post
আন্তর্জাতিক

Collaborate, Change: WUST’s Hackathon Unites 200+ Innovators Worldwide

On May 25, the virtual hallways of the Washington Hackathon 2025 were buzzing— not with idle chatter, but with the electric hum of code compiling, ideas colliding, and dreams taking digital shape. Hosted by the Washington University of Science and Technology (WUST), the two-day, fully virtual hackathon brought together over 200 innovators from across the globe. Themed “Innovate, Code, Transform,” the event showcased a new generation of thinkers building sustainable solutions to some of the planet’s most pressing challenges. From eco-efficient energy systems to AI-powered disaster response, teams turned their screens into command centers for change. The event wasn’t just about competition—it was a call to action. Inaugural remarks were made by Engr. Abubokor Hanip, Chairman and Chancellor of WUST, who underscored the university’s dedication to creating a launchpad for technological innovation and nurturing the next wave of tech leadership. “This hackathon embodies everything we stand for- Creativity, collaboration, and a commitment to making the world a better place through technology,” said Abubokor Hanip. “Hackathons like this are incubators of imagination,” said Dr. Hasan Karaburk, President of WUST. “Here we see a glimpse of a better tomorrow, built by the hands of those who dare to dream differently,” he added. “The energy and cleverness on display at the Washington Hackathon 2025 were truly inspiring,” said Professor Dr.Touhid Bhuiyan, the lead organizer of the Hackathon. “We witnessed technology’s potential not just as a tool, but as a force for good, he added.” The opening session was moderated by Professor Mahmood Menon Khan of WUST, while Dr. Sandeep Kumar, Professor of Computer Science and Engineering at Christ University in India, provided an in-depth overview of the program to the virtual audience. Virtual Walls, Real-World Impact Despite being held online, the event buzzed with synergy. Participants collaborated seamlessly across time zones, exchanging ideas and crafting solutions under the mentorship of over 60 judges, advisors, and thought leaders. Among them were Prof. Mohammad Shorif Uddin and Dr. Amalisha Sabie-Aridi, who provided invaluable feedback on both technical execution and real-world relevance. Teams explored a broad range of domains—from healthcare and education to urban intelligence and disaster resilience—all through the lens of sustainability and innovation. “Every submission reflected a serious commitment to innovation. It wasn’t just about building something cool—it was about building something that matters," one judge noted. And the Winners Are… After intense evaluation, the Hackathon Champions emerged: Med Bot – AI & Robotics for Disaster Management: A pioneering system using AI-driven robots for emergency response. CareBridge – HealthCare Connect – Open Innovation: Seamlessly bridging healthcare access gaps through smart tech. MindHaven – Mental Health Support – Open Innovation: A platform focused on digital mental wellness tools. NextGen Neural – AI-Integrated Wearable for Real-Time Health Monitoring: Smart healthcare meets wearable AI. First Runners-Up included: MediNova AI, DiagnoSmart AI, and PrioritiZen—each pushing the boundaries of AI in healthcare, diagnostics, and productivity. Second Runners-Up spotlighted innovation in broader areas: EduNova’s immersive digital classroom, FactWise’s AI fact-checking for urban governance, and FioriNext’s cutting-edge enterprise UX for smart operations. A Movement, Not Just a Moment For WUST, this was more than an event—it was a testament to its mission. As the virtual applause faded, what remained was a strong sense of momentum. From Alexandria to across the globe, Washington Hackathon 2025 proved that borders don’t limit bold ideas—and that even in 48 hours, the seeds of sustainable solutions can be planted.

post
অভিবাসন

দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় লরির ধাক্কায় মোশারফ হোসেন মিলন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রবাসীরা জানান,দক্ষিণ আফ্রিকার মিউল্যান্ড তুর্কি মসজিদে মাহফিলে অংশগ্রহণ শেষে ফেরার পথে মারাত্মক আহত হন মোশারফ হোসেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়িতে থাকা অপর দুজনও আহত হয়েছেন। মোশারফ হোসেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। দেশটিতে তার নিজস্ব দুটি দোকান রয়েছে। পাঁচ মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গেছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন।

post
এনআরবি বিশ্ব

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধ শতাধিক নিখোঁজ আছেন। তবে, তাদের মধ্যে বাংলাদেশি আছে কি না এখনো জানানো হয়নি।মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএমআই এসব তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে মাছ ধরার বড় একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা ৮৯ জনের মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। সে হিসাবে নিখোঁজের সংখ্যা ৭২ জন। ভূমধ্যসাগরে নজরদারি বেড়ে যাওয়ায় আটলান্টিক মহাসাগর অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ অভিবাসী পা রাখেন, যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি।

post
এনআরবি বিশ্ব

কর আইনের বিরুদ্ধে কেনিয়ায় সহিংসতা

নতুন কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং গুলি ছুড়ে। এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। এসময় পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরে যেতে দেখা গেছে। মঙ্গলবার আইনপ্রণেতারা পার্লামেন্টে কর বৃদ্ধির একটি নতুন আইন পাসের পরই ভবনপ্রাঙ্গণে চড়াও হয় বিক্ষোভকারীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ভাঙচুর শুরু করে। অন্যদিকে এক চিকিৎসাকর্মী বলছেন, পুলিশের গুলিতে অন্তত ১০ নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

post
অভিবাসন

লেবাননে বাংলাদেশিদের কন্সুলার সেবা প্রদান

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপলিতে দুই দিন ব্যাপি কন্স্যুলার সেবা প্রদান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ত্রিপলি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে শনি ও রবিবার এই সেবা গ্রহন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এসময়ে ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, শিশুদের পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, ব্যাংক একাউন্ট খোলা ও নিয়মিতকরণের আবেদনসহ অন্যান্য সেবা দেয়া হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান সেবা-গ্রহীতাদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও ভবিষ্যতে দূতাবাসের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ বাকি বিল্লাহ এবং প্রথম সচিব আনোয়ার হোসাইন।

post
আন্তর্জাতিক

কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তারমধ্যে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনায় নিহত অন্য নয়জন হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা। জানা গেছে, সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়। দেশের জন্য এমন ঘটনা খুবই দুঃখের এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেনিয়ার বিমান বাহিনী থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আজ শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করবে কেনিয়া। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে পূর্ব আফ্রিকার এই দেশটি।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশী যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ এমরাজ হোসেন সুমন(২৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন ফেনী জেলার দাগনভূইয়া পৌরসভার গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যান সুমন। শুক্রবার সকালে আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে ওই দেশের কালো সন্ত্রাসীরা তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন সেখানে ষ্টেশনারী ও মুদি দোকান করতো। এদিকে সুমনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে চলছে আহাজারি। এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুমনের ৫ মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে।

post
এনআরবি লাইফ

টিকিট কেটেছিলেন দেশে ফেরার, দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ইকবালের

দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটার দিকে ডারবান শহরে নিজ দোকানের সামনে তাকে গুলি করা হয়। নিহত ইকবাল হোসেন (৪২) নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় সাত বছর আগে ইকবাল দক্ষিণ আফ্রিকায় যান। স্থানীয় সময় রোববার সাতটার দিকে তিনি দোকান বন্ধ করেন। এ সময় নিজ দোকানের সামনে একদল স্থানীয় অস্ত্রধারীর তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে ওই দোকানে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান বিপ্লব। চলতি মাসের ১৫ তারিখ ইকবাল দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে মো. শামসুল আলম নামে একজন প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শামসুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার হন।নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করে।এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলিপুরে। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলমের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.