আজিজ-বেনজীরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না: দুদু
সাবেক সেনাপ্রধান এম এ আজিজ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও। এছাড়া দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।