post
আন্তর্জাতিক

স্পেনে প্রথম বাংলাদেশি ডাক্তার ঝুমা

স্পেনের সরকারি হাসপাতালের ডাক্তার হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত ঝুমা আক্তার। দেশটির বাংলাদেশি কমিউনিটির প্রথম নারী হিসেবে, তিনি এ পেশায় যোগ দিলেন বলে জানিয়েছেন, স্থানীয় প্রবাসীরা। রোববার রাজধানী মাদ্রিদের মনক্লোয়া হাসপাতালে যোগ দিয়ে, চিকিৎসা পেশা শুরু করেছেন ঝুমা। তিনি স্পেনের বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা, ব্যবসায়ী আবুল কালাম সেলিমের মেয়ে। ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি মনক্লোয়া হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন ঝুমা। আর সেই হাসপাতালেরই চিকিৎসক হয়ে, স্বপ্ন পূরণ করলেন তিনি। জানা যায়,ঝুমা আক্তার স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে, মেডিসিন বিষয় নিয়ে ভর্তি হন উনিভারসিদাদ অটোনোমো মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে। মেডিসিন ও চিকিৎসাশাস্ত্রের প্রতি আগ্রহ থেকেই স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার। বাবা-মা ও দুই বোনকে নিয়ে মাদ্রিদে বসবাস করেন, বাংলাদেশি পরিবারের এই কৃতিসন্তান।

post
আন্তর্জাতিক

কাতারে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা

কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালে সন্দ্বীপসহ চট্টগ্রাম উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয়। কাতারস্থ সন্দ্বীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি আনোয়ার হোসেন আকন। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ সন্দ্বীপ সমিতির উপদেষ্টা শিল্পপতি নুরুল মোস্তফা খোকন, মাওলানা রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আমিনুল ইসলাম ও মশিউর রহমান মিঠু।

post
আন্তর্জাতিক

পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা

ইউক্রেনের সেনা প্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি বলেছেন, রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। মস্কোর হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়তই ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। এদিকে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

post
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়ছে দুবাই

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর গড়তে চলেছে আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। দুবাইয়ের শাসক এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বিমানবন্দরের নতুন এই প্যাসেঞ্জার টার্মিনালের চূড়ান্ত নকশা অনুমোদন করেছেন। টার্মিনালটি নির্মাণে ৩ হাজার ৪৮৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন তিনি। মাকতুম বলেন, এই টার্মিনাল নির্মাণ শেষ হলে আল মাকতুম হবে ২৬ কোটি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে এটি হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় আকারের। আগামী দিনগুলোতে দুবাই বিমানবন্দরের সব কাজ আল মাকতুমে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন রশিদ আল-মাকতুম। তিনি বলেন, এই বিমানবন্দরে ৪শ’টি টার্মিনাল গেট এবং ৫ টি রানওয়েও থাকবে। স্থানীয় বৃহত্তর বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং এর অংশীদার ফ্লাইদুবাই এখানে স্থানান্তরিত করা হবে।

post
আন্তর্জাতিক

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) ফ্ল্যাট থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা। যদিও অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। এদিকে অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। সেই পোস্টে লেখা ছিল, ‘তার জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে তার সফর সহজ করে দিয়ে গেলাম।’ অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই অমৃতা অবসাদে ভুগছিলেন। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। চিকিৎসাও চলছিল। এসবের মাঝেই আত্মহত্যার খবর মিলল। পুলিশ জানিয়েছে, অমৃতা তার স্বামীর সঙ্গেই মুম্বাইতে থাকেন। তবে সম্প্রতি তিনি বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। শনিবার মধ্যরাত পর্যন্ত অভিনেত্রী জেগে ছিলেন। এরপর রহস্যজনক সেই স্ট্যাটাসটি দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

post
আন্তর্জাতিক

প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র চায় জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে, জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রয়োজন। তাঁর দাবি, এ মুহূর্তে জীবন বাঁচাতে ক্ষেপণাস্ত্রের বিকল্প নেই। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ দ্রুতই সরবরাহ করতে চায় তারা। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এ সরবরাহ দেওয়া হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলার খরচ হবে। তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এযাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অবিলম্বে’ ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। এ সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষাসংক্রান্ত যুদ্ধাস্ত্র, ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলাবারুদ রয়েছে। তবে এখনি দেয়া হচ্ছে না প্যাট্রিয়ট।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে দেশটির কমপক্ষে ৪০টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে। বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ, চাপে পড়েছে প্রশাসন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকায়,এর প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাস করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ বিক্ষোভই শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরে আসার মতো বিষয়ও। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ডাকা হচ্ছে পুলিশ। ইতিমধ্যে গত এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচি পালন করায় প্রায় ৫৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীনের উচিত অংশীদার হওয়া

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়। দুই দেশের সম্পর্কের জন্য ‘তিনটি প্রধান নীতি’ হিসেবে, পারস্পরিক সম্মান প্রদর্শন, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং দু’পক্ষের জন্যই লাভজনক সহযোগিতার আহ্বান জানান শি। এসময় চীন ও যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার তিনদিনের সফরে চীনের সাংহাইয়ে পৌঁছান। শুক্রবার বেইজিং সফরকালে প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন ব্লিনকেন। সেখানেই ব্লিনকেনকে এইসব কথা বলেন শি। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠককালে রাশিয়াকে চীনের সমর্থন দেয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানান ব্লিনকেন।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিন প্রতিষ্ঠিত হলে যুদ্ধ থামাবে হামাস

১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের যেসব ভূমির দখল নিয়েছে ইসরায়েল, সেগুলো মিলিয়ে যদি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তবেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি হামাস। গাজার এই সশস্ত্র সংগঠনটির কয়েকজন কর্মকর্তা এমন ইঙ্গিতই দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। ইস্তাম্বুলে অবস্থান করা হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, যদি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী হবে জেরুজালেম। সেখানে শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে আসার অধিকার সুরক্ষিত থাকবে এবং আল কাসেম হবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জাতীয় সশস্ত্র বাহিনী। সেক্ষেত্রে হামাস যুদ্ধ বন্ধ করে অস্ত্র ত্যাগ করতে রাজি আছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজা মিলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে স্কীন ক্যান্সারের ভ্যাকসিন প্রয়োগ

স্কীন ক্যান্সার ম্যালোনোমার জন্য বিশ্বের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিনের যাত্রা শুরু হলো ব্রিটেনে। ৫২ বছর বয়সী স্টীভ ইয়াংকে দেয়ার মাধ্যমে শুক্রবার শুরু হয় এর সূচনা। চিকিৎসকরা বলছেন, এমআরএনএ নামের এই ভ্যাকসিনটি মানুষের শরীরে শক্তি বাড়ানোর মাধ্যমে দমন করবে স্কীন ক্যান্সার। বলা হচ্ছে, এ ভ্যাকসিন দেয়া হলে স্কীন ক্যান্সার চিরতরে নির্মূল হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটাল সাথে কিট্রোডো নামের আরেকটি ঔষধ ব্যবহার করছে, যা ক্যান্সার সেল নির্মূলে কাজ করে বলে দাবি করছে তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.