কনসার্টে হামলা: মুখ খুললেন প্রেসিডেন্ট
রাশিয়ায় কনসার্টে হামলার ঘটনার একদিন পর মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার তিনি প্রাণঘাতী ওই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। শুক্রবার মস্কোর উপশহর ক্রাসনোগর্স্কের একটি কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ১৩৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে নগরীর গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। জানা যায়, শুক্রবার যখন ওই হামলা শুরু হয়, তখন গান শুরুর প্রস্তুতি নিচ্ছিল সোভিয়েত আমলের রক সঙ্গীত দল ‘পিকনিক’। ৬২০০ আসনের সিটি হলটি হামলার সময় দর্শক পূর্ণ ছিল। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন চার হামলাকারীসহ ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।