ওমরাকারীদের জন্য ই-ভিসা চালু
পবিত্র ওমরা পালন ব্যবস্থা সহজ করতে ওমরাকারীদের জন্য এবার ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এর আওতায় ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, ওমরার ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এ ছাড়াও এ ভিসার জন্য স্বাস্থ্য পরীক্ষারও প্রয়োজন হবে না। এমনকি নারীদের জন্য পুরুষ অভিভাবকের বাধ্যবাধকতাও আর থাকছে না। নতুন ব্যবস্থায় আরবি ক্যালেন্ডারের প্রথম দিন ১ মহররম তথা ১৯ জুলাই থেকে ওমরা পালন করতে পারবেন আগ্রহীরা। এর আগে ভিসা ছাড়াই ২৭ দেশের নাগরিকদের জন্য ওমরা পালনে সুযোগের কথা জানিয়েছিল সৌদি আরব।