গোপনে এসে শ্যুটিং, ক্ষুব্ধ কলকাতার পরিচালকেরা
গোপনে ঢাকায় এসে শ্যুটিং করায় কলকাতার নির্মাতা রাহুল মুখার্জিকে শাস্তিস্বরূপ তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল টালিউড নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টরস গিল্ড। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। রাহুল মুখার্জির ওপর নিষেধাজ্ঞা তোলায় আপত্তি জানায় ফেডারেশন। ফলে ফেডারেশন পক্ষের টেকনিশিয়ানরা রাহুলের উপস্থিতিতে কাজ করতে অস্বীকার করে।রাহুল মুখার্জির এই ঘটনায় এখন দু ভাগ হয়েছে ইন্ডাস্ট্রি। এবার ফেডারেশনের বিরুদ্ধে একজোট হয়েছেন পরিচালকেরা। দাবি না মানলে, সঠিক সমঝোতা না হলে, আগামী সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ছবির শ্যুটিংয়ে গিয়ে বাধার মুখে পড়েন পরিচালক রাহুল মুখার্জি। শনিবার থেকে টেকনিশিয়ান্স স্টুডিওতে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল রাহুলের। সেই মতো সকাল সকাল হাজির হন পরিচালক রাহুল, অভিনেতা প্রসেনজিৎ, অনির্বাণসহ অন্য অভিনেতারা। কিন্তু সেখানে শ্যুটিংয়ে অনুপস্থিত থাকে টেকনিশিয়ানরা। এমতাবস্থায় টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শ্যুটিংয়ে বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালকেরা। তাই তো এদিন স্টুডিও পাড়ায় একসঙ্গে কর্মবিরতির ডাক দেন পরিচালকদের সবাই। এসময় কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে পরিচালক রাজের বক্তব্য, ‘রাহুলের ছবির শ্যুটিং শুরু না হলে কোনও পরিচালক সোমবার থেকে শ্যুটিং ফ্লোরে যাবেন না।’