাবির মোছাফ্ফার ১২নং সাবিয়াতে যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান 'বিপুল ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশনিং সেন্টার’।শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন, স্বত্বাধিকারী প্রবাসী মোহাম্মদ বিপুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্যবসায়ী সাইদুল ইসলাম সাঈদ, ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, ফরিদ হোসেন ও লিটন সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি সকলকে সেবা গ্রহণের আহবান জানান তারা। সবার দোয়া ও সহযোগিতা কামনা করে আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশি ভিসা উম্মুক্ত করার আহবান জানান উদ্যোক্তা মোহাম্মদ বিপুল।

post
অনুষ্ঠান

যুক্তরাজ্য প্রবাসীদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অর্গানাইজেশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, আব্দুল মান্নান। বিদায়ী সেক্রেটারি হাফিজুর রহমান সুমন ও নব নির্বাচিত সেক্রেটারি আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যরিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার খালেদ নুর, কাউন্সিলর বদরুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মুনিম, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, হোসানুজ্জামান লিটন ও দেলোয়ার হোসেন চৌধুরী হিরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, এ কে এম হেলাল, গোলাম আব্বাস, আকিব চৌধুরী, আব্দুর রউফ, আবুল কালাম এবং কমিউনিটি নেতা হাবিবুর রহমান বাবলু।

post
অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস্ এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড-বিএসএআই এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।রাজধানী ডাবলিনের টায়মন পার্কের কনডালকিন ক্রিকেট ক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিএসএআই এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি চুন্নু মাতবর। এতে উপস্থিত ছিলেন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ডাঃ জিন্নুরাইন জায়গিরদার, আনোয়ারুল হক আনোয়ার, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, কবির আহমেদ, জহিরুল ইসলাম ও হামিদুল নাসিরসহ অনেকে। বনভোজনে শিশুদের জন্য বাউন্সি ক্যাসল, বিস্কুট দৌড়, সুঁই সুতা দৌড়, বস্তা দৌড়, মহিলাদের হাড়ি ভাঙ্গা, পিলো পাস ও পুরুষদের রশি টানাটানিসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া বিনোদনে আচ্ছন্ন ছিল অনুষ্ঠানস্থল। এছাড়াও দেশীও পোষাক ও খাবারের স্টল ছিল বনভোজনের বাড়তি আকর্ষণ। প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও খেলাধূলার সাথে পরিচিত করতেই এ আয়োজন, বলে জানান আয়োজকেরা।

post
অনুষ্ঠান

রাজধানীতে মোনাশ কলেজের গ্র্যাজুয়েশন কনভোকেশন অনুষ্ঠিত

মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৪ উদযাপন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ -ইউসিবি।রাজধানীর শেরাটন হোটেলে এই জমকালো সমাবর্তনের আয়োজন কতরা হয়। মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমাসহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয়া হয়। ইউসিবি'র মাধ্যমে তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবির ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার মার্সিয়া সিম্পসন। তিনি বলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরীর ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

post
অনুষ্ঠান

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে নানা আয়োজনের মধ্যে দিয়ে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার গ্রাজুয়েশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।ইংরেজি শাখা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুল শিক্ষক ইকবাল শেখ ও নিশা থমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সৌদিআরবের রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন, সাদাইয়া’র প্রধান বিজ্ঞানী ড. মোহাম্মদ এহসান হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ড. আবদুল্লাহ আল ওয়াদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও গ্রাজুয়েশন শিক্ষার্থীদের অভিবাবকসহ দূতাবাসের কর্মকর্তারা। এসময় গ্রাজুয়েশন শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার আহবান জানান রাষ্ট্রদূত।

post
অনুষ্ঠান

ইতালিতে বাংলাদেশিদের ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প পরিচালিত

ইতালির পাদোভায় বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের উদ্যোগে দুইদিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্প পরিচালিত হয়েছে। এসময় প্রায় দেড় হাজারের বেশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিকে সেবা দেয়া হয়।এসোসিয়েশন বাংলাদেশ দি পাদোভা ও ইসলামী কালচারাল সেন্টার পাদোভার সার্বিক সহযোগিতায় ২২ ও ২৩ জুন এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় পাসপোর্ট নবায়ন ,নো ভিসা, ফ্যামিলি সার্টিফিকেট ও প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বারশিপসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রবাসীরা। কনসুলেটের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার পাদোভার সভাপতি হুমায়ুন কবির ও বাংলাদেশ এসোসিয়েশন দি পাদোভার সভাপতি শফিকুল ইসলাম স্বপন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাদোভা শাখার সভাপতি জান শরীফ জনশু , প্রবীণ ব্যক্তি আবুল কাশেম সেলিম, আজহারুল আলম ফিরোজ, আবদুল হাই, বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারের সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ,সাবেক সভাপতি জামান সরকার কামরুল,ফরিদ শেখ, পাদোভার বিদেশি প্রতিনিধি নাহিদ হোসেন রিবিন, কমিউনিটি নেতা আবুল বাশার জুয়েল, শফিকুল ইসলাম ও আমিনুল ইসলামসহ অনেকে।

post
অনুষ্ঠান

স্পেনে প্রবাসীদের ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনা’র উদ্যোগে স্পেনে ঈদ পুনমির্লনী ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার বাংলা স্পাইস রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, উপদেষ্টা রফিক উদ্দিন,আবুল খায়ের ও আইনুল হক সহ অনেকে। সভায় ২০২২-২৪ সালের কমিটির আয়-ব্যয়ের বিশদ তুলে ধরেন, অর্থসম্পাদক আব্দুল জব্বার খচরু। এসময় সর্বসম্মতিক্রমে সংগঠনের পুরাতন কমিটি বিলুপ্ত করে নুতুন কমিটি ঘোষনা করা হয়। এতে আব্দুল আলীমকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদ ও রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আগামী ১৫ দিনের মধ্যে ট্রাষ্টের সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলেও আশা ব্যক্ত করেন। বিয়ানীবাজার পৌরসভার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশপাশি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা জানায় সংস্থাটির নেতৃবৃন্দ।

post
অনুষ্ঠান

কাতারে প্রবাসীদের প্রাণের মেলা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাতারে প্রবাসীদের জন্যে প্রাণের মেলা ও মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ দূতাবাস কাতারের তত্ত্বাবধানে ও রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোহার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এতে গান পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জুই ও আফরিন। এছাড়াও নৃত্য পরিবেশনায় ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিত্য শিল্পী সুপ্রিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাবু তপন মহাজন, মোঃ মুসলিম উদ্দিন, এম নাসির উদ্দিন তালুকদার, সিআইপি এনামুল হক চৌধুরী ও সিআইপি মোজাম্মেল হোসেন সোহাগ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ,এ এইচ বি ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি সার্ভিসেস, আল মহানাদি গ্রুপ ও তপন ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কাতার। মেলায় বাংলাদেশী নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শন ও বিপণন ঘুরে দেখেন রাষ্ট্রদূত ও দূতাবাসের সচিব আব্দুল্লাহ আল রাজী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.