ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে। এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের ১৭ নম্বর আর্টিকেলে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে সরকারকে। ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে।
