post
বাংলাদেশ

জামায়াত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি। রাজনীতির এ ধারা বার বার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রতিগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড, উসকানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

post
সংবাদ

পর্তুগালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পোর্তো বিএনপির আহবায়ক মামুন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম। আরাফাত ও কাইয়ুম লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফ নাজির,বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল,কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ,শহীদুল ইসলাম খোকন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মুকিতুর রহমান সেলিম,বিএনপি নেতা আবদুর রহমান সাবু ও ফ্রান্স সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আজম। সভায় বক্তব্য রাখেন, পোর্তো বিএনপির যুগ্ম আহবায়ক কাউয়ুম লিটন, পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারী,পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ ও আলমগীর হোসেনসহ অনেকে।

post
বাংলাদেশ

বিদেশে বাড়িগাড়ি করছে সরকার দলীয় লোকেরা

দেশে লুট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে বাড়িগাড়ি করছে সরকার দলীয় লোকেরা, কারণ এদের জবাবদিহি করতে হয় না- বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাবে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি একথা বলেন। এসময় মির্জা ফখরুল বলেন, দেশে এখন সরকার নেই, এরা বর্গী। তাদের লোকেরা জনগণের টাকা লুট করে বিদেশে পালিয়ে যায়। ক্ষমতাসীনদের দুঃশাসন থেকে দেশকে রক্ষা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বিএনপি মহাসচিব।

post
বাংলাদেশ

দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে সরকার হস্তক্ষেপ করে না, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে, একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত বেনজীর আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনও ছাড় দেবে না। এছাড়া বেনজীর ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে, বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

দেশকে ধ্বংসের কিনারে নিয়েছিল বিএনপি

দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল বিএনপি। এমন মন্তব্য করলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতিবাজদের তালিকা করলে, এখনও বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে। শুক্রবার সকালে ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া যত বড় প্রভাবশালীই হোক দুর্নীতি প্রমাণিত হলে কেউ ছাড় পাবেনা বলেও জানান তিনি। এসময়, সরকার আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত বিএনপি নেতাদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের ইতিহাসে সব চেয়ে বড় বড় দুর্নীতি হয়েছে, যা জাতির সামনে পরিষ্কার। তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না জানিয়ে কাদের বলেন। শেখ হাসিনা সরকার সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতি প্রমানিত হলে, কেউ ছাড় পাবেনা।

post
বাংলাদেশ

দুঃশাসন থেকে রেহাই পেতে লড়াই চলবে

দুবৃত্ত আর লুটেরার কবলে দেশ,তাই দুঃশাসনের কবল থেকে রেহাই পেতে লড়াই চালিয়ে যেতে হবে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে তরুন সমাজ সহ সবাইকে জেগে উঠতে হবে। তিনি বলেন,একদিকে রাজনৈতিক অধিকার হরণ, অন্যদিকে দেশের অর্থ লুটপাট কোরে ধ্বংস করছে সরকার। এ অবস্থায় কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

post
বাংলাদেশ

বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন, এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে, তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়া একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের কাছের লোকেরাই সিন্ডিকেট কোরে জনগণের পকেট কাটছে।

post
বাংলাদেশ

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যার বিষয়ে কথা বলছি, তিনি (খালেদা জিয়া) কিন্তু আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা… যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন… তারা বলছেন, তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন-সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোববার (২৬ মে) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: হার লাইভ, হার স্টোরি’র বাংলা সংস্করণ ‘খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। ৬৭০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘বারবার বলার পরেও জেনেশুনে একটা মানুষকে কীভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে… আজ বিভিন্নজনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে।’ তিনি বলেন, ‘এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে এ দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না।’

post
বাংলাদেশ

বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি এখনও মাথাচাড়া দিয়ে উঠছে।’ আজ শনিবার (২৫ মে) সকালে সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আজ জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধেই বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনও অনেক কাজ বাকি। সংহত করার পথে অন্তরায় হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটিই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্থকতা।’

post
বাংলাদেশ

ব্যক্তি যতই প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে: ওবায়দুল কাদের

যত বড় প্রভাবশালীই হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিচারবিভাগ স্বাধীন,তাই অপরাধকারীকে প্রচলিত আইনে শাস্তি পেতেই হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসিয়ে দেবে,বিএনপির সেই স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে বলেও মন্তব্য করেন, ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি যতো প্রভাবশালী হোক না কেন, বিচার বিভাগ ও দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে সরকার তাকে রক্ষা করতে যাবেনা। এসময় বুয়েট শিক্ষার্থী আবরার ও বিশ্বজিৎ হত্যাকারীদেরও সরকার রক্ষা করেনি বলে উল্লেখ করেন কাদের। বলেন, শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। এছাড়া বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.