পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় ১৩ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন। এদিকে, অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য। এজেন্সিগুলোতেও বেড়েছে প্রবাসীদের ভিড়। অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে টিকিট কাটার অভিযোগ করেছেন প্রবাসীরা। জানা যায়, আকামা ও পাসপোর্টের মেয়াদ না থাকা ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সমস্যা সমাধানে কুয়েত ঢাকা-রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবিও জানিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধারা। আগামী ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল।