post
এনআরবি বিশ্ব

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন আসছে

পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন নিয়ে আসছে মন্টিনেগ্রো সরকার। সেনজেন ভ্রমন ভিসা বা অবৈধভাবে গিয়ে আর বৈধ হওয়ার সুযোগ থাকছেনা দেশটিতে। ৩ জুন অভিবাসন আইনের পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে নতুন সরকার প্রধান। হঠাৎ এই পরিবর্তনে বৈধ অভিবাসনের আশায় পাড়ি জমানো হাজারো বাংলাদেশীসহ অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তবে, পতুর্গিজ নাগরিকরা বলছেন,পতুর্গালের অভিবাসনের উদার নীতির কারণে ভবিষ্যতে নতুন কোনো সুযোগ তৈরি হতেও পারে। জানা যায়, ইতিহাস ঐতিহ্যের আর প্রাকৃতিক সৌন্দর্যে্যর কারণে ইউরোপ আমেরিকার উন্নত দেশের ভ্রমন পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে আছে আটলান্টিক তীরের দেশ পতুর্গাল। বৈধ বা অবৈধভাবে পতুর্গালে প্রবেশ করে একটি চাকরি জোগাড় করতে পারলেই,অথবা এমন বেশকিছু সহজ শর্তে এ দেশে স্থায়ী বসবাসের অনুমতি মিলেছে। মিলেছে নাগরিকত্ব। ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে বৈধ হওয়ার সুযোগ থাকায় ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী বসতি গড়েছেন এখানে। কাজের পাশাপাশি পর্যটন, রেস্টুরেন্ট, কৃষিখাত, গণপরিবহন ব্যবসায় ও সফলতার সাক্ষর রাখছেন বাংলাদেশী প্রবাসীরা। রাজধানী লিসবনেই উরোপের সবচেয়ে বড় বাংলাদেশী অধ্যুষিত ব্যবসায়ীক এলাকাও গড়ে উঠেছে। তবে সরকারের নতুন অভিবাসন নীতিমালার কারণে এই সম্ভাবনার আকাশে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ। দীর্ঘদিন ধরে ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পারা বাংলাদেশী প্রবাসীদের শেষ ভরসা ছিলো পর্তুগাল। নতুন নীতিমালায় অন্য দেশের ভিসা নিয়ে বা ভিসা ছাড়া এসে বৈধ হওয়ার সুযোগ আর থাকছেনা। তাই গোটা ইউরোপের অবৈধ অভিবাসীদের জন্যও দুঃসংবাদ হয়ে এসেছে এই ঘোষনা। নীতিমালা অনুমোদনের পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন,পতুর্গালের দরজা একবারে বন্ধ হচ্ছেনা। তবে যে রকম অরক্ষিত ছিলো এখন আর সেরকম থাববেনা। নির্দেশনা মেনে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় পতুর্গালে আসা যাবে বলে জানান সরকার প্রধান।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর ব্যাপক ধরপাকড়

মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, সাড়ে ৮শ থেকে এক হাজার অভিবাসীকে ১৩০ কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস -রেলা এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

post
এনআরবি বিশ্ব

এনডিএ জোটের প্রধান নির্বাচিত মোদি

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি- দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় শপথ নেবে এই সরকার। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে মোদির হাতে মনোনয়নপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এর আগে এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেখানে জোটের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়- মোদিকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে বিতর্কে ইমিগ্রেশন ইস্যু

নির্বাচন ঘিরে বিবিসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন ৭ দলের নেতাগণ। লেবার দল থেকে যোগ দেন এঞ্জেলা রেইনার, কনজারভেটিভ পার্টির পেনি মর্ডান, এসএনপির স্টীপের ফ্লিন, লিবডেমের ডেইজি কুপার, রিফর্ম ইউকের নাইজে ফারাজ, প্লেড কামরোর রোন এপ লোর্থ এবং গ্রীন পার্টির কার্লা ডেনিয়ার। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সংস্কারের বিষয়। এসময় ডি ডের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগে বের হয়ে যাওয়ার বিষয়টি ভুল ছিলো বলে স্বীকার করেছেন পেনি মডার্ণ। এরপর সব দলের নেতারা অংশ নেন স্বাস্থ্য সেবার প্রধান খাত এনএইচএস সংস্কার ইস্যুতে। এসময় টরি সরকার এনএইচএস কে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেন লেবার দলসহ অন্যান্য দলের নেতারা। বিতর্কে স্থান পায় ইমিগ্রেশন ইস্যু।

post
এনআরবি বিশ্ব

ডেমোক্রেটিক থেকে প্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি

আসন্ন ইউরোপ পার্লামেন্টে নির্বাচনে ইতালির ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল পারতিতা ডেমোক্রেটিক থেকে পদপ্রার্থী হয়েছেন মার্কো পাচ্চিওত্তি। নির্বাচনী প্রচারনা নিয়ে এবার আর্চি রোমাতে চার দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চারদিনের এই আয়োজনের শেষ দিন ছিল ইমিগ্রেশন নিয়ে। যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য পাওলো চিয়ানি, তনি রিকিয়ার্দি এবং আর্চি রোমার অভিবাসী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি ইতালিয়ান নাগরিক পাপিয়া আকতার। এ সময় পাপিয়া আকতার বলেন" লাজিও, তোসকানো, উম্রিয়া, মার্কে থেকে পদপ্রার্থী মার্কোকে ভোট দিতে পারবেন। বলেন, তিনি দীর্ঘদিন থেকে অভিবাসীদের অধিকার নিয়েই কাজ করছেন। মার্কো জয়ী হলে ইউরোপে বসবাসরত সকল অভিবাসীদের জন্যেই ইতিবাচক পদক্ষেপ রাখবেন।

post
এনআরবি বিশ্ব

অনুমতি ছাড়া হজ পালন করলে জরিমানা

অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বড় অংকের আর্থিক জরিমানা করা হবে বলে আবারো ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া প্রবাসীদের মধ্যে কেউ এমন চেষ্টা করলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি পুনরায় দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে প্রবাসী বাসিন্দাদের যাদের অনুমতি ছাড়াই হজ পালন করতে দেখা যাবে তাদেরকে নিজ দেশে নির্বাসিত করা হবে এবং পুনরায় সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনের আচার অনুষ্ঠানে অংশ নিয়ে কেউ হজ প্রবিধান লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেলে সৌদি নাগরিক, বাসিন্দা বা দর্শনার্থী যেই হোক না কেন, যে কারও ওপর ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির পাবলিক সিকিউরিটি। এদিকে সৌদির পাবলিক সিকিউরিটি জোর দিয়ে বলেছে, একই অপরাধ বারবার করা অপরাধীদের জন্য জরিমানার অংকও দ্বিগুণ করা হবে। সংস্থাটি হজ প্রবিধানগুলো মেনে চলার গুরুত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি হাজীদের নিরাপদে, আরামদায়ক এবং শান্তিপূর্ণভাবে পবিত্র হজ পালন নিশ্চিত করার জন্য নির্দেশাবলী মেনে চলার ওপরও জোর দিয়েছে।

post
এনআরবি বিশ্ব

গাজায় শরণার্থীশিবিরের স্কুলে বিমান হামলা

গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থীশিবিরের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে। স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয়। শরণার্থীশিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন।

post
এনআরবি বিশ্ব

ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা

গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান শেষে ১ এপ্রিল সেখান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা। সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে ৪টি গণকবর আবিস্কৃত হয়েছে, যেখানে কয়েকশ’ মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন, ফিলিস্তিনি অনুসন্ধানী দল। গাজায় গত আট মাসের যুদ্ধে বার বার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। যদিও এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে হামাস।

post
এনআরবি বিশ্ব

আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস

আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এ বিলটি পাস হয়। আইসিসি কৌসুলিরা গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিলেন ইসরায়েলপন্থি রিপাবলিকানরা। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেন নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়।

post
এনআরবি বিশ্ব

হামাসের হাতে জিম্মি ৪ সেনার মৃত্যু

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ওই চারজন একসঙ্গে নিহত হন। বর্তমানে তাদের মরদেহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জিম্মায় রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। হামলায় নিহত চারজন হলেন, ব্রিটিশ ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল, চাইম পেরি, ইয়োরাম মেতজার এবং আমিরাম কুপার। আইডিএফ মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.