post
বাংলাদেশ

আজিজ-বেনজীরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না: দুদু

সাবেক সেনাপ্রধান এম এ আজিজ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও। এছাড়া দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

post
বাংলাদেশ

বিএনপি দেশ-বিদেশে অপপ্রচার চালিয়েছে

গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে বিএনপি দেশ-বিদেশে ক্রমাগত অপপ্রচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেত। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও বাংলাদেশের সংগে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় দাবি কোরে মন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করতে চায় । সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন,এটা নির্বাচনের আগে দেয়া ইউএসএ ভিসা নীতির আওতায় পড়েনা । 

post
বাংলাদেশ

অপকর্ম ঢাকতেই বিরোধীদের ওপর জুলুম

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতেই, বিরোধী নেতা-কর্মীদের ওপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে,শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন । ফখরুল বলেন,রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে, বিএনপির ওপর নিপিড়ন নির্যাতন চালাচ্ছে সরকার । বলেন,একদলীয় শাসন প্রতিষ্ঠায়, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার কোরে বিরোধী মত দমনে নানা কৌশল অবলম্বন করা হছ্ছে। ফখরুল আরও বলেন, ক্ষমতার জন্য নয়,বিএনপি লড়াই করছে গনতন্ত্র পুণরুদ্ধারে। আর এ আন্দোলন সফল না হওয়া পরযনত লড়াই চলবে বলে জানান তিনি।

post
বাংলাদেশ

নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের কর্মসূচি

পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ মে) দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। তারা ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। আর এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে-দেশের বিরোধী দলগুলো যেন তাদের সমালোচনা করতে না পারে। বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।’ ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরনের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

post
বাংলাদেশ

বিভিন্ন দূতাবাসে ধরনা দিতো বিএনপি

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপি প্রতিদিন বিভিন্ন দূতাবাসে ধরনা দিতো। দেন-দরবার করতো, নির্বাচনটা যাতে বন্ধ করা যায়। কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, নির্বাচন হয়েছে, ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। যদি নির্বাচনের দিন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা না থাকতো বেশি মানুষ ভোট দিতো। গত দু’তিন বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে। সেখানে অনেক দেশে ৪০ শতাংশের কম ভোট পড়েছে। যদিও বা সেখানে নির্বাচনে বর্জন ও প্রতিহতের কোনো হুমকি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন চমৎকার না হলে বিশ্বের ৮০ দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সর্বশেষ দুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এজন্য বিএনপির মাথা খারাপ। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছিলেন। দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিতেই এ সফরে এসেছিলেন তিনি। আমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কীভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এজন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ।

post
বাংলাদেশ

ফখরুলের কথার দাম নেই

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে আছে- মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল কী করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার। তিনি যে কথা বলেছেন, এরপর ফখরুলের যে বক্তব্য- এ বক্তব্যের কোনো মূল্য নেই। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের কোনো মিল নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে। পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া

post
বাংলাদেশ

জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে

বর্তমান সরকার পুরোপুরিভাবে নতজানু বলেই, দেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফখরুল বলেন,জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর‌যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারকে নির্যাতন নিপীড়ক সরকার মন্তব্য কোরে তিনি বলেন,জনগণের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। তাই সকল বিভেদ ভুলে গিয়ে,ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যদেশের প্রভুত্ব মেনে,সেদেশের স্বার্থ রক্ষা কোরে চলেছে।

post
বাংলাদেশ

আরও ৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি। এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

post
বাংলাদেশ

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। ফলে, ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিলে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটি। তিনি আরও বলেন, ইসলামী দলগুলো সরকারকে নামাতে, সকাল-বিকেল আন্দোলন করে,তবে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায় না।

post
বাংলাদেশ

বিদেশি ইন্ধনে আওয়ামী লীগ ক্ষমতায়

বিদেশি শক্তির ইন্ধন না থাকলে,আওয়ামী লীগও ক্ষমতায় থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার প্রেসক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দীন পিন্টুর মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের ওপর ভর করে দেশ পরিচালনা করেছে সরকার। এছাড়া সরকার নিরাপদে থাকলেও, জনগণ নিরাপদে নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। এদিকে, ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা কোরে বাংলাদেশে প্রবেশের দাবি জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.