দুই সপ্তাহ নির্বাচনী প্রচারণার পর বিভিন্ন দলের জনসমর্থন নিয়ে জরিপ চালিয়েছে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ইউগভ। তাতে উঠে এসেছে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে। নির্বচনী প্রচারণার শুরুর সময়ে চেয়ে ৪ শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টির দাড়িয়েছে ২০ শতাংশ। অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ শতাংশ। কিন্তু জনিপ্রয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের। দলটির জনসমর্থন দাঁড়িয়েছে ১৬ শতাংশে। কনজারভেটিভ দলের চেয়ে মাত্র চা শতাংশ পিছিয়ে রিফর্ম ইউকে। ফলে কনজারভেটিভের জন্য রিফর্ম ইউকে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইউগভ ১২ ও ১৩ জুন দুই হাজার দু‘শ প্রাপ্ত বয়স্ক ভোটারদের মধ্যে এ জরিপ পরিচালনা করে। জরিপ নিয়ে বিভিন্ন দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।