post
বিনোদন

গোপনে এসে শ্যুটিং, ক্ষুব্ধ কলকাতার পরিচালকেরা

গোপনে ঢাকায় এসে শ্যুটিং করায় কলকাতার নির্মাতা রাহুল মুখার্জিকে শাস্তিস্বরূপ তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল টালিউড নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। রাহুল মুখার্জির ওপর নিষেধাজ্ঞা তোলায় আপত্তি জানায় ফেডারেশন। ফলে ফেডারেশন পক্ষের টেকনিশিয়ানরা রাহুলের উপস্থিতিতে কাজ করতে অস্বীকার করে।রাহুল মুখার্জির এই ঘটনায় এখন দু ভাগ হয়েছে ইন্ডাস্ট্রি। এবার ফেডারেশনের বিরুদ্ধে একজোট হয়েছেন পরিচালকেরা। দাবি না মানলে, সঠিক সমঝোতা না হলে, আগামী সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ছবির শ্যুটিংয়ে গিয়ে বাধার মুখে পড়েন পরিচালক রাহুল মুখার্জি। শনিবার থেকে টেকনিশিয়ান্স স্টুডিওতে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল রাহুলের। সেই মতো সকাল সকাল হাজির হন পরিচালক রাহুল, অভিনেতা প্রসেনজিৎ, অনির্বাণসহ অন্য অভিনেতারা। কিন্তু সেখানে শ্যুটিংয়ে অনুপস্থিত থাকে টেকনিশিয়ানরা। এমতাবস্থায় টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শ্যুটিংয়ে বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালকেরা। তাই তো এদিন স্টুডিও পাড়ায় একসঙ্গে কর্মবিরতির ডাক দেন পরিচালকদের সবাই। এসময় কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে পরিচালক রাজের বক্তব্য, ‘রাহুলের ছবির শ্যুটিং শুরু না হলে কোনও পরিচালক সোমবার থেকে শ্যুটিং ফ্লোরে যাবেন না।’

post
বিনোদন

২৭ বছরেও কেন নিঃসন্তান, জানালেন অভিনেত্রী

বিয়ের পর স্বামীকে নিয়ে ২৭ বছর কাটিয়ে ফেলেছেন টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এখনও সন্তানের মা হতে পারেননি। কেনো এখনও সন্তানের মুখ দেখেননি অপরাজিতা-অতনু দম্পতি, সে বিষয়েই সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।অপরাজিতা আঢ্য বলেন, ‘আমি বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই। কারণ আমি মনে করি, শুধু জন্ম দিলেই মা-বাবা হওয়া যায় না। আমাদের জীবনে এরকম অনেকগুলো বছর গেছে, যখন আমি ও আমার স্বামী একে-অপরকে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখেছি। ও যখন ঢুকছে, আমি তখন ঘুমাচ্ছি। আমি যখন বাড়ি ফিরছি, তখন ও ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে একজন অন্যজনকে বিদায় দিয়েছি। একদিন ও বলল, আমি বিরক্ত হয়ে গেছি। তারপর ও আর্লি রিটারমেন্ট নিয়ে নিল। আমি তো সেটা পারব না, আমি আরো কাজ করতে চাই, তাই কাজ করছি।’ একান্নবর্তী পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অপরাজিতা আঢ্যর। বিয়ের পরও পেয়েছেন একান্নবর্তী পরিবার। এ তথ্য উল্লেখ করে অপরাজিতা আঢ্য বলেন, ‘আমাদের সন্তান নিয়ে সেভাবে প্ল্যানিং কখনো করা হয়নি বা হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সে কারণেও হতে পারে। সেটা নিয়ে আমরা কোনো দিনই খুব একটা মাথা ঘামাইনি। আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তারা আমাদের মা-বাবা বলে মনে করে। তাই আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনো তৈরি হয়নি।’ বায়োলজিক্যাল সন্তানের মা না হলেও ৪৬ বছর বয়সি অপরাজিতার একটি পাতানো মেয়ে রয়েছে। তার নাম গার্গি। সে পেশায় ব্যাংকার। অপরাজিতা-অতনুকে মা-বাবা বলে ডাকেন। গার্গির আসল বাড়ি হাওড়ায়। ১৬-১৭ বছর বয়স পর্যন্ত নিজের বাবা-মায়ের কাছেই থাকতেন। তারপর চলে আসেন অতনু-অপরাজিতার কাছে। গার্গির বয়স এখন ৩০ বছর।

post
বিনোদন

গরমে পুলে নেমে রোম্যান্সে কাঞ্চন-শ্রীময়ী

ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিকের নতুন বিয়ের এক বছরও পার হয়নি। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর সে হিসেবে নবদম্পতিই এই যুগল। এরই মধ্যে বিয়ের প্রথম বছরেই জামাইষষ্ঠী পেলেন কাঞ্চন। এবার অভিনেতার শ্বশুরবাড়িতেই হয়েছে এই আয়োজন। এদিকে কলকাতার তাপমাত্রাও ইদানীং বাড়তি। তাই গরম থেকে স্বস্তি পেতে জামাইষষ্ঠীর দিনেই স্ত্রী শ্রীময়ীকে নিয়েই সুইমিংপুলে ডুব দিলেন কাঞ্চন। আর তারই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অবশ্য ছবিটি পোস্ট করেছিলেন শ্রীময়ী নিজেই। ওই ছবিতে দেখা যায়, গরমে শরীরকে শান্তি দিতে একটি সুইমিং পুলে নেমেছেন কাঞ্চন-শ্রীময়ী। এ সময় শ্রীময়ীর পরনে ছিল শুধু সুইমিং কস্টিউম। আর খালি গায়ে ছিলেন কাঞ্চন। অভিনেত্রীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। শ্রীময়ীর কাঁধে হাত রেখে হাতের উপর রেখেছেন মুখ।

post
বিনোদন

বন্ধুদের জন্য মধুমিতার বার্তা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। টিভি পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অধিকাংশ ভক্তের কাছে তিনি এখনও পাখি নামেই পরিচিত। মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ডানা মেলে পাহাড়ের দেশে পাড়ি জমান পাখি খ্যাত এই নায়িকা। সম্প্রতি চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আবারও ছুটে যান পাহাড়ের দেশে। কিন্তু তার ভক্ত অনুসারীদের কৌতূহলের যেন কমতি নেই। অনেকের প্রশ্ন, মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায়, তখন তার ছবিগুলো কে তুলে দেন। ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে পরিষ্কার জানিয়ে দেন, কে তার ছবি তোলেন, এবং এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে কে রয়েছেন। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিও তে দেখা যায়, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে পাহাড়ে চড়েছেন মধুমিতা। ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, রহস্য উন্মোচন; ভিডিওটি আমার কৌতূহলী বন্ধুদের জন্য।

post
বিনোদন

শীতকালে বিয়ে করব : বনি সেনগুপ্ত

টলিউডের ‘লাভবার্ড’ বলেই পরিচিত বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। তাদের সম্পর্কের কথা সকলেরই জানা। প্রায় এক দশক থেকে তারা সম্পর্কে রয়েছে। এদিকে দুই পরিবারেরও একে-অপরের সঙ্গে দারুণ সখ্য। এ তারকা জুটি বিয়ে করছেন কখন তা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনার শেষ নেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বিয়ে প্রসঙ্গে বলেন,‘ ২০২৪ সালেই বিয়ে করছি না। আপাতত তেমন কোনও ভাবনা নেই। ভাবছি ২০২৫ এর শীতকালে বিয়ে করব তাহলে কোনও সমস্যা হবে না।’ তিনি জানান, ‘এখনই বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয় নি। কারও বাড়ি থেকে কোনও চাপ নেয়, আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে। তবে আমরা এটা ভেবে রেখেছি। আমাদের দুজনের পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। তাই সেটার একটা ইচ্ছে আছে। দেখি কী হয়।’ বনি এবং কৌশানী দুজনেই রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। সেই ছবি থেকেই তাদের রসায়ন সবার নজর কাড়ে। জমে যায় তাদের প্রেমও। এখন তারা কাজের পাশাপাশি ভক্তদের কাপল গোল দিয়ে থাকেন। কৌশানী শেষবার রাজ চক্রবর্তীর প্রজেক্ট আবার প্রলয়ে অন্য ধারার কাজ করে সবার নজর কেড়ে নেন। এরপর ভক্তদের ফের উঠে আসেন চর্চায়।

post
বিনোদন

মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদাহ যাচ্ছিলেন অভিনেতা দেব। মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টার। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা। জানা যায়, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারোর প্রতি কোনও অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।

post
বিনোদন

কত টাকার মালিক রচনা ব্যানার্জি

আগামী মাসেই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ইতোমধ্যেই নির্বাচনী এলাকাও বাছাই করেছেন অভিনেত্রী। এ বছর লোকসভা নির্বাচনে রচনা জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। ‘দিদি নং ১’-এর জন্য জনপ্রিয় এই তারকাকে নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে পুরোদমে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে। সোমবার ২৯ এপ্রিল নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। যেই হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ উঠে এসেছে। হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয়ের পরিমাণ ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। তার স্বামীর আয়ের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার টাকা। চলতি মাসের ২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লাখ। কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। পাশাপাশি অভিনেত্রীর ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লাখ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা আরও একটি গাড়ির দাম ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অভিনেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকা।

post
বিনোদন

ইফতারিতে মুগ্ধ পরমব্রত

ঢাকায় দেখা মিলল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। সমাজকর্মী স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে ঢাকায় ঘুরে গেছেন তিনি। সেটাও কিনা এসেছিলেন স্ত্রীর এখানকার বন্ধুদের আমন্ত্রণে। রমজানে রাজধানীজুড়েই অন্যরকম এক সাজ বিরাজ করে। এর মধ্যেই কলকাতা থেকে ঢাকায় এসে সেই আবহ উপভোগ করে গেলেন পরমব্রত-পিয়া দম্পতি। বিশেষ করে ঢাকার ইফতারে মুগ্ধ হয়েছেন পরমব্রত। এখানকার বন্ধুদের বাড়িতে জমিয়ে ইফতার করেছেন টলিউডের জনপ্রিয় এই দম্পতি। ইফতারের সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা গেছে, ইফতারের আয়োজনে খাবারের টেবিলে সাজানো অসংখ্য আইটেম। চিকেন, মাটন থেকে শুরু করে নানা রকমের মিষ্টান্ন, ফল, শরবত সবকিছুই ছিল খাবারের টেবিলে। ইফতারের সেই ছবি প্রকাশ করে বাংলাদেশি বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা। একইসঙ্গে লিখেছেন, এমন এক ইফতার যেটা আর আগে কখনো করেননি।

post
বিনোদন

ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতল ঢাকার ৩ তারকা

মঞ্চ তৈরি ছিল, কেবল পুরস্কার ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাটাই এলো। কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল। গতকাল শুক্রবার কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু। এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার। এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম। 

post
নারী ও শিশু

ছেলের উন্নত চিকিৎসার জন্য ভারতে পরীমণি

টানা কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও সুস্থ না হওয়ায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্মকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেল ৫টার ফ্লাইটে সন্তানকে নিয়ে কলকাতায় গেছেন পরী।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফেসবুকে এক পোস্টে পরী জানান, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনও হসপিটালাইজড! বরিশাল থেকে ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পরীমণি। এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনাও জলে ভেসে গেছে। এই নায়িকা বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। শনিবার আমার ওয়েব ফিল্ম কাগজের বউর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। সবশেষ ভক্তদের সাবধান করে পরী বলেন, শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.