post
এনআরবি বিশ্ব

কুয়েতে ভবনে আগুন লেগে নিহত অন্তত-৪০

কুয়েতের দক্ষিণাঞ্চল মান্গাফ এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ভোররাতে ওই এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কাঁচের জানালার কারণে অ্যাপার্টমেন্টের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে অনেকে নিহত হন। আহত আরও বেশ কয়েকজনকে আদান, জাবের ও মুবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুঁটে যান, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার এবং চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা মেনে নিলো হামাস

গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা সমর্থিত পরিকল্পনা মেনে নিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার একথা জানিয়েছেন। একে ‘আশাব্যাঞ্জক লক্ষণ’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তেল আবিবে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিনকেন বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ শেষের পর গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েকদিন চলবে। গাজায় ৮ মাসের চলমান যুদ্ধ শেষ করতে ব্লিনকেন মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

বাংলাদেশ বুদ্ধিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের বুস্ট কালচারাল সেন্টারে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় বুদ্ধ স্নানের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় আটাশ বুদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিস্কার দান। প্রথম পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন অভি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নাগসেন ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা থেকে আগত ইন্টারন্যাশনাল স্পিকার অন মাইন্ডফুলনেস ও ফাউন্ডার অফ কেনাডিয়ান মাইন্ডফুল ড. ভান্তে শরণাল। দ্বিতীয় পর্ব শুরু হয় মঙ্গলাচরণের মাধ্যমে। মঙ্গলাচরণ করেন নির্ঝর বড়ুয়া কাব্য। পঞ্চশীল প্রার্থনা করেন সহ-সভাপতি বাবু উদয়ন বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মুন্নি বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, সুতপা ও সমনজয় বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন পিয়াস বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপনী কমিটির আহ্বায়ক অভি বড়ুয়া, দীপক বড়ুয়া এবং সংগঠনের সভাপতি বাবু সুজন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাডা থেকে আগত অপরুপ বড়ুয়া ও বাংলাদেশ থেকে আগত বিদ্যুৎ বড়ুয়া।

post
এনআরবি বিশ্ব

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স’র পূর্নাঙ্গ কমিটি

সুন্দরবন কল্যান সমিতি ফ্রান্স এর ২০২৪-২৬ সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । রাজধানী প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক স্বপন। সংগঠনের সাবেক সভাপতি জাহিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হেলাল বেপারী। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন রনি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ডা: এম,এ,আজিজ। কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন,জাকির হোসেন,শেখ কামরুজ্জামান নান্নু,আলম বয়াতি,এনামুল হক, ওয়ালিদ হোসেন ও আবু হানিফ। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি নাসির আহমেদ, জাহাঙ্গীর লাহারী, নজরুল ইসলাম বাইজিদ,শাহ আলম, শাহাদাত হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল শরীফ,আসিফ হাওলাদার, তারেক মাহমুদ, ডা: খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবু তাহের,রিয়াজুল ইসলাম রিপন ,প্রচার সম্পাদক তারেক শিকদার ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম আরিফ।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। পশু কেনা-বেচায়ও বাড়ছে ভিড়।স্থানীয় নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরের এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তিনি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পশু এনে লালন পালন করে বিক্রি করেন। আর এক সপ্তাহ পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর খামার। সাধ এবং সাধ্যের মধ্যে মালায়েশিয়ান নাগরিকদের পাশাপাশি কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশিরাও। মালয়েশিয়ায় কোরবানীর চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশী মালিকানাধীন খামারগুলোতেও রয়েছে নানা প্রজাতীর পশু। কুয়ালালামপুরে সন্নিকটে হুলুলাংগাট এলাকায় এমনই এক বাংলাদেশী বিনিয়োগকারী কুমিল্লার মবিন ভূঁইয়া। তার এ খামারে পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পশুর খামারগুলো। দিনের শুরুতে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়তে থাকে। তার এ খামারে ৫ হাজার রিঙ্গিত থেকে সর্বোচ্চ ২০ হাজার রিঙ্গিত দামের গরু রয়েছে। কোরবানির ঈদ ছাড়াও সব সময়ই পাওয়া যায় গরু, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন পশু।

post
এনআরবি বিশ্ব

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দোয়া মাহফিল

নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি বাহরাইনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক ও সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুনের মাতা এবং সংগঠনের সদস্য আলমগীর হোসেনের পিতার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কার্গো অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি হারুন অর রসিদ। গেস্ট অব অনার ছিলেন সহ সভাপতি নজরুল ইসলাম মানিক। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আহছান উল্যাহ মাসুদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসান রিয়াদ,আমিনুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম,মামুন, মনিরুল ইসলাম, মীর হোসেন সুজন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হেলাল উদ্দিন,শাহ আকরাম, মিরাজ,শওকত বা্বর সুমন, আলমগীর হোসেন,আব্দুল মতিন, আলমগীর ও খোরশেদ আলমসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ প্রবাসী থেকে শুরু করে সবার মাঝে। এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে তিনদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবার মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি আমিরাতের আজমানে থাকতেন। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান। শনিবার দুপুর ২টায় শারজাহ আল-কাসীমি হসপিটালে তার মৃত্যু হয়। তার চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান, তিন বছর আগে আমিরাতে এসেছিলেন মোহাম্মদ শাহজাহান। দেশটিতে আসার পর থেকে একটি গ্রোসারি সুপারশপে চাকরি করতেন শাহজাহান। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে গত শুক্রবার আল-কাসীমি হসপিটালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে রাতে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

post
এনআরবি বিশ্ব

জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েতের আলোচনা সভা

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মো. আকবর হোসেন ও সভাপতি আব্দুল হাই মামুন বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার কুয়েতের পাঁচ তারকা হোটেল হলিডে ইন এর লবিতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মো. আকবর হোসেন, সভাপতি আব্দুল হাই মামুন, সহ-সভাপতি সুরুক মিয়া, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ, সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও প্রচার সম্পাদক আলাল আহমদ।

post
এনআরবি বিশ্ব

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রিত অতিথি হিসেবে কয়েক হাজার বিশিষ্টজনও উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি ভবনে। ছয় ধাপে ভোটগ্রহণ শেষে গত ৪ জুন ঘোষণা করা হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ীদের নাম। নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। আর কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পায়। এছাড়া, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ৫টি আসন। ৪টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই (এম), ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ৩টি করে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)।

post
এনআরবি বিশ্ব

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই নারী কনস্টেবল বহিষ্কার ও গ্রেফতার

ভারতে লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে। থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারও করা হয়েছে। তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মীর নাম কুলবিন্দর কৌর। তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য। গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’ 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.