অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে পৃথক দুটি নৌকা দুর্ঘটনায় মারা গেছেন ১০ অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজ ৬০ জন। অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা থেকে ৩০ বাংলাদেশিসহ জীবিত উদ্ধার করা হয়েছে ৫১ জনকে। মৃত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কি না জানা যায়নি।
জার্মানির এনজিও প্রতিষ্ঠান রেসকিউশিপ জানায়, গতকাল সোমবার ভুমধ্যসাগরে ইটালির লাম্পেদুসা উপকূল থেকে ৪০ মাইল দূরে ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের মানবিক উদ্ধার জাহাজ নাডির ৫১ জনকে জীবিত উদ্ধার করে। রেসকিউশিপের একজন কর্মকর্তা জানান, তাদের উদ্ধারকর্মীরা প্রথমে ওপরের ডেকে থাকা লোকদের উদ্ধার করে। পরে নৌকার ডেকের নিচে থেকে অচেতন অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন জীবিত ছিলেন।