অবৈধ অভিবাসী ঠেকাতে ফ্রান্সের কঁন্স নদীতে বাঁধ নির্মাণ
যুক্তরাজ্য অভিমুখী অভিবাসীদের নিয়ন্ত্রণ ঠেকাতে ফ্রান্সের এতাপল শহরের কাছে কঁন্স নদীতে, ভাসমান বাঁধ নির্মান করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইনফো-মাইগ্রেন্টস জানিয়েছে, অভিবাসীবাহী ‘ট্যাক্সি-বোট’ বা ছোট নৌকার যাত্রা ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে স্থানীয় ফরাসি প্রশাসন। উত্তর ফ্রান্স উপকূল থেকে ইংলিশে চ্যানেলের দিকে বয়ে যাওয়ায়,যুক্তরাজ্যসহ ইউরোপমুখী অভিবাসীদের নির্ভরযোগ্য রুট হয়ে দাড়িয়েছে কঁন্স নদী। তাই, নতুন বাঁধটিও আগে বসানো বাঁধগুলোর মতো একইভাবে তৈরি করা হচ্ছে। জানা যায়, ফরাসি উপকূলে নজরদারি বেড়ে যাওয়ায় মানবপাচারকারীরা বর্তমানে উজানের দিকে থাকা এ নদী থেকে যাত্রা করছে৷ গত গ্রীষ্মে এতাপল শহরে প্রথম ভাসমান বাঁধ তৈরি করা হয়েছিল৷ এরপর ওই বাঁধকে আরো শক্তিশালী করতে গেল সেপ্টেম্বরে একই স্থানে আরেকটি লাইন বসানো হয়৷ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার।