কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত
কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও ১৪ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অনুসারে, নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদন গ্রহণ শুরু করার জন্য আবাসিক বিষয়ক বিভাগকে জানানো হয়েছে। পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কম পক্ষে ৮০০ কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই ৮০০ কুয়েতি দিনার দেখাতে হবে।
