post
এনআরবি বিশ্ব

জর্ডান-ইরানের অন্তত ১৯ হজযাত্রী নিহত

সৌদি আরবে মক্কায় পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে ১৯ হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ।এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে ১৪ জন হজযাত্রী মারা গেছেন এবং আরও ১৭ জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই ১৪ জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ পৃথকভাবে বলেছেন,‌‌এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি পাঁচ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। এদিকে, সৌদি আরব সরকার হজ পালনের সময় হজযাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

post
এনআরবি বিশ্ব

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৬০

অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে পৃথক দুটি নৌকা দুর্ঘটনায় মারা গেছেন ১০ অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজ ৬০ জন। অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা থেকে ৩০ বাংলাদেশিসহ জীবিত উদ্ধার করা হয়েছে ৫১ জনকে। মৃত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কি না জানা যায়নি।জার্মানির এনজিও প্রতিষ্ঠান রেসকিউশিপ জানায়, গতকাল সোমবার ভুমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৪০ মাইল দূরে ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের মানবিক উদ্ধার জাহাজ নাডির ৫১ জনকে জীবিত উদ্ধার করে। রেসকিউশিপের একজন কর্মকর্তা জানান, তাদের উদ্ধারকর্মীরা প্রথমে ওপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে। পরে নৌকার ডেকের নিচে থেকে অচেতন অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন জীবিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

পশ্চিমবঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত- ৯

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী ফাঁসিদেওয়া রেলস্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষে কতজন হতাহত হয়েছেন, তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম নিহতের সংখ্যা ২৫ এবং আহতের সংখ্যা ৫৪ বলে দাবি করেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির মধ্যে একটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এটি আসামের শিলচর স্টেশন থেকে কলকাতায় শিয়ালদহ স্টেশনে আসছিল। এতে ১ হাজার ১০০ যাত্রী ছিলেন। আর অন্য ট্রেনটি ছিল পণ্যবাহী। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। শুরুতে দাবি করা হয়েছিল, পণ্যবাহী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালক দায়ী নন। রেললাইনের রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর ছিল। এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের ম্যানুয়াল মেমো ইস্যু করে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।

post
এনআরবি বিশ্ব

কানাডায় অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত

কানাডায় অনুষ্ঠিত হবে,পবিত্র ঈদুল আজহার একাধিক ঈদ জামাত। ক্যালগেরিতে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় এবং ঈদের তৃতীয় জামাত সকাল সাড়ে ১০টায় আকরাম জুম্মা মসজিদে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। নামাজে ইমামতি করবেন, মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ। এদিকে,বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে ৯টার সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করবেন ।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাড়লো অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় ১৩ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন। এদিকে, অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য। এজেন্সিগুলোতেও বেড়েছে প্রবাসীদের ভিড়। অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে টিকিট কাটার অভিযোগ করেছেন প্রবাসীরা। জানা যায়, আকামা ও পাসপোর্টের মেয়াদ না থাকা ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সমস্যা সমাধানে কুয়েত ঢাকা-রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবিও জানিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধারা। আগামী ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্য নির্বাচন: জরিপ চালিয়েছে ইউগভ

দুই সপ্তাহ নির্বাচনী প্রচারণার পর বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ইউগভ। তাতে উঠে এসেছে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে। নির্বচনী প্রচারণার শুরুর সময়ে চেয়ে ৪ শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টির দাড়িয়েছে ২০ শতাংশ। অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ শতাংশ। কিন্তু জনিপ্রয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। দলটির জনসমর্থন দাঁড়িয়েছে ১৬ শতাংশে। কনজারভেটিভ দলের চেয়ে মাত্র চা শতাংশ পিছিয়ে রিফর্ম ইউকে। ফলে কনজারভেটিভের জন্য রিফর্ম ইউকে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইউগভ ১২ ও ১৩ জুন দুই হাজার দু‘শ প্রাপ্ত বয়স্ক ভোটারদের মধ্যে এ জরিপ পরিচালনা করে। জরিপ নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

post
এনআরবি বিশ্ব

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবি পুতিনের

ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন দাবির কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন ইউক্রেনকে। এগুলো হচ্ছে আরও ভূখন্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে,দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্খা ত্যাগ করতে হবে। পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে এ সপ্তাহে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তাঁর শর্তের বিষয়গুলো সামনে আনলেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়। ওই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে শুক্রবার পুতিন তাঁর শর্তের বিষয়টি সামনে আনলেন।

post
এনআরবি বিশ্ব

মক্কা নগরে শুরু হজের আনুষ্ঠানিকতা

সৌদি আরবের মক্কা নগরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের হজে ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচদিন সময় লাগে। প্রথম দিন পুরুষ হজযাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন। অপরদিকে নারীরা ঢিলেঢালা পোশাক পরেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় চলছে পিআরএম

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি -পিআরএম। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন নথিবিহীন প্রবাসী।দেশটির ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে,চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে, চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০ হাজার ৩৭৯ জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১ হাজার ৫৪ জন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি এখনো। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা, বিভিন্ন দেশের ৩ থেকে ৪ লাখ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে।

post
এনআরবি বিশ্ব

দেশের মতো ঈদের আমেজ নেই অস্ট্রেলিয়ায়

খ্রিস্টান প্রধান দেশ অষ্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে একাধিক ঈদের জামাত। তবে, মুসলিম বিশ্বের দেশগুলোর মতো ঈদের আমেজ নেই,ওশেনিয়ার দেশটিতে।জানা যায়,বহু সংস্কৃতির অস্ট্রেলিয়ায় বাস করছেন নানান দেশের নানা জাতির অভিবাসীরা। অভিবাসি নির্ভর দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, মুসলিম সম্প্রদায়ের অনুসারিরাও। খ্রিস্টান প্রধান দেশটিতেও নির্বিঘ্নেই নিজ ধর্ম পালন করছেন মুসলমানরা। তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে, ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। বাংলাদেশের ধর্মীয় আয়োজন, উৎসবে পরিনত হলেও,অস্ট্রেলিয়ায় নেই তার কোন প্রবণতা। তবে,ভিন্ন জাতির জন্যে নেই বিশেষ কোন প্রদক্ষেপ। এদিকে, দেশটিতে নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে থেকে, নিজ ধর্ম হারিয়ে যাওয়ার আশংকা করছেন প্রবাসীরা। জানিয়েছেন, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব ডিজিটাল টেকনোলোজি এর সিইও ড. মোল্লা মো: রাশিদুল হক। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ মুসলিম সম্প্রদায়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক’ই বাংলাদেশি। মাতৃধর্মের প্রতি তারা অনুগত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.