ফ্রান্সে অভিবাসনবিরোধী রাজনৈতিক দলের উত্থান
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ সমালোচক মারিন লু পেনের জয়ের পর তাদের ক্ষমতায় আসা ঠেকাতে ঐক্যফ্রন্ট গড়ার চেষ্টা নিয়েছে রাজনৈতিক দলগুলো।ভোটের আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, আরএন পেয়েছে প্রায় ৩৩ শতাংশ ভোট। বামপন্থি দল পেয়েছে ২৮ শতাংশ, আর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর টুগেদার অ্যালায়েন্স পেয়েছে মাত্র ২২ শতাংশ ভোট। মাক্রোঁর জন্য এটি বড় ধাক্কা। অন্যদিকে, আরএনের সমর্থকরা ভোটের ফলে সন্তুষ্ট। কারণ তারা পরিবর্তন চায়। কিন্তু অন্যান্যদের আশঙ্কা, আরএন এর উত্থান এবং তাদের জাতীয়তাবাদী প্লাটফর্ম ফ্রান্সের সমাজে উত্তেজনা বাড়াবে। আগামী সপ্তাহে আরএন জয়ী হয়ে ক্ষমতায় যাবে কি না, তা নির্ভর করছে তাদের প্রতিদ্বন্দ্বিরা কোন রাজনৈতিক সমঝোতায় পৌঁছায় তার ওপর।