জয় পেয়েও বিজেপি পরাজিত
ভারতের সাম্প্রতিক ইতিহাসে এবারের লোকসভা নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। জয় পেয়েও বিজেপি যেন পরাজিত। আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস। লোকসভা নির্বাচনে চমক দেওয়ার মতো কিছু ঘটনাও ঘটেছে। ইন্ডিয়া জোট গঠন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা, সবকিছুই এবারের নির্বাচনে কংগ্রেসের লাভের হিসাব বাড়িয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূর্যও যেন কখনোই অস্ত যায় না। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও বিরোধীদের সামলানোর দক্ষতা বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি শক্তিশালী বলেও মনে করা হয়। ইন্ডিয়া জোটের সদস্য হয়েও লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা। এছাড়াও,বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রী নীতীশ আবারও লোকসভা নির্বাচনে নিজের অনন্য দক্ষতার নজির রেখেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু পোড় খাওয়া আরেক রাজনীতিক। তিনিও দেখিয়েছেন- কৌশলী রাজনীতিককে কখনোই সহজে পাশ কাটিয়ে যাওয়া যায় না। তবে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিই থেকে গেল নয়াদিল্লি। আর সেখানেই জারি থাকল,নরেন্দ্র মোদির রাজত্ব।