এনআরবি বিশ্ব

পশ্চিমবঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত- ৯

post-img

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকটবর্তী ফাঁসিদেওয়া রেলস্টেশনের কাছে দুই ট্রেনের সংঘর্ষে কতজন হতাহত হয়েছেন, তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

রেল কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যম নিহতের সংখ্যা ২৫ এবং আহতের সংখ্যা ৫৪ বলে দাবি করেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির মধ্যে একটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এটি আসামের শিলচর স্টেশন থেকে কলকাতায় শিয়ালদহ স্টেশনে আসছিল। এতে ১ হাজার ১০০ যাত্রী ছিলেন। আর অন্য ট্রেনটি ছিল পণ্যবাহী। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। শুরুতে দাবি করা হয়েছিল, পণ্যবাহী ট্রেনের চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, দুর্ঘটনার জন্য পণ্যবাহী ট্রেনের চালক দায়ী নন। রেললাইনের রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর ছিল। এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের ম্যানুয়াল মেমো ইস্যু করে গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.