post
আন্তর্জাতিক

কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত

কুয়েত প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শর্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবাসীরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শর্ত ছাড়াই স্ত্রী ও ১৪ বছরের কম বয়সের সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। এ লক্ষ্যে গত জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অনুসারে, নতুন নিয়মে পারিবারিক ভিসার আবেদন গ্রহণ শুরু করার জন্য আবাসিক বিষয়ক বিভাগকে জানানো হয়েছে। পূর্বের নিয়মে ফ্যামিলি ভিসার জন্য বেতন কম পক্ষে ৮০০ কুয়েতি দিনার ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে ডিগ্রি সনদ বাতিল করলেও বেতন অবশ্যই ৮০০ কুয়েতি দিনার দেখাতে হবে।

post
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত অন্তত-২২

ফিলিস্তিনি ছিটমহল গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখানের একটি স্কুলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে হামাসের ‘সন্ত্রাসীরা’ তৎপরতা চালাচ্ছিল, তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, সেখানে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না, আর হতাহতদের মধ্যে শিশুরাও আছে। এই নিয়ে আট দিনের মধ্যে পঞ্চম বারের মতো গাজার স্কুলে বা স্কুলের কাছে হামলা চালালো ইসরায়েল। হামাস শাসিত গাজার দমকল বাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন আর তাদের অধিকাংশই নারী ও শিশু।

post
আন্তর্জাতিক

গাজায় স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা

ফিলিস্তিনের গাজায় স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই তছনছ হয়ে গিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা ও গুলির আঘাতে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাস। এতে সেখানে শিগগিরই সংঘাত থামারও কোন লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। সোমবার উত্তর গাজার তাল আল–হাওয়া, শেখ আজলিন, আল–সাবরা এলাকা এবং নুসেইরাত আশ্রয়শিবিরে নির্বিচারে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এছাড়াও, মধ্য গাজার আল–মুগারাকা এলাকাও ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। এ অঞ্চলের আল–মাগাজি শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা এলাকায় সামরিক নৌযান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে।

post
আন্তর্জাতিক

ইমরানের পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে। এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের ১৭ নম্বর আর্টিকেলে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে সরকারকে। ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে।

post
আন্তর্জাতিক

ইতালিতে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

ইতালিতে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় না আনলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেশটির মুসলিম সম্প্রদায়।সম্প্রতি মনফালকন শহরে কোরআন পোড়ানো এবং নোংড়া ভাষায় অবমাননা করা হয়। এর প্রতিবাদে রোববার ভেনিসের মেসত্রের ভিয়া কোরসো দেল পপোলোর সামনে প্রতিবাদ সমাবেশ করেন,বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। মানবাধিকার সংগঠনের সভাপতি প্রিন্স হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,হাফেজ আবদুস সালাম,মাকসুদ রহমান, আবদুর রহমান,আন্দ্রেয়া তোমাজিন ও পিয়ের আলেচ্ছান্দ্রসহ অনেকে। এসময় বক্তারা বলেন,ইতালির সংবিধানের ১৯ ধারায় সকল ধর্ম স্বাধীনভাবে পালন এবং প্রচারের অধিকার রয়েছে। অথচ দেশটির বিভিন্ন শহরে নামাজের স্থান নানা অজুহাতে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের ইন্দনেই ইসলাম বিদ্বেষীরা কোরআন অবমাননার সাহস পেয়েছে।

post
আন্তর্জাতিক

মালদ্বীপে অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান

মালদ্বীপে অবৈধভাবে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।দেশটির রাজধানী মালের চারটি টেকওয়ে ক্যাফেতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ছয়জন প্রবাসী ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বলছে, এ পর্যন্ত ১৮ শ’র বেশি বিদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। দেশটিতে আর কেউ অবৈধভাবে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি শত শত বিদেশিকে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। যদিও ইমিগ্রেশন কর্মকর্তারা এখনও তাদের জাতীয়তা প্রকাশ করেনি।

post
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ১৭

গাজা সিটিত ইসরায়েলের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০জন। রোববার দিনের শুরুর দিকে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মকর্তারা। শহরের বিভিন্ন এলাকায় ৪টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ জোরদার করেছে। শনিবার গাজার একটি নির্ধারিত মানবিক ত্রাণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

post
আন্তর্জাতিক

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৭১

ফিলিস্তিনি ছিটমহল গাজার নির্ধারণ করা মানবিক অঞ্চলে শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখন্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।ইসরায়েল জানিয়েছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, তাদের নেতাদের লক্ষ্যস্থল করার যে দাবি ইসরায়েল করেছে তা মিথ্যা এবং হামলাটিকে বৈধতা দেওয়াই এর উদ্দেশ্য। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় দেইফের পাশপাশি হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামাকেও লক্ষ্যস্থল করা হয়েছিল। ৭ অক্টোবরের যে হামলা নয় মাস ধরে চলা গাজা যুদ্ধের সূচনা করেছে তার মূল পরিকল্পনাকারীদের মধ্যে এ দু’জনও আছে বলে দাবি তাদের।

post
আন্তর্জাতিক

ব্রিস্টলে সুটকেস ভর্তি দু‘টি মরদেহ উদ্ধার; আটক-১

ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজ থেকে সুটকেস ভর্তি দু‘টি মরদেহ উদ্ধারের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ভোরে ব্রিস্টলের টেম্পল মিডস স্টেশন থেকে ৩৪ বছর বয়সী ঐ ব্যক্তিকে আটক করে এ্যভন এন্ড সমারসেট আর্মড পুলিশ। আটক ব্যক্তিকে লন্ডনে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আর কাউকে খুঁজছেনা বলে জানিয়েছে মেট পুলিশ। গত বুধবার মধ্যরাতে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেস নিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে এক ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায়। পুলিশ পশ্চিম লন্ডনের শেফার্ডবোশের একটি বাড়ি থেকে আরো দু‘টি মরদেহ উদ্ধার করে। বলা হচ্ছে উদ্ধারকৃত মরদেহের সাথে ব্রিস্টলের মরদেহের সংযোগ থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

post
আন্তর্জাতিক

আম্বানিপরিবারের নতুন বউয়ের সাজ-পোশাক

রাধিকা মার্চেন্ট আনুষ্ঠানিকভাবে এখন রাধিকা আম্বানি। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্রবধূ আর অনন্ত আম্বানির স্ত্রী।আম্বানিবাড়ির বিয়ে বলে কথা! চার মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান পর্ব চলেছে। ১২ জুলাই শুক্রবারে ভারতের মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের চূড়ান্ত পর্বে আম্বানিবাড়ির এই নতুন সদস্য হীরা-পান্নার পুরনো গয়নায় সেজেছিলেন। এই গয়না তার নানির, মায়ের এবং ছোটবোনের। রাধিকা গলায় পরেছিলেন নানি ও মায়ের কাছ থেকে পাওয়া নেকলেস। তার কানে ছিল ছোট বোনের দুল। মাথায় ছিল টিকলি আর হাতে হাতফুল এই গয়নাগুলোও রাধিকার ছোট বোনের। পারিবারিক ও ঐতিহ্যবাহী এসব গয়নার পাশাপাশি রাধিকা পরেছিলেন—কড়া, কালিরাস ও চুড়ি। গুজরাটি ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে সেজেছিলেন রাধিকা। তার লেহেঙ্গাতে ছিল কাট ওয়ার্ক আর জারদৌসি কাজ। লেহেঙ্গোর তিনটি গ্লিটার বর্ডার ছিল নজরকাড়া। লেহেঙ্গাতে ফুলেল বুটি ফুটিয়ে তোলা হয়েছিল স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি আর রেশমের কারুকার্যে। জালি কাট- ওয়ার্ক দেখা গেছে রাধিকার ঘোমটায়। লেহেঙ্গা আর ঘোমটার সঙ্গে আলাদা লাল ওড়নাও পরেছিলেন আম্বানিবাড়ির এই কনিষ্ঠ বউ। এমব্রয়ডারি করা লাল ওড়না রাধিকার হাতের একপাশে রাখা ছিল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.