post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন। রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে উল্লিখিত পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন।বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রসঙ্গে জেনেছি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৭৫০ অবৈধ অভিবাসীকে আটক

কুয়েতের বানইদ আল-গার, জিলিব আল-শুয়ুখ ও মুতলাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৭৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানিয়েছেন কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমস প্রতিবেদনে বলেছে,কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে নির্দিষ্ট সময়ে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। বাকি ৮৫ হাজার এই সুযোগ গ্রহণ করেনি। আর তাদের বিরুদ্ধেই এই অভিযান চলছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেছেন,বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না।

post
এনআরবি বিশ্ব

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধ শতাধিক নিখোঁজ আছেন। তবে, তাদের মধ্যে বাংলাদেশি আছে কি না এখনো জানানো হয়নি।মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএমআই এসব তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে মাছ ধরার বড় একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা ৮৯ জনের মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। সে হিসাবে নিখোঁজের সংখ্যা ৭২ জন। ভূমধ্যসাগরে নজরদারি বেড়ে যাওয়ায় আটলান্টিক মহাসাগর অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ অভিবাসী পা রাখেন, যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি।

post
এনআরবি বিশ্ব

অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল ঘোষণা করেছেন। সদ্যই বিদায় নেওয়া ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার এমন উদ্যোগ নিয়েছিল।মূলত অভিবাসন প্রত্যাশীরা যেন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ না করেন সেজন্য এমন একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু এটি কোনো কার্যকরী ব্যবস্থা হবে না বলে জানিয়েছেন স্টারমার। শনিবার স্টারমার এ ব্যাপারে বলেছেন, “শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আটকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এ ধরনের প্রতারণা কৌশল অব্যাহত রাখব না, যেটি কোনো কাজে দেয় না।” যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর এ বিষয়টি খুব ভালো করেই জানে গ্যাংয়ের সদস্যরা। এরফলে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহত রেখেছে তারা। চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাস করা হয়। ওই সময় বলা হয় অভিবাসন প্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে।

post
এনআরবি বিশ্ব

ব্রিটেনে চলছে ভোট গ্রহণ; জয়ের সম্ভাবনা লেবার দলের

চলছে ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহন। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহন শেষ হবে রাত দশটায়। বিভিন্ন কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনে ব্যয়ের বোঝা এবং অভিবাসন ও গাজা যুদ্ধসহ বৈশ্বিক বাস্তবতায়, এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যের ভোটাররা। এর আগে প্রায় দেড় মাস ধরে ৯৫টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড ৪ হাজার ৫১৫ প্রার্থীর ভোট চাওয়ার পালা শেষ হয় বুধবার। নির্বাচনে প্রাথমিক জরিপে এগিয়ে রয়েছে লেবার দল। এক্সিট পুল ইউগভের জরিপ মতে, এবার লেবার দল জয় লাভ করতে পারে ৪৩১ আসনে। আগের বারের নির্বাচনের চেয়ে প্রায় ২২৯ টি বেশি আসন পেতে পারে দলটি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেতে পারে ১০২ আসন। এ হিসেবে দলটি গত নির্বাচনের তুলনায় ২৬৩ টি আসন কম পেতে পারে। এতে করে দলটি অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আর লিবারেল ডেমোক্রেট নতুন ৬১ আসনসহ মোট ৭২ টি আসন পেতে পারে। এছাড়াও এসএনপি পেতে পারে ১৮ টি, রিফর্ম ইউকে পেতে পারে ৩টি এবং গ্রীন পার্টি ২ টি আসন পেতে পারে। বুধবার প্রধান দুই রাজনৈতিক দল লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এবং টরি নেতা ঋষি সুনাক নির্বাচনের আগ মুহুর্তে ভোটারদের প্রতি নিজেদের পক্ষে শেষ প্রচারণা চালান।

post
এনআরবি বিশ্ব

কাজাখস্তানে এসসিও আঞ্চলিক সম্মেলনে পুতিন-পিং

পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ৯ সদস্যের এসসিও নামের এ সংস্থার স্থায়ী সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে,কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এ বছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশও। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে এসসিও সদস্যদেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও এসসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরেও দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে ২০ নম্বর ভিসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

কুয়েতে ২০ নম্বর ভিসা বা ’খাদেম-গৃহকর্মী’ ভিসাকে ১৮ নম্বর ভিসা বা ‘শন- বেসরকারী খাত’ ভিসায় পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আরব টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানান,কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।স্থানীয় জনশক্তি পাবলিক অথরিটি জানিয়েছে, কুয়েতের ২০ নম্বর ‘গৃহকর্মী’ ভিসা- ১৮ নম্বর বেসরকারী খাতে পরিবর্তনের সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহ শেষের আগেই এবিষয়ে নতুন আইনটি জারি করা হতে পারে। তবে, নতুন এ আইনে সকল সুবিধাভোগীদের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তটি হলো-অবশ্যই গৃহকর্মী ভিসাদারীদের ন্যূনতম এক বছর স্পনসরের সাথে কাজ করতে হবে। নতুন আইন মেনে শর্তাবলী পূরণ করতে সক্ষম হলেই কেবল, বেসরকারী খাতে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মী ভিসার প্রবাসীরা। এর আগে গত সপ্তাহে এ সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্কিত ও গণমাধ্যম বিষয়ক বিভাগ। 

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন দিনে আটক-১৪২

মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে তিন দিনের অভিযানে বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪ স্থানে তিন দিনের অভিযানে এসব অভিবাসী আটক করা হয়। যাদের অনেকেই ঘরের সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন। নেগেরি সিম্বিলানের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, অভিযানে ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ১৪২ জনের। যেখানে মিয়ানমারের ২৬ জন, পাকিস্তানের ৬, ইন্দোনেশিয়ার ৭১, বাংলাদেশি ৩২, কম্বোডিয়ান ৫ এবং ভারতের ২ জন নাগরিক ছিলেন।

post
এনআরবি বিশ্ব

খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয়দের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে। ফলে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর এবং সকালেও খান ইউনুসের আশপাশে একাধিক ইসরায়েলি হামলা হয়েছে। এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী । ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসাকর্মীরাও।

post
এনআরবি বিশ্ব

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপা:শিশুসহ মৃত্যু অন্তত-১২২

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ১২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।উত্তর প্রদেশের হাথরসে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও। অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা। আরেক নারী বলেন, 'সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.