স্পেনে প্রথম বাংলাদেশি ডাক্তার ঝুমা
স্পেনের সরকারি হাসপাতালের ডাক্তার হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ঝুমা আক্তার। দেশটির বাংলাদেশি কমিউনিটির প্রথম নারী হিসেবে, তিনি এ পেশায় যোগ দিলেন বলে জানিয়েছেন, স্থানীয় প্রবাসীরা। রোববার রাজধানী মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে যোগ দিয়ে, চিকিৎসা পেশা শুরু করেছেন ঝুমা। তিনি স্পেনের বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা, ব্যবসায়ী আবুল কালাম সেলিমের মেয়ে। ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি মনক্লোয়া হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন ঝুমা। আর সেই হাসপাতালেরই চিকিৎসক হয়ে, স্বপ্ন পূরণ করলেন তিনি। জানা যায়,ঝুমা আক্তার স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে, মেডিসিন বিষয় নিয়ে ভর্তি হন উনিভারসিদাদ অটোনোমো মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে। মেডিসিন ও চিকিৎসাশাস্ত্রের প্রতি আগ্রহ থেকেই স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার। বাবা-মা ও দুই বোনকে নিয়ে মাদ্রিদে বসবাস করেন, বাংলাদেশি পরিবারের এই কৃতিসন্তান।
