অনুষ্ঠান

সৌদিতে কুলাউরা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

post-img

সৌদি আরব রিয়াদে সিলেটের মৌলভিবাজার জেলার কুলউরা উপজেলা প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি খালেদ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল রশীদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, আলী আনফর,ফারুক রশীদ চৌধুরী হেলাল আহমদ,উজ্বল আহমদ,এস,এ,সালাউদ্দিন,কাওসার খান,শেখ রিপন আহমদ ও প্রধান সমন্বয়ক মাতাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির রিয়াদ শাখার সভাপতি আব্দুল আজিজ মাসুক, সাংবাদিক সেলিম উদ্দিন দিদার ও একে আজাদ লিটনসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.