post
এনআরবি বিশ্ব

কর আইনের বিরুদ্ধে কেনিয়ায় সহিংসতা

নতুন কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং গুলি ছুড়ে। এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। এসময় পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরে যেতে দেখা গেছে। মঙ্গলবার আইনপ্রণেতারা পার্লামেন্টে কর বৃদ্ধির একটি নতুন আইন পাসের পরই ভবনপ্রাঙ্গণে চড়াও হয় বিক্ষোভকারীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ভাঙচুর শুরু করে। অন্যদিকে এক চিকিৎসাকর্মী বলছেন, পুলিশের গুলিতে অন্তত ১০ নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

post
এনআরবি বিশ্ব

স্কটল্যান্ড-বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবে সিপিজি

স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সিপিজি-বাংলাদেশ সভা। ২৪ জুন পার্লামেন্টের মিটিং রুম ১ এ অনুষ্ঠিত সভায় স্কটীশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন। সিপিজি - বাংলাদেশ এর কনভেনর লোদিয়ান এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই- র পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি আহ্বায়ক মাইলস ব্রিগস এমএসপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ডের পরিচালক পিটার ব্রাউন, স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ড. ইব্রাহিম রশিদ ।সভায় এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই এবং এমএসপি ব্রিগস বিগত কার্যক্রমের নানা অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন যে, 'তারা ইতিমধ্যে স্কটিশ বিশ্ববিদ্যালয় গুলোর সাথে কথোপকথন শুরু করেছেন এবং বিশেষত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং ফিশিং সেক্টরে শিক্ষা ও গবেষণা সহযোগিতা মুলক নানা দ্বিপাক্ষিক কার্যক্রমের সম্ভাবতা নিয়ে মতবিনিময় করেছেন। এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই বলেন, "সিপিজি স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশিষ্ট বিষয়ে সম্পর্ক গড়ে তোলতে কাজ করে যাবে” "স্কটিশ এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি শিক্ষাও গবেষনা বিনিময় কর্মসুচী চালু করার ব্যাপারে আমরা আশাবাদী, সেক্ষেত্রে ঢাকায় বিভিন্ন স্কটিশ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস চালু হতে পারে। আমরা ইতিমধ্যে স্কটিশ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে এ ব্যাপারে যোগাযোগ শুরু করেদিয়েছি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার সাইদা মুনাতাসনিমের সাথে এ ব্যাপারে আলোচনা চলমান রয়েছে” হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বক্তব্য প্রদান কালে বাংলাদেশ সরকার কতৃক সাম্প্রতিক কালে গৃহীত নানা জাতীয় উন্নয়ন কর্মসুচী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন সফরে যান এবং ১৯৭১ সালে মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। এই ঐতিহাসিক সফর ছিল একটি বড় পদক্ষেপ। এর সাধারণ মূল্যবোধের ভিত্তিতে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের সাথে মহান বন্ধুত্বে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সামাজিক ন্যায়বিচার ও সমতা বিষয়সমূহের দিকগুলো কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতায় বিগত ৫২ বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকে।সভায় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান, কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান ও কাউন্সেলর (রাজনৈতিক) মৌমিতা জিনাত। 

post
এনআরবি বিশ্ব

চলতি বছর ১ হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু

তীব্র তাপপ্রবাহে চলতি বছর কমপক্ষে এক হাজার ৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।সৌদির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে,যারা মারা গেছে তাদের তিন-চতুর্থাংশের সেখানে থাকার আনুষ্ঠানিক কোনো অনুমতি ছিল না। সে কারণে তারা হজের পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি। তীব্র গরমে অনেকেই তাঁবুতে আশ্রয় নিতে পারেননি এবং সরাসরি সূর্যের আলোর নিচেই অবস্থান করতে হয়েছে এবং দীর্ঘ সময় হাঁটতে হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক বা অনেকদিন ধরেই অসুস্থ এমন লোকজনও ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, তীব্র তাপপ্রবাহ যে কতটা বিপজ্জনক এবং কীভাবে হজযাত্রীরা নিরাপদ থাকতে পারেন সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। ফাহাদ আল-জালাজেল আরও বলেন, বিভিন্ন হাসপাতালে প্রায় পাঁচ লাখ হজযাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজারের বেশি হজযাত্রী অনোনুমোদিত। কেউ কেউ এখনও প্রচণ্ড তাপ প্রবাহের কারণে ক্লান্তি নিয়ে হাসপাতালেই অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসী আটক

অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ১ হাজার ৭০০ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির সেলাঙ্গর রাজ্যের পোর্টক্লাং এর বন্দর সুলতান সুলেমানের জালান সুলতান আব্দুল সামাদ ফ্ল্যাটের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া,বাংলাদেশ,নেপাল এবং মায়ানমারের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তাদেরও আটক করা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

রাশিয়ার ঘাঁটি ধ্বংস করার দাবি ইউক্রেনের

রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসোনদার অঞ্চলে একটি বিমানঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে। তারা বলেন,স্যাটেলাইটে ধরা পড়া ওই সব ছবিতে একটি রুশ গুদামঘরের ধ্বংসাবশেষ দেখা গেছে। সেখান থেকে ইরানে তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ বিষয়ে এখনো মস্কোর বক্তব্য পাওয়া যায়নি। তবে রুশ কর্তৃপক্ষ বলেছে,শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড়সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা। কিয়েভে নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,ইরানে তৈরি শাহেদ ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ আটক-১৬

কুয়ালালামপুরে ১০ বাংলাদেশিসহ ১৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুজন স্থানীয় নাগরিককেও আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১০ জন বাংলাদেশি ছাড়াও, ইন্দোনেশিয়ার চারজন এবং ভারত ও পাকিস্তানের দুজন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় দুজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় ২৩ জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায়, ওই শপিংমলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ওমানে খারিফ মেলা শুরু ২৫ জুন

ওমানে ২৫ জুন থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খারিফ মেলা।মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্যের মৌসুম খারিফ। যে সময় কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকেই লক্ষ পর্যটক আসেন খারিফ দেখতে। গত বছরের খারিফ মৌসুমে ৮ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এই সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের। খারিফের সময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা। প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের।

post
এনআরবি বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় নিহত-অন্তত ৪২

গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।শনিবার তারা নিহত হয়েছেন বলে হামাস শাসিত গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে। শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এ দিন নিহতদের অধিকাংশই ছিল দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দা। কিন্তু পরদিন নিহত ৪২ জনের সবাই উত্তরের গাজা শহরের বাসিন্দা। গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা রয়টার্সকে জানান, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের অন্যতম আল-শাতির একটি বাড়িতে ইসরায়েলের হামলায় ২৪ জন নিহত হয়েছেন আর আল-তুফায় আরেকটি বাড়িতে হামলায় আরও ১৮ জন নিহত হয়।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরি

রাশিয়ার সঙ্গে কয়েক দিন আগেই একটি প্রতিরক্ষা চুক্তি করে উত্তর কোরিয়া। এরপরই শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী একটি রণতরি। পারমাণবিক শক্তিসম্পন্ন এই রণতরি ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নেবে। রণতরিটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর খবর বিবৃতি দিয়ে জানিয়েছে দেশটির নৌবাহিনী। দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে,এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষাব্যবস্থা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দেশ দুটি যে দৃঢ় সংকল্প,তা বুঝিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরীর চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের আগস্টে এক সম্মেলনে এই তিন দেশের নেতারা প্রতিবছর সামরিক প্রশিক্ষণ মহড়া আয়োজনের বিষয়ে একমত হয়েছিলেন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে জাহাজডুবি: আরও ১৪ মৃতদেহ উদ্ধার

ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনায় আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।সোমবারের ওই জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৪ জন হতাহত হয়েছিল ও অনেকে নিখোঁজ ছিলো। নিখোঁজদের মধ্যে ১৪ জনের মৃতদেহ শুক্রবার উদ্ধার হয়। চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি সম্ভবত তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, কিন্তু ক্যালাব্রিয়ার থেকে প্রায় ২শ কিলোমিটার দূরে থাকার সময় আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে যায়। জাহাজডুবির পর ইতালির কোস্টগার্ড জানিয়েছিল, তারা ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে এবং একজন নারীর মৃতদেহ খুঁজে পায়। জীবিত সবাইকে ও নারীর লাশটি তীরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ৬০ জনেরও বেশি তখনো নিখোঁজ বলে জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছিল জাতিসংঘের সংস্থাগুলো।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.