post
এনআরবি বিশ্ব

ইমরান খানের সাজা স্থগিতের আবেদন খারিজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলায়, ৭ বছরের সাজা স্থগিতের আবেদন খারিজ করেছেন ইসলামাবাদের একটি আদালত।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা এ রায় ঘোষণা করেছেন। সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ৩ ফেব্রুয়ারীতে বুশরা বিবির সাবেক স্বামী ফারিদ মানেকার অভিযোগের ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন, বুশরা বিবি ইদ্দতকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

post
এনআরবি বিশ্ব

জার্মানিতে নাগরিকত্ব আইন সংস্কার খসড়া কার্যকর

জার্মানিতে নাগরিকত্ব আইন সংস্কারের বহু প্রতীক্ষিত খসড়াটি আজ ২৭ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই আইনে দেশটিতে বসবাসরত সকল অভিবাসীরা খুব কম সময়ের মধ্যেই নাগরিকত্ব গ্রহন করতে পারবেন। জার্মানির পার্লামেন্টে নানা আলোচনা ও পর্যালোচনা শেষে আইনটি পাস হওয়ায় খুশী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীসহ সকল অভিবাসীরাও।জানা যায়, সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে ২০২৩ সালে দেশটির ক্ষমতাসীন জোট সরকার অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন, সংশোধন ও নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এর পর ২৩ আগস্ট মন্ত্রিসভা এই আইনের খসড়ায় অনুমোদন দেয়ার পর আজ ২৭ জুন ২০২৪ থেকে আইনটি কার্যকর হবে প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার এই দেশটিতে। কার্যকর হতে যাওয়া আইনটিতে এখন থেকে খুব সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত যেকোন নাগরিক নিজ দেশের নাগরিকত্ব বহাল রেখে আট বছরের পরিবর্তে মাত্র পাঁচ বছর এবং বিদেশী দক্ষ ও সুশিক্ষিত জনবল হিসেবে আসা যেকেউ পাঁচ বছরের পরিবর্তে মাত্র তিন বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জার্মান সমাজে অন্তর্ভুক্তি, দেশটির মানুষ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকাসহ জার্মান ভাষার দক্ষতাকে গুরুত্ব দিতে হবে সবার আগে। এমনকি বৈধভাবে বসবাসরত অভিবাসী বাবা মায়ের কোন সন্তান জার্মানিতে জন্ম নিলে সেই সন্তান শর্তহীন নাগরিকত্ব পাবে । তবে দেশটিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী কিংবা কোন শরণার্থী হিসেবে বসবাস করছেন, সরকারী সাহায্য নিয়ে জীবন ধারণ করছেন কিংবা সরকারকে কর দিচ্ছেন না এবং দন্ডপ্রাপ্ত কোন অপরাধী এমন অভিবাসী নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না।

post
এনআরবি বিশ্ব

৪ হাজার চালক নেবে আমিরাত

আগামী বছর বাংলাদেশ থেকে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত।বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে এ নিয়োগ শুরু হয়ে গেছে। তবে চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে ২০ নম্বর ভিসা পরিবর্তনের সিদ্ধান্ত

কুয়েতের ২০ নম্বর ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী ভিসা’ পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা বা ‘শন-বেসরকারি খাত ভিসা’ করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যমবিষয়ক বিভাগ ২০২৩-২৪ অর্থবছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ বৈঠক করেছে। বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান, শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। এসময় সরকারি জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য পরিবর্তনের ক্ষেত্রে দুই মাসের জন্য নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। এতে পরিবর্তনশীল যোগান ও চাহিদার নিরিখে শ্রমবাজারে ভারসাম্য রক্ষায়, ভিসা পরিবর্তন সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে গৃহকর্মী ভিসায় কুয়েতে রয়েছেন লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা বেসরকারি খাতে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তারা। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত এই রেমিট্যান্সযোদ্ধারা।

post
এনআরবি বিশ্ব

গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনি বিপর্যয়কর ক্ষুধার মুখে

গাজাজুড়ে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি এখনও বিপর্যয়কর মাত্রার ক্ষুধার মুখে আছে। দুর্ভিক্ষের প্রবল ঝুঁকি বিরাজ করছে দেশটিতে। ইসরায়েল-হামাস যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত হতে থাকলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না তাদের।জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তাতে আরো বলা হয় যে, গাজার উত্তরাঞ্চলে কিছু লক্ষণ থেকে সেখানে আপাতত দুর্ভিক্ষ চলার আভাস পাওয়া যায়নি। গত মার্চে বলা হয়েছিল উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। ‘দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন’ আইপিসি এর প্রতিবেদন বলছে, মার্চের পর থেকে উত্তর গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সরবরাহ বেড়েছে। পানি,স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবাও গতি পেয়েছে।

post
এনআরবি বিশ্ব

বলিভিয়ায় সেনা অভ্যুত্থান ব্যর্থ; জেনারেল গ্রেপ্তার

বলিভিয়ার সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সামরিক বাহিনীর এক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন।বুধবার জেনারেল হুয়ান হোসে সুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাসা মুরিয়োতে জড়ো হয়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেছেন, একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের একটি প্রবেশ পথ ধাক্কা দিয়ে খুলে ফেলেছে আর সৈন্যরা ভেতরে প্রবেশ করছে। কিন্তু সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনী, প্রেসিডেন্ট প্রাসাদ থেকে চলে যায়।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: বাংলাদেশিসহ আটক-৫

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে তাদের কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে। মালয়েশিয়া পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ জানিয়েছেন,শুক্রবার অপহরণের শিকার ওই বাংলাদেশির বাবা অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা ২ লাখ রিঙ্গিত মক্তিপণ দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায় এবং টাকা দিতে না পারলে সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে কমিশনার আরও জানান, অপহরণকারীরা ভূক্তভোগীদের পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

post
এনআরবি বিশ্ব

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দুইজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।

post
এনআরবি বিশ্ব

কর আইনের বিরুদ্ধে কেনিয়ায় সহিংসতা

নতুন কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং গুলি ছুড়ে। এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। এসময় পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরে যেতে দেখা গেছে। মঙ্গলবার আইনপ্রণেতারা পার্লামেন্টে কর বৃদ্ধির একটি নতুন আইন পাসের পরই ভবনপ্রাঙ্গণে চড়াও হয় বিক্ষোভকারীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ভাঙচুর শুরু করে। অন্যদিকে এক চিকিৎসাকর্মী বলছেন, পুলিশের গুলিতে অন্তত ১০ নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

post
এনআরবি বিশ্ব

স্কটল্যান্ড-বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবে সিপিজি

স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সিপিজি-বাংলাদেশ সভা। ২৪ জুন পার্লামেন্টের মিটিং রুম ১ এ অনুষ্ঠিত সভায় স্কটীশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন। সিপিজি - বাংলাদেশ এর কনভেনর লোদিয়ান এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই- র পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি আহ্বায়ক মাইলস ব্রিগস এমএসপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ডের পরিচালক পিটার ব্রাউন, স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ড. ইব্রাহিম রশিদ ।সভায় এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই এবং এমএসপি ব্রিগস বিগত কার্যক্রমের নানা অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন যে, 'তারা ইতিমধ্যে স্কটিশ বিশ্ববিদ্যালয় গুলোর সাথে কথোপকথন শুরু করেছেন এবং বিশেষত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং ফিশিং সেক্টরে শিক্ষা ও গবেষণা সহযোগিতা মুলক নানা দ্বিপাক্ষিক কার্যক্রমের সম্ভাবতা নিয়ে মতবিনিময় করেছেন। এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই বলেন, "সিপিজি স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশিষ্ট বিষয়ে সম্পর্ক গড়ে তোলতে কাজ করে যাবে” "স্কটিশ এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি শিক্ষাও গবেষনা বিনিময় কর্মসুচী চালু করার ব্যাপারে আমরা আশাবাদী, সেক্ষেত্রে ঢাকায় বিভিন্ন স্কটিশ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস চালু হতে পারে। আমরা ইতিমধ্যে স্কটিশ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে এ ব্যাপারে যোগাযোগ শুরু করেদিয়েছি। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনার সাইদা মুনাতাসনিমের সাথে এ ব্যাপারে আলোচনা চলমান রয়েছে” হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বক্তব্য প্রদান কালে বাংলাদেশ সরকার কতৃক সাম্প্রতিক কালে গৃহীত নানা জাতীয় উন্নয়ন কর্মসুচী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন সফরে যান এবং ১৯৭১ সালে মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন। এই ঐতিহাসিক সফর ছিল একটি বড় পদক্ষেপ। এর সাধারণ মূল্যবোধের ভিত্তিতে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের সাথে মহান বন্ধুত্বে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সামাজিক ন্যায়বিচার ও সমতা বিষয়সমূহের দিকগুলো কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতায় বিগত ৫২ বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পেতে থাকে।সভায় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান, কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমান ও কাউন্সেলর (রাজনৈতিক) মৌমিতা জিনাত। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.