খ্রিস্টান প্রধান দেশ অষ্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে একাধিক ঈদের জামাত। তবে, মুসলিম বিশ্বের দেশগুলোর মতো ঈদের আমেজ নেই,ওশেনিয়ার দেশটিতে।
জানা যায়,বহু সংস্কৃতির অস্ট্রেলিয়ায় বাস করছেন নানান দেশের নানা জাতির অভিবাসীরা। অভিবাসি নির্ভর দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, মুসলিম সম্প্রদায়ের অনুসারিরাও।
খ্রিস্টান প্রধান দেশটিতেও নির্বিঘ্নেই নিজ ধর্ম পালন করছেন মুসলমানরা। তাই আসছে ঈদুল আজহাকে সামনে রেখে, ব্যস্ত সময় পার করছেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। বাংলাদেশের ধর্মীয় আয়োজন, উৎসবে পরিনত হলেও,অস্ট্রেলিয়ায় নেই তার কোন প্রবণতা। তবে,ভিন্ন জাতির জন্যে নেই বিশেষ কোন প্রদক্ষেপ।
এদিকে, দেশটিতে নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে থেকে, নিজ ধর্ম হারিয়ে যাওয়ার আশংকা করছেন প্রবাসীরা। জানিয়েছেন, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব ডিজিটাল টেকনোলোজি এর সিইও ড. মোল্লা মো: রাশিদুল হক।
অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ মুসলিম সম্প্রদায়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক’ই বাংলাদেশি। মাতৃধর্মের প্রতি তারা অনুগত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।